![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঐ লোক এবার একটু থামুন। সত্যিই আমি অবাক হই কিছু আবাল লোকদের দেখে। কোনকিছু না বুঝেই অপরাধকে উস্কে দেওয়ার কাজটা তারা এমন ভাবে করছে যে মনেহচ্ছে এটা যেন কোন অপরাধই না। ১ লা বৈশাখে রাজধানীর টিএসসি মোড়ের ঘটনা আজ আমাদের কারোই অজানা নয়। সত্যিই এই দিনের এই ঘটনা আমাদের বাঙ্গালি জাতি এবং সমগ্র মুসলিম সমাজের জন্য একটা কলঙ্কের অধ্যায়। আপনাদের কারওই অজানা নয় যে, আমাদের দেশের সংবিধান অনুযায়ে আমাদের এই দেশ একটা মুসলিম কান্ট্রি। এছাড়া এটা সেই দেশ যেখানে শতকরা ৮৩ জন লোক মুসলমান। কল্পনাই করা যায় না, যে দেশে এতজন মুসলমান লোক বাস করে সেখানে প্রকাশ্য দিবালোকে নারী ধর্ষনের মতো ঘটনা কিভাবে ঘটে?। যেখানে ইসলাম ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড করছে।
হ্যা, মানছি আপনার কথা। ইসলামিক দেশ নামে হলেও ইসলামিক আইন বলে এখানে কিছুই নেই। কিন্তু মানুষ গুলো তো ইসলামিক আছে; তাই না?? এর উত্তরো হয়তো আপনার পক্ষ থেকে "না" -ই আসবে। আপনি বলবেন, কজনই বা ইসলাম সঠিকভাবে মানে? । হ্যা, আমিও আপনার সাথে একমত। কারন সকলে সঠিকভাবে ইসলাম মানলে প্রকাশ্য দিবালোকে এমন কোন ঘটনা ঘটানোর কেউ সাহসই পেত না।
কিন্তু একবার ভেবেছেন কি, যারা টিএসসি মোড়ের এই ঘটনা ঘটার পর ধর্ষকের পক্ষ নিয়ে ঐ নারীর দিকে যারা আঙ্গুল তুলছেন তারা কি রকম??
ইসলাম নিয়ে সারাদিন গলাবাজি করেন আবার সেই গলায় একটা ধর্ষকের সাথে দিচ্ছেন। এটা কি রকম আইন আপনার?
সেখানে ইসলাম ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড করেছে সেখানে তার মৃত্যু কামনা না করে, কি করে আপনি তার পক্ষ নিয়ে কথা বলতে পারেন। এটাই কি আপনার মূল্যবোধ, এটাই কি আপনার ইসলাম মানা?? দয়াকরে ভাবুন একবার।
অবশেষে একটা কথাই বলতে চাই, কেউ এমন কোন কাজ করিয়েন না যেটা অপরাধকে উস্কে দেয়। কারন আপনার এই উস্কে দেওয়া আরেকটা এর থেকেও বড় অপরাধের জন্ম দিতে পারে। ধন্যবাদ সকলকে। ভাল থাকবেন।
©somewhere in net ltd.