![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"পলাশবাড়ীতে পৃথক স্থানে দুই শিশু শিক্ষার্থী ধর্ষনের শিকার" এই শিরোনামটা পড়তেই হাঠাৎই অনলাইন খবরের পাতায় চোখটা আটকে গেল আমার। ভিতরে ক্লিক করে ডুকে আরও অবাক হলাম বিষয়টি পড়ে। কারন এখানে ১ম ঘটনায় ৬ বছরের ক্লাস ওয়ানে পড়া ছাত্রী আফরোজা ধর্ষনের শিকার হয়েছে ৫৫ বছর বয়সী কুলাঙ্গার আমিন মন্ডলের দ্বারা। আর ২য় ঘটনায় ৮ বছরের ছাত্রী মিতু ধর্ষনের শিকার হয়েছে ১৫ বছরের লিটন নামে এক কিশোরের দ্বারা।
বড়ই আবাক করা বিষয় এটা। টিএসসির যৌন হয়রানির ঘটনায় যখন সারা দেশ উত্তাল তখন এ রকমের ঘটনা ঘটে কি করে? আমাদের এই সারাদিন এদের বিরুদ্ধে প্রতিবাদী লেখা এবং সোসাল মিডিয়ার এদের বিরুদ্ধে শক্ত অবস্থানের কোনটায় কি এদের কানে পৌঁছাই নি??
আরে ভাই আমি তো ভুলেই গেছি, এসব খবর এদের কানে পৌঁছাবেইবা কিকরে কারন যখন আমাদের মধ্যেই কিছু আবাল লোক এদের উস্কে দেয়। এখন তো শুধু এদের কানে ঐ আবাল লোকদের সেই উস্কে দেওয়া কথাটাই পৌঁছেছে। কারন তারা ভাবছে আমাদের পক্ষে কথা বলার মতো অনেক আবালই আছেন, যারা আমাদের শাস্তি হয়তো কমিয়েই দিতে পারেন। আর এরা তো বিনা টাকায় আমাদের ধর্ষক গোষ্ঠীর ওকিল।
সেদিন টিএসসিতে যৌন হয়রানির শিকার হলো কিছু নারী, সেখানে তাদের চলা-ফেলা, কাপড়ের দিকে আঙ্গুল তুলছেন এইসব বিনা টাকায় উকিল গোষ্টিরই কিছু লোক। কিন্তু একবার তারা ভেবেছে কি?
উপরের এই ঘটনাটায় এই ছোট্ট অবলা শিশু দুটো কেন ধর্ষনের শিকার হবে?। এখানেও কি তারা এই ছোট্ট শিশু দুটোর চলাফেরা এবং কাপরের দিকে আঙ্গুল তুলবেন।
ধিক্কার তাদেরকে যারা কোন ধর্ষনের ঘটনা ঘটার পর ধর্ষকের দিকে আঙ্গুল না তুলে ধর্ষিতার দিকে আঙ্গুল তোলেন।
মনেরাখবেন এই ধর্ষকদের যতো উস্কে দিবেন ততোই এ রকম ঘটনার সংখ্যা সমাজে বাড়বে। আজ এই শিশু দুটো ধর্ষনের শিকার হয়েছে কাল এই জায়গার আপনার মা-বোন থাকবে। তখন দেখবো আপনি দোষ কার দিকে দেন।
০১ লা মে, ২০১৫ বিকাল ৩:০৩
মোঃরাশেদুজ্জামান রাশেদ বলেছেন: না ভাই, পতিতালয় তুলে দেওয়ার ফল এটা নয়। বরং এটা ফল হচ্ছে সেটার যে মানুষের মনুষ্যত্ব বলে জিনিসটা যে দিন দিন উঠে যাচ্ছে তার। সত্যিই একটা মানুষের নূন্যতম মনুষ্যত্ববোধ থাকলেও এ রকম কাজ সে কখনোই করবেনা।
©somewhere in net ltd.
১|
১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৫১
ঢাকাবাসী বলেছেন: পতিতালয়গুলো উঠিয়ে দেযার ফল নাকি?