![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিদিনের মতোই একটু দেরী করেই ঘুম ভাংলো ধ্রুবর। আজকাল কেনজানি ঘুমটা একটু বেশীই হয়ে গেছে, কোন এলাহী কান্ড না বাজা পর্যন্ত ঘুমটা মোটেই ভাঙ্গতে চায়না।
অভ্যাস মতো ঘুম থেকে উঠেই বালিশের নিচ থেকে ফোনটা টেনে বের করে স্কিনের দিকে তাকাতেই বুকের মাঝটা জোরেশোরে কাঁপুনি দিয়ে উঠলো ওর।
ফোনে ৩৭ মিস কল!!!
.
এমনটা নির্ঝর করতো সবসময়। ধ্রুব কোনদিন ফোন না উঠালে পাগলিটা ক্লান্তিহীন ভাবে শুধু এই কান্ডই করে চলতো। একবার ধ্রুবর ফোনে ১৪১ বার ফোন এসেছিল। তারপর সে ফোন রিসিভের পর অপর প্রান্ত থেকে যে অস্তিরতায় ভরা মায়াবী কান্নাটি ভেসে এসেছিল সে কান্নায় বুঝিয়ে দিয়োছিল তার নির্ঝর কতটা পাগলি।
.
অবচেতন মনের ভাবনা ধ্রুবকে নিয়ে গেছে সেই সুদূর অতীতে। বাট চাইলেও এখন নির্ঝরের ফোন আসা আর সম্ভব নয়। কারন নির্ঝর তো এখন আর নেই; সে তো আজ তার থেকে অনেক দূরে, বহু দূরে.....!!
.
প্রত্যেকটা সুন্দর রিলেশনের মতোই ধ্রুব আর নির্ঝরের রিলেশনটা সুন্দরের মাঝেও ছিল অধিকতর সুন্দর। ভাল আন্ডারেস্টিং, বিশ্বাসযোগ্যতা, একে অপরকে বুঝিয়ে নেওয়া, সব কিছু দেখে কেউ তাদের পারফেক্ট না বলে পারতনা।
একটা হঠাৎ ঝড় সব কিছুকে তছনছ করে দেয়!!
হারিয়ে ফেলে ধ্রুব তার চীরচেনা মুখটাকে। হঠাৎ নির্ঝর রাক্ষসী রূপ ধারন করে গহীন অরণ্যে ছুরে ফেলে ধ্রুবকে!!
তারপর যা হবার তাই!!!
.
পথ কূল হারানো ধ্রুব গহীন অরণ্যে বাঘের ভয়ে যখন নির্ঘুম রাত কাঁটাচ্ছিল তখন নির্ঝর এদিকে অপরের সাথে প্রেম লীলায় ব্যস্ত!!
বহু কষ্টে পাড়ে পৌঁছালেও, সময় তাকে বুঝিয়ে দেয় অনেকটা বাস্তবতা। সেই বাস্তবতাকে আগড়ে ধরে এখনো পথ চলে ধ্রুব। এক সময়ের আবেগী ছেলেটা এখন যে কতটা নিষ্ঠুর তা তো সে নিজেই জানেনা।
.
এবার ফোনটি আবার বাঁজছে। ফোনের সবুজ বাটনটা চাপতেই অপরপ্রান্ত থেকে ভেসে এলো সেই চীর পরিচিত আওয়াজটি । থমকে দাড়িয়েছে ধ্রুব। অপর প্রান্তের মায়ায় জড়ানো কণ্ঠটি বার বার হ্যালো বলে চলছে।
ধ্রবঃ কে? (অনেকক্ষণ চুপ থাকার পর প্রশ্নটা করেছে)
: আমি জানি তুমি আমায় চিনেছো। এত সহজে তুমি আমায় ভুলতে পারোনা।
: কে আপনি এমনভাবে কথা বলছেন কেন? ( ধ্রুবর আবারো না চেনার ভান)
: আমি নির্ঝর।
(অনেক দিনপর সেই চীর পরিচিত কন্ঠের মৃত মানুষটার নাম শুনে বুকের মাঝটা কেমনজানি করছে ওর। তারপরেও মুখ যেন আজ নিশ্চুপ)
:আমি নির্ঝর নামে কাউকে চিনিনা। চিনতাম একজনকে বাট সে মারা গিয়েছে অনেক আগেই।
.
এক সময় নিজের প্রাণের থেকে প্রিয় ভাবা মানুষটির মুখ থেকে হয়তো এমন শব্দের ব্যবহার সে আশা করেনি। ফোন কেঁটেছে নির্ঝর।
ধ্রুব অপলক চোখে ভাবছে, সময় আর বাস্তবতার সাথে মানুষ কতটা কঠিন হতে উঠতে পারে!
(কাল্পনিক)
১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৩
মোঃরাশেদুজ্জামান রাশেদ বলেছেন: ধন্যবাদ জনাব
২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:১৬
সুমন কর বলেছেন: আরো ভালো করার সুযোগ ছিল........
১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪১
মোঃরাশেদুজ্জামান রাশেদ বলেছেন: হ্যা অবশ্যই সুযোগ ছিল। তবে আমি চেয়েছি ২০১৫ সালের ছোটছোট হাতে লেখা হুবাহু সেই লেখাটাই প্রকাশ পাক।
রূপ না বলদাক।
মন্তব্যের ধন্যবাদ জবাব
৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০৯
রাজীব নুর বলেছেন: এইদিন অপ্রকাশিত ছিল কেন? কেন?
১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৩
মোঃরাশেদুজ্জামান রাশেদ বলেছেন: ড্রাফটে ছিল। মনেই ছিলনা কোন একটা লেখা আছে জমানো।
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১৯
চাঁদগাজী বলেছেন:
কল্পনার থেকেও বেশী