নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুর!

বিকট

হাসান মাহবুব

আমার অপদার্থতাকে মাহাত্ম্য ভেবোনা...

হাসান মাহবুব › বিস্তারিত পোস্টঃ

গ্যাংস্টা টিম@সামু (১৮+)

০৩ রা জুন, ২০০৯ রাত ১:০১

গ্যাংস্টার হামার মূল য়াংরেজি লিরিক এইটা।

Gangsta rhymes







You called me mate!

But I took that as a threat!

Coz Under your leather jacket

There is a weapon packet.

I'm not in your mafia gang.

I'm scared that you can give me a BANG!

I'm not a tough guy like you.

I love to walk in the morning dew.

So,take back pal, your weapon pack

Don't force me to run in your bloody track.

I am a jackass,believe me mate!

I was kicked out in ma' last date.

Are you moved by ma' talk u phony?

Ifn't, then listen, I'm.....

"Micheal Corleone"

So, step off nigga,try another luck

Or I'll give u a terrific f*** /:)



একলব্যের পুনর্জন্ম ওরফে একুর অনুবাদ



"তুমি কৈছিলা আমি তুমার সাথী

শুইনা অবধি কানে জ্বলছে লাল বাত্তি

ক্যান বুঝো না ? তুমার জামার নিচে

পিস্তলের ঠোঙা উকি মারে পিছে !



আই তো নাইক্কা তুমার মাফিয়া দলে

ভুই পাই হেইডা মানবা ঠিক কৈরা ক'লে ?

তুমার লাহান কঠ্ঠিন পরানও নাই

আমার মনে চায় মরনিং টাইমে ঘাসে গড়াই

সো , বস বন্ধ করো এই আউলা লড়াই

আমার লগে পাংগা দিও না জেডা

আমার মত সাদাসিধা আর কেডা !"



নাফিস ইফতেখারের অনুবাদ





"তুই আমারে বন্ধু ডাকসোস

মাগার আমি ভাবসি হুমকি! /:)

কারন তোর লেদার জ্যাকেটের তলে -

প্যাকেট ভর্তি অস্ত্রের ধমকি

আমি তোর মতো গ্যাঙবাজি করি না

তাই আমার ভয় তুই আমায় দিবি *ন্দায়!

আমি তোর মতো শক্ত না

শিশির ভেজা সকালে আজো হাঁটতে মঞ্চায়

তাই গুটায় রাখ তোর অস্ত্র-পাতি

আমারেও তোর পথে লইয়্যা করিস না ক্ষতি

আমি বোকাসোকা বিশ্বাস কর

লাস্ট ডেটিংয়ে আমি খাইসি চড় থাপ্পর

আমার কথায় তোর হইসে হুশ হইসে নি?

না হইলে শোন........

আমি হইলাম - "মাইকেল কর্লিওনি" /:)

অতএব সময় থাকতেই সইরা যা

নাইলে আমার জব্বর *ন্দানি খা /:) "



লেখকের অনুবাদ



"আমারে কৈসো দোস্তো

শুইনাতো আমি সন্ত্রস্ত!

তোমার কালা লেদার জ্যাকেট

সেথায় লুকানো অস্ত্রের প্যাকেট।

আমি ভাই রংবাজির মইদ্যে নাই

ক্রসফায়ারে মর্তে চাইনা হুদাই।

তুমার্মোতো আমার নাই সাহস অত

বাপ মায়ের আমি একান্তই অনুগত।

ফিরায়া নাও তুমার অস্ত্রের প্যাক

আমারদ্বারা হৈবোনা চুরি, বাটপারি, হাইজ্যাক।

বিশ্বাস কর বস, আমি একটা ভোদাই

মাইয়ারা আমারে দেইখ্যা কয় কুনো বেল নাই!

আমার কতা কি বিশ্বাস হয় নব্য সন্ত্রাসী?

নাইলে একটু দাঁড়াও, আমার গ্যাং নিয়া আসি।

চিনো নাই আমারে তুমি,আমি কালা কাশেমের লোক!

এতক্ষণ খুব ভাব লৈসো, এইবার কর শোক!"



মানুষ ওরফে রমজানের অনুবাদ



তুমি যেদিন বন্ধু বইলা দিলা আমায় ডাক

প্যাটের মইধ্যে বাইজা উঠল গুড় গুড় গুড় ঢাক

জ্যাকেট দিয়া ঢাকা তোমার রবিউলের ফিগার

তবু তাহার নিচেই উঁকি মারে নাইন মিলিমিটার

সুবিধাবাদ সাপোর্ট দিলেও নাই যে তোমার দলে

হঠাৎ যদি ক্ষেইপা গিয়া ছুরি চালাও গলে

তোমার মত নাই যে আমার মাস্তানি স্বভাব

কবি কবি ভাব আছে মোর, কবিতার অভাব

তাইতো বলি বন্ধু তুমি দূরে দূরেই থাকো

পাপের বোঝা যা আছে সব তোমার মাথায় রাখো

আমি যে এক গোবেচারা, গুণ ছাড়া গুণধর

চাইলে মারো পাছায় লাথি, মারতে পারো চড়

এতক্ষন যা কইছি সেসব মাথায় ঢুকছে নি?

না ঢুকলে তুই শুইনা রাখ মুই মাইকেল কর্লনি

এত কিছু শোনার পরেও টানিস ক্যানে বাপ

ফাকে গিয়া চুলকা নইলে খাবি কঠিন ঠাপ



শূন্য আরণ্যক ওরফে ০ এর অনুবাদ



আমারে কইলি দোসত

ভাবে দেহি কাটার তালে আসো গোসত

বগলের তলে ঐটা কি খেলনা

চুদুমুদু ভাবসো আমি ফিডার খাওয়া "ফেলনা" ?



তোমার গ্রুপে হইনাই ভর্তি

"ভুই" পাই আমারে ঠ্যাক দেয়ার করতাসো ফন্দি।

আমার লেভেলটা অন্যখানে

আকাশ মাটিতে যেখানে মিশে সেখানে



তোমার মাস্তানি অরেক জায়গায় চালাও চান্দু

আমি আকামে নাই কোন জাইনা লও বন্ধু



আমি আসলেই ভদ্র-ভাদাইম্যা পোলা

লাষ্ট ডেটে ধাবরানি দিসিলো ঠোলা



আবাল! তুমি কি ভাবসো আমি পুরাই পুতুপুতু?

দেশী কর্লিয়নি রে চিনো নাই হুমুন্দির নাতি!



হ এই বার দৌড় দে বান্দির পোলা

*দা খাইলে বুঝবা *য়া মারার জ্বালা!!



অন্যরকম ওরফে খরগোশের অনুবাদ



তুমি আমায় বলেছিলে, "ওগো বন্ধু-প্রাণ",

তোমার গলার টান, আমার বুকে এনেছিল ভয়ের বাণ!



তোমার জামার তলে, কি যেন কি লড়ে চড়ে!

দেখে আমার হৃদয় কাঁপে ডরে।



আমি ত তোমার ন্যাকড়াবাজির দলে নই,

তোমার পটকার আওয়াজ, মনে লাগে ভয়।



তোমার গায়ে মহিষের জোর, আমর তা নাই,

ভালবাসি ভোরের শিশির, দূর্বা ঘাসে হাঁটতে মন্চায়।

আমায় তুমি টেন না ঐ ন্যাকড়াবাজির দলে,

আল্লার কসম বস্ধু, আমি একটা ভুদাই,

বীচি গেছে আটকায়, গত ডেটিংয়ে মাইয়া দিছে আমারে ুন্দায়!



হের পরও তুই মুটা মাথা, আমারে চিনস নাই?

তাইলে বাঞ্চত শুইনা রাখ

"আমি মাইকেল কর্লিওনি"

আমার ুটকি থেকে দূরে থাক!

নইলে তোরে দিমু এক রাম ঠাপ!



লেনিন"এর অনুবাদ



বন্ধু কইয়া আমারেই যখন তুমি ডাকলা

মনে হইলো চ্যালেঞ্জই তুমি আমার প্রতি হাকলা!

জ্যাকেট দিয়া যদিও আছে তা ঢাকা

বুঝা যায় যে মেশিনটাই আছে ঐখানে রাখা।

তুমার এইসব মাফিয়া গ্যাংয়ে আমি যে ভাই নাই

কোনসময় যে বাঁশটা মারবা সেইটাই ডরাই!

তুমার মতো শক্ত-মর্দ আমি তো ভাই নই

খুব সকালে শিশিরে হেঁটেই পুলকিত হই।

ওকে দোস্ত, তুমার অস্ত্র, তুমিই ফেরৎ নাও

রক্তে নাওয়া তোমার পথে তুমিই হাঁইটা যাও।

আমি পুরাই ফাউল ভোদাই, ইমানে কই দোস্ত

লাস্ট ডেটিংয়েও বান্ধবীটা দিলো ধোঁকা মস্ত

যা যা কইলাম তাতেই খুব মইজ্যা গেছোনি?

শুইন্যা রাখো আমারো নাম মাইকেল কোরলেওনি

মানে মানে কাইট্যা পড়!

যদি রাখোস ঠাপের ডর! ;)



রাজ মো, আশরাফুল হক বারামদী এর অনুবাদ



বন্ধু মোরে ডাকিয়াছ তুমি



হেরিলাম তাই কবরভূমি



কারন তব বর্মতলে



মম মরনঘন্টা দোলে



না দিই যদি আমি সাড়া



মম হইব বসুধাছাড়া



নইতো আমি তব ন্যায় রুক্ষ



ভালবাসা মোর মনে বহে অতি সূক্ষ



তাই মুক্ত কর হে মোরে বন্ধু মম



করিয়না মোরে আর অন্ধসম



আমি নির্বোধ, কর হে মোরে বিশ্বাস



প্রতিদিন প্রহৃত আমি, করি হাসফাস



দাও সাড়া দায় হে মোর আহবানে,



যদি না দাও তবে শোন নিজ কানে,



হে "বিলাইমারা হারান"



সময়ের কাজ সময়ে করিও



নতুবা হারাইবে পরান।





রূপক আমার নাম এর অনুবাদ



ডেকেছিস আমাকে সঙ্গী--

চুপ কর বেটা বদ, জঙ্গী!

তোর আলখাল্লার চিপাতে

দেখা যায় রামদা। কোপাতে

চাস নাকি আমাকে হারামি?

তোর দলে তাই নাই আমি।

নই আমি কোনো বডিবিল্ডার,

লং অফে দাঁড়ানো ফিল্ডার।

অফ যা, জ্বালাইস না আর,

কলুর বলদের মত ঘুরাবার

চেষ্টা করিস না বৎস,

ঘোলা জলে নেই কোনো মৎস।

বোকা আমি, নই কোনো আইনস্টাইন

ছ্যাঁকা দিছে গতবারের ভ্যালেন্টাইন!

তারপরও যদি চাস দলে নিতে

বলতেই হয় তোরে, এই শীতে

দিমু নাকি পুকুরে চুবান?

মাইন্ড ইট, মাই নেম ইজ খান।



রাজসোহান



ডাকলে আমায় বন্ধু?

হুহ! নই আমি বুদ্ধু। :-0

আমি তো দেখেছি কি রয়েছে তোমার জ্যাকেটে,

রেখেছ রামদা,আমার জীবন প্রদীপ নেভাতে। :-/

যদি চাও তুমি আমাকে, :`>

ছাড়তে হবে ঐ গ্যাং এখন থেকে /:)

তোমার মত কঠিন প্রাণ,আমার নয় পছন্দ :-0

চাই আমি সকালের মতন মিষ্টি রোদের গন্ধ :)

তাই যা আছে অস্ত্র,গুটাইয়া রাখ, /:)

আমারে আর ঐ পথে কখনও না ডাক :#)

যদি বিশ্বাস না হয় আমি যে বোকা :-*

ফিরে দেখ ইতিহাস,খাইছি কত ধোঁকা :-&

এতক্ষণ যা কইলাম,মাথায় কি রাখছস? /:)

শোন,আমি হইলাম মাইকেল কর্লিওনি-

লোক একখান জোশ!! :-P

তাই বলি সময় থাকতে সইরা যাও, :-P

নইলে কইলাম কঠিন লসের ভার লও। :>



রাজসোহানের আরেকটা

ডাকিলে মোরে পরানের বান্ধব,

শুইনায় হইলাম পুরা তাজ্জব।

জ্যাকেটের নিচে রাখিয়া পিস্তল,

বাড়াইতেছ মোর জীবনের কোন্দল।

এতই যদি আমারে পাওয়ার শখ তুমার,

ছাইড়্যা দেও ভন্ডামী,চোরাকারবার।



তুমি যে কি কঠিন প্রাণ-

বুঝার আর নাই বাকী,

আমি ভাই পুরা সাধাসিধা-

নাই কোন ফাঁকি।

তুমার কাছে আছে যত অস্ত্র-

তুমিই সামলায়া রাখ,

আমি ভাই,এইসবে নাই-

যতই তুমি ডাক।

বিশ্বাস কর ভাই-

আমি পুরাই গাধা,

আমারে সাথে রাখলে-

তুমি হইবা আরেক হাদা।



এত্ত কথার পরেও যদি তুই-

কিছুই না বুঝস?

শোন তাইলে আসল পরিচয়-

আমি কার্লিওনি রাক্ষস।



হের লাইগাই কইছিলাম-

আমার লগে লাগিস না।

শেষমেস তো লাইগাই গেলা,

অহন আয় সামলা ঠেলা।



উদাসী স্বপ্ন



দুস্ত, গায়ে কত গোস্ত।

পরোটা খাওনের টাকা বিচড়াই

মাগার জ্যাকেটে তুমার চুরি-ছিনতাই

আমি ভাই নিরীহ মানুষ

মনের আনন্দে দেখি সুন্দরী ফানুষ

তুমার দলের লোক না আমি

দুস্ত কইয়াই টেনশনে আছি।

তো ভাই, অখন ঘোড়া সামলাও

মনের সুখে বোগল বাজাও!

লাস্ট ডেটিং এ খাইছি উষ্টা

সেইটা খাইয়া বড্ড যাতনা।

আমারে ঠেইলা লাভ নাই

খালি সকালের বিড়ির টাকা চাই।

ফোনে তুমারে সোজাই কইছি

টেহা পয়সার টানাটানিতে আছি।





যদি কানে না ঢোকে কথা,

শুইনা রাখ আমি মাইকেল কার্লিওন,

তোর শ্বশুড়ের জ্যাঠা,

তাই চান্দু, রাস্তা মাপ

নাইলে ডাকুম তোর বড় বাপ!



ফাহাদ চৌধুরী



ধান্ধায় বন্ধুত্বের মাইরে বাপ

নয় কেউ একই আস্তাবলের ঘোড়া

সুযোগবুঝে হয়ে যাবে দ্বিমুখো-শাপ

মারবে বুকে ছোরা ।



তুই হইলি পতঙ্গের শূককীট

মিরজাফরের রক্ত

হোমরাচোমরা তুই আঁটোসাটো ওভারকোটে

আসলে তা নাইন শুটারের প্যাকেট অফ হিট ।



তুই হইলি স্বার্থপর সুসময়ের পায়রা

কালো জ্যাকেট পইড়া আটস ফন্দি

খোমার মইধ্যে হান্দায় দিবি

নাইন শুটারের ক্যাপসুল ।



ভাবতে পারস হাঁদারাম, উজবুক

জ্বলে কপালে টিউবলাইট;

খাইয়া চড় বুকে ফুটসে মাইন

ডেট টা লাষ্ট ভ্যালেন্টাইন ।



আমি কইলাম চিলের মত

উড়ছি দুরের আকাশে অনেকদিন

সময় আইছে আইজক্যা

তোর গ্যাংয়ের আর বেইল নাইক্যা

চক্ষের পলকে ধইরা শিকার

খুলুম নিজের সিন্ডিকেট

মধুর প্রতিশোধের ক্রোধাবেশে

জানাইমু তোরে সিটিএন ।



প্রবাসী রনি



এমন করে দিলে ডাক

করছ যেন খ্যাক খ্যাকৎ

জ্যাকেটের নিচে রাখচস তুই নকল বোমা

এই কথাটা আগেই বলে দিছে সোমা।



আমি নয় কোন মাফিয়া

তাই আমার উপর পড়বি না ঝঁপিয়া।

আমি তোর মতন করিনা শুধু খেউ খেউ

আমি হলাম সকাল বেলার শিশিরের ডেউ।



যা যা পেক দে তোর মাস্তানী

তোর ভয়ে আমি খাইযে ঘোর পানি।

মনে মনে তুই খাইতেছস মন কেলা

ছেড়ে দে ভাই মনটা আমার নয় অবলা।



তুই এখনো চিনস নাই আমি কেডা

আমি হইলাম তোর কর্লিওনি জেডা।

একবার খাইলে ধরা

ভাইঙ্গা দিমু তোর টেডা।



বংশী নদীর পাড়ে



ডাক দিয়াছ বন্ধু আমারে

তাই থাকিতে পারিলামনা ঘরে

আসিয়া আমি ভাল করে দেখি

বন্ধু তোমার জ্যাকেটের তলে ওটা কি?

না না আমি তোমার মাফিয়া চক্রের কেউ নই

ভয়ে আমার পরান কাপে কেমতে আমি কই



সমুদ্র কন্যা



ডেকেছিলে সখী বলে আমারে,

দুরুদুরু হল বুক তাই শুনে ভয়ে।

কারণ জেনেছি তোমার ভ্যানিটি ব্যাগের ভিতরে

রেখে দিয়েছো একডজন সেফটিপিন ভরে

তোমার চুলাচুলির দলে নেই আমি,

সে অপরাধে আমাকে খুঁচিয়ে ক্ষত-বিক্ষত করবে তুমি।

আমি তো তোমার মত খান্ডারনী নই,

বেলি ফুলের মালা আমি এখনও ভাল পাই।

চালিয়ে যাও তোমার চুলাচুলি কিলাকিলির মিশন

আমার নরম হাত দিয়ে করলে আঘাত ব্যথা পাব যে ভীষণ

আমি আল্ট্রা মর্ডান নই, একেবারেই ক্ষ্যাত

তাইতো কুদ্দুস আমায় দিয়েছিল ছ্যাক

আমার কথা কি তোমার বিশ্বাস হল না?

তবে মনে রেখ আমি নই এত সহজ ললনা

পাঁচ বছরের চ্যাম্পিয়ন চুলাচুলিতে আমি

রেগে গেলে মাথার চুল কিন্তু সব হারাবে তুমি।



অমিত চক্রবর্তী



পিছন থেকে কে ডাকিল "ও হে কদম"

চেহারাটা দেখি তোর বান্দরেরও অধম

বাংলা খাইয়া ভাব নেস খাইসস টাকিলা

কাইল্যা জ্যাকেটে মেশিন রাইখ্যা করসস বিলা।।



তোর কাছে আছে একখান পাঁচ মুরগীর গ্যাং

চিপায় চুপায় লইয়া গিয়া মারবি নাকি ল্যাং

বেতাসির বেয়াদব আমি তোর মত নই

শিশিরে পিছলা খাইলেও দাঁত কেলাইয়া রই।।



ভালোয় ভালোয় কইতাসি মালপাতি সরা

আমি পারুম না ,তোর ইচ্ছা থাকলে মাটিতে গড়া

তুই তো জানস না আমি বহুত জাউড়া

মাইকেল করলিয়নী,গডফাদারের ছ্যাড়া

এত কাহিনী শুইন্যাও যদি ভাইগ্যা না যাস

মারুম কইলাম এইহানে,শশ্মানে পরব লাশ।।



পাপী ০০৭

কি কূটচাল হে!চাও যে দোস্তি

সমগ্রটাই নিদারুন অস্বস্তি!

কেননা নিশ্চিত তোমার জ্যাকেট;তারি

লুকিয়ে এক নিরব প্রাণসংহারি।

শয়তানকুঠির চাই না হতে কেউ

ভীত শীরদাঁড়ায় বহে শীতল ঢেউ!

হস্ততালু আমার নয় খুনইস্পাত মত

শিশিরপায়ে হাঁটি বরং অবিরত।

কালসাপ গুটিয়ে রাখো খোপে এবার

সময় হলো মোর সমুদ্র স্নান দেবার।

নির্বোধ আমি বিশ্বাস করো যীশু সম

অবান্চিত আমি;সবই অসময়ের ভ্রম!



তবুও কি হয়নি হুঁশ তোমার কোনো?

তবে কান পেতে শোনো....

আমি সেই মাইকেল কর্লিওনি

আমার হাতেও হয় সৃষ্টি দ্যাখো

মৃত্যুর প্রতিধ্বনি।



নাবিক হ্যাডক



মম দোঁহে ডাকিয়াছো বন্ধু তুমি মোরে

তবু কেন দেখিতাছি সন্দেহ,তোমার অধরে?

দেখিয়াছি কী লভ্য, তব পোশাকী আড়ালে আছে

প্রাণঘাতী অস্ত্র সেথা, আমায় পেটাতে চাও পাছে!



তোমা হেন অপকুঞ্জে আমি কখনোই নাই

মোর বন্ধুতা যদি চাও, ওটি ছাড়িতেই হবে ভাই!

আমি অতি সরলতাবাদী, বুঝিনে তো সন্ত্রাস

স্রেফ খাইব শীতল বরফ, এই মোর অভিলাষ!



যা ক্ষেপনাস্ত্র রাখিয়াছো সেসব বিক্রয়েই শ্রেয়

দুজন মিলিয়া খাবো, কোনো পানীয় সুপেয়।

পথে পথে ঠকেছি খুব, আর নাই বাকি বোঝা

ভূতের তাণ্ডব আমি ,কৃত্তিবাস ওঝা!!



মোর নামে উঠে বসে জগতের সব ভূতে

ওরা কেহ পারে নাই মোর প্রাণ নিতে লুটে।

এরপরও থাকিবে হেথা? নড়িবে না ভায়া?

পালাইয়া যাও তুমি, রেখে যাও নিজ ছায়া!!



এলোমেলো রকস

আমারে তুমি ডাকছিলা ফ্রেন্ড

ভাবছিলাম আমি ওইডা থ্রেট।

দিবানিশি তোমার জামার তলায়,

বত্রিশের কালা নল দ্যাখা যায়।



হইতে চাইনা ভাই তোমার গ্যাং

অকালে চাইনা হারাইতে পৈত্রিক ঠ্যাং!

সিক্স প্যাক নাইক্যা আমার বডিতে

হাটতে চাই আমি শিশির ভেজা পথে।



ভাই তোমার বত্রিশের নল সরাও

আমার রাস্তায় আমারে যাইতে দ্যাও।

আমি ভীতুর ডিম, বিশ্বাস কর ভাই

জিএফ এর ঝাড়ি তাই রেগুলার-ই খাই



ওই……

আমারে তুই ভোদাই ভাবছোসনি?

শুইনা রাখ আমি এম কর্লিওনি।

সইরা দাড়া তুই কাইল্যা পোলা



একজন ঘূণপোকা



তুমি কইছিলা আমারে বন্ধু

ভাবলাম গুতা দিবা চান্দু

তোমার চাদ্দরের নিছে

কি জানি ভয়ংকর লরেচরে

আমি নাইক্যা তোমগো পুংটামিতে

ভয় পাই আমি চড় থাপ্পড়ে

আমি তোমার মত এত জাওড়া না

ভাল লাগে আমার শিশির ভেজা সকাল বেলা

আমারে আর ডাইক্ক না দোজখে

ফিরায়ে নাও অস্ত্রপাতি যা দিছ আমারে

আরে ভাই আমি একটা ভুদাই

গার্লফ্রেন্ড আমারে দিছে খেদাই

ভাল লাগে নারে তোর আমার কথা

আমি হইলাম সেখের বেটা

সময় থাকতে চইল্যা যা, ভাইজ্ঞা যা।

নাইলে খাবি চোদাটা...............।*

নাইলে খাবি এইবার রাম ঠ্যালা।



ডানাহীন

তুই আমারে কস বইন !

ধান্দাবাজির পাসনা লাইন !

তর কালা বোরকার তলে

চাক্কু নাহয় আগুন জ্বলে

আমি তগর লগে নাই

পিঠে ছোরা খাইতে ডরাই

তর মত গেছো নই তো আমি

আছে শিশিরে ভিজে হাটার পাগলামি

বোঁচকা বাইন্দা ল আর দুরে গিয়া মর

নষ্ট পথ সঙ্গে নিয়া এ'খান থাইক্যা সর

বিশ্বাস কর ! আমি একটা ছাগী ছাড়া কিছু নই

শেষের প্রেমে ছ্যাকা খায়া ডাঙায় তোলা কই

কানে কি ঠুসা ভরছস .. কথা ভিত্রে ঢুকে না

মাইকেল কর্লিয়নির বইন আমি এইডা বুঝি জানস না

দূর হ মা গি, সময় থাকতে অফ যা

নাইলে কিন্তু মাথার চুল একটাও আর থাকব না ।

মন্তব্য ৫৯৬ টি রেটিং +১৩৬/-৮

মন্তব্য (৫৯৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০০৯ রাত ১:০৬

হাসান মাহবুব বলেছেন: কেউ কি পর্বেনা? :( মাইনাচ কি দিবেনা কেউ য়াংরেজি পুস্টে? :((

০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:৩০

হাসান মাহবুব বলেছেন: ২৩৬ বার পঠিত। জেনারেল অবস্থায় খারাপ না! অনুবাদগুলাও যুগ কৈরা দিলাম মূল পুস্টের সাতে।

২| ০৩ রা জুন, ২০০৯ রাত ১:১১

একলব্যের পুনর্জন্ম বলেছেন: কুন্টা চান ? মাইনাস না পেলাস ?

আগে বাংলা কৈরা কন এইগুলার মানে কি ?

০৩ রা জুন, ২০০৯ রাত ১:১৯

হাসান মাহবুব বলেছেন: লাইন বাি লাইন মানে কৈতে হৈব নাকি? /:)

৩| ০৩ রা জুন, ২০০৯ রাত ১:১৫

অনন্ত দিগন্ত বলেছেন: লাল বাটন টা কোথায় হাসান ভাই ?

০৩ রা জুন, ২০০৯ রাত ১:২০

হাসান মাহবুব বলেছেন: মারতে হলে জানতে হবে :(

৪| ০৩ রা জুন, ২০০৯ রাত ১:১৭

নাজমুল আহমেদ বলেছেন: য়াংরেজি বুঝি না। আগে কি লিখছেন তা বুঝাইয়া দেন।

নাইলে মাইনাস মেশিন দিয়া মাইনাস দিমু কিন্তুক।

০৩ রা জুন, ২০০৯ রাত ১:২১

হাসান মাহবুব বলেছেন: আরে..মাইনাচ খাওনের লিগাইতো এই পুস্ট দিসি :) /:)

৫| ০৩ রা জুন, ২০০৯ রাত ১:২৩

অনন্ত দিগন্ত বলেছেন: এখনো সময় আছে ... কইয়ালান হাসান ভাই ... লাল বাটন কৈ ... নাইলে বাংলা করেন জলদি জলদি ...

০৩ রা জুন, ২০০৯ রাত ১:২৭

হাসান মাহবুব বলেছেন: পোস্ট টি দুইজনের ভালো লেগেছে।
সাম্প্রতিক যারা ব্লগ দেখেছেন

* অন্যরকম
* একলব্যের পুনর্জন্ম
* সাদা কালো এবং ধূসর
* অনন্ত দিগন্ত


হেহেহহে!

৬| ০৩ রা জুন, ২০০৯ রাত ১:২৪

একলব্যের পুনর্জন্ম বলেছেন: হ পুরা বাংলায় কৈবেন

আইছে বিলেত থন ,আংড়েজি ফুটাইতে ।কন নাইলে দিলাম রিপোর্টাইয়া --আর থাহন লাগবে না , এমনেই কালা নয়নের নজরে পড়ছেন :)

০৩ রা জুন, ২০০৯ রাত ১:২৭

হাসান মাহবুব বলেছেন: বাংলা কর্লে ভাল্লাগবোনা :(

৭| ০৩ রা জুন, ২০০৯ রাত ১:২৫

সাদা কালো এবং ধূসর বলেছেন: ছন্দ তো জমে গেছে

০৩ রা জুন, ২০০৯ রাত ১:২৮

হাসান মাহবুব বলেছেন: রাইট মেইট!

৮| ০৩ রা জুন, ২০০৯ রাত ১:২৭

অন্যরকম বলেছেন: কইছিলাম পার্টি দিতে! ঝাকানাকা পোস্ট দিয়া.... সে দিলো আংরেজী পোস্ট!!!! :|

So, step off nigga,try another luck
Or I'll give u a terrific f***

মারডালা! :P

০৩ রা জুন, ২০০৯ রাত ১:২৯

হাসান মাহবুব বলেছেন: সেন্সর কর্সি মডুগো ডরে :|

৯| ০৩ রা জুন, ২০০৯ রাত ১:২৮

তনুজা বলেছেন: হুমমম
দেশের অবস্থা কি

০৩ রা জুন, ২০০৯ রাত ১:৩০

হাসান মাহবুব বলেছেন: গ্যাংস্টারগো লগে যোগ দিতাচি /:)

১০| ০৩ রা জুন, ২০০৯ রাত ১:২৮

অন্যরকম বলেছেন: চরম অশ্লীল পুস্টে মাইনাস!!!!! X((

০৩ রা জুন, ২০০৯ রাত ১:৩১

হাসান মাহবুব বলেছেন: আমি তো সেটাই চাইসিলাম, কিন্তু কেউ দেয়না ক্যান? :(

১১| ০৩ রা জুন, ২০০৯ রাত ১:৩০

অনন্ত দিগন্ত বলেছেন: এইবার লাল বাটন সবুজ বাটনে কাজ হবে না ... ড়িপুট করতেই হবে দেখতাসি X((

০৩ রা জুন, ২০০৯ রাত ১:৩৩

হাসান মাহবুব বলেছেন: ড়িপুটে ডরেনা গ্যাংস্টার /:)

১২| ০৩ রা জুন, ২০০৯ রাত ১:৪৬

নাজমুল আহমেদ বলেছেন: জলদি বাংলা করেন হামা ভাই X(X(( নাইলে কিন্তুক ......... X(X((

০৩ রা জুন, ২০০৯ রাত ১:৪৭

হাসান মাহবুব বলেছেন: দেখি :(

১৩| ০৩ রা জুন, ২০০৯ রাত ১:৫৯

হাসান মাহবুব বলেছেন: আমারে কৈসো দোস্তো
শুইনাতো আমি সন্ত্রস্ত!
তোমার কালা লেদার জ্যাকেট
সেথায় লুকানো অস্ত্রের প্যাকেট।
আমি ভাই রংবাজির মইদ্যে নাই
ক্রসফায়ারে মর্তে চাইনা হুদাই।
তুমার্মোতো আমার নাই সাহস অত
বাপ মায়ের আমি একান্তই অনুগত।
ফিরায়া নাও তুমার অস্ত্রের প্যাক
আমারদ্বারা হৈবোনা চুরি, বাটপারি, হাইজ্যাক।
বিশ্বাস কর বস, আমি একটা ভোদাই
মাইয়ারা আমারে দেইখ্যা কয় কুনো বেল নাই!
আমার কতা কি বিশ্বাস হয় নব্য সন্ত্রাসী?
নাইলে একটু দাঁড়াও, আমার গ্যাং নিয়া আসি।
চিনো নাই আমারে তুমি,আমি কালা কাশেমের লোক!
এতক্ষণ খুব ভাব লৈসো, এইবার কর শোক!

০৩ রা জুন, ২০০৯ রাত ২:০০

হাসান মাহবুব বলেছেন: বাংলা কর্লাম :) আপ্নাদের মতামত কাম্য :) /:)

১৪| ০৩ রা জুন, ২০০৯ রাত ২:০০

একলব্যের পুনর্জন্ম বলেছেন: তুমি কৈছিলা আমি তুমার সাথী
শুইনা অবধি কানে জ্বলছে লাল বাত্তি
ক্যান বুঝো না ? তুমার জামার নিচে
পিস্তলের ঠোঙা উকি মারে পিছে !

আই তো নাইক্কা তুমার মাফিয়া দলে
ভুই পাই হেইডা মানবা ঠিক কৈরা ক'লে ?
তুমার লাহান কঠ্ঠিন পরানও নাই
আমার মনে চায় মরনিং টাইমে ঘাসে গড়াই
সো , বস বন্ধ করো এই আউলা লড়াই
আমার লগে পাংগা দিও না জেডা
আমার মত সাদাসিধা আর কেডা !

০৩ রা জুন, ২০০৯ রাত ২:০২

হাসান মাহবুব বলেছেন: আমার্টাই বেশি ভালৈসে /:)

১৫| ০৩ রা জুন, ২০০৯ রাত ২:০১

একলব্যের পুনর্জন্ম বলেছেন: ঐ বেটা হামা মোছেন ঐটা

আমারটা খালি থাকবো ---মুছ মুছ মুছ

০৩ রা জুন, ২০০৯ রাত ২:০৭

হাসান মাহবুব বলেছেন: জনগণ কৈবো কার্টা বেশি ভালৈসে। জনগণ কৈ সব? :(

১৬| ০৩ রা জুন, ২০০৯ রাত ২:০২

একলব্যের পুনর্জন্ম বলেছেন: ধুরো করুম না আর বাকিটা ---পেলাস টা মিস এ পইড়া গেছে :(:(

০৩ রা জুন, ২০০৯ রাত ২:০৯

হাসান মাহবুব বলেছেন: তুমার আর আমার্টা লিখা পুস্টাও।

১৭| ০৩ রা জুন, ২০০৯ রাত ২:০৯

নাজমুল আহমেদ বলেছেন: আমার পিস্তলটা কৈরে....................




বাংলাতে পেলাস

০৩ রা জুন, ২০০৯ রাত ৮:৩৪

হাসান মাহবুব বলেছেন: আমি বাংলায় গাইল দেই..

১৮| ০৩ রা জুন, ২০০৯ রাত ২:১১

নাজমুল আহমেদ বলেছেন: দুইটাই ভালৈছে। দুইজনরেই পিলাস

০৩ রা জুন, ২০০৯ রাত ২:১২

হাসান মাহবুব বলেছেন: এইবার আপ্নার পালা। শুরু করেন!

১৯| ০৩ রা জুন, ২০০৯ রাত ২:২৩

নাজমুল আহমেদ বলেছেন: আমি এই কাম ইহজীবনেও পারব না /:)

০৩ রা জুন, ২০০৯ রাত ২:২৮

হাসান মাহবুব বলেছেন: তাইলে আর কি! দিলাম গুল্লি কৈরা। পরলোকে যায়া টেরাই করেন এখন /:)

২০| ০৩ রা জুন, ২০০৯ রাত ২:৩৭

শূন্য আরণ্যক বলেছেন: খাইছে ................

কর্লিয়নিরে পুরা "গ্যাংষ্টা নিগা" বানাইদিলি ----------হাহহাহাহাহাহ

কর্লিয়নি তো কয় "I will make him a offer that he can't refuse" -- এই টাইপরে কথা বার্তা।

উচ্চমার্গের মাফিয়া

দেখ গুতাইয়া এটা ঢুকাইতে পারোস কিনা ; ;)

০৩ রা জুন, ২০০৯ বিকাল ৩:৩৬

হাসান মাহবুব বলেছেন: এই পোস্ট সেফ হওনের পর ড্রাফ্টিত হৈবেক,সুতরাং আর নাড়াচাড়া কৈরা লাব নাই।

২১| ০৩ রা জুন, ২০০৯ রাত ২:৪৫

নাজমুল আহমেদ বলেছেন: মাফিয়া হামা ভাই গুলিডা এক্কেরে কইলজা বরাবর করৈন কইলাম /:) মিস হইলে কিন্তুক আমনের খপর আছে X(

০৩ রা জুন, ২০০৯ বিকাল ৩:৩৯

হাসান মাহবুব বলেছেন: গুল্লি মিস হৈবনা /:)

২২| ০৩ রা জুন, ২০০৯ রাত ২:৪৭

অন্যরকম বলেছেন: ওররেরেরেরেরেরে....এএ্‌েএ্‌ে!!!!!!!!!!!!১১ পৃরা পাংখা!!!!!

আমি পইড়া কাইত!
কি করলি তুই বাজিমাইত!!!!

অনুবাদ খাসা হইছে। আমি নিচে গেসিলাম একটু খানাপিনা করতে। আর এরই মইধ্যে অনুবাদ!!!
বাহ হামা, একু বাহ! ;)

০৩ রা জুন, ২০০৯ বিকাল ৩:৪৫

হাসান মাহবুব বলেছেন: নাফিসেরটাও পৈড়েন। তুখোর হৈসে!

২৩| ০৩ রা জুন, ২০০৯ রাত ৩:০৫

সোহানা মাহবুব বলেছেন: ইংরেজি বাংলা দুটোতেই + :)

০৩ রা জুন, ২০০৯ বিকাল ৩:৪০

হাসান মাহবুব বলেছেন: আপনারে এক কেজি ধইন্যাপাতা।

২৪| ০৩ রা জুন, ২০০৯ রাত ৩:১৬

রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: কি ব্যাপার? লেখাটা মনে হয় আমারে নিয়া ;)

০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:৫৫

হাসান মাহবুব বলেছেন: স্টেপ অফ নিগা! মুহাহাহহাহা!

২৫| ০৩ রা জুন, ২০০৯ রাত ৩:২৭

অন্যরকম বলেছেন: হামামিয়ার অনুবাদ পুরা খাসা হইছে! :D

০৩ রা জুন, ২০০৯ বিকাল ৩:৪৮

হাসান মাহবুব বলেছেন: এই উপলক্ষ্যে খাশী জবো দেয়া হোক :D

২৬| ০৩ রা জুন, ২০০৯ রাত ৩:৩২

নাফিস ইফতেখার বলেছেন:

তুই আমারে বন্ধু ডাকসোস
মাগার আমি ভাবসি হুমকি! /:)
কারন তোর লেদার জ্যাকেটের তলে -
প্যাকেট ভর্তি অস্ত্রের ধমকি
আমি তোর মতো গ্যাঙবাজি করি না
তাই আমার ভয় তুই আমায় দিবি *ন্দায়!
আমি তোর মতো শক্ত না
শিশির ভেজা সকালে আজো হাঁটতে মঞ্চায়
তাই গুটায় রাখ তোর অস্ত্র-পাতি
আমারেও তোর পথে লইয়্যা করিস না ক্ষতি
আমি বোকাসোকা বিশ্বাস কর
লাস্ট ডেটিংয়ে আমি খাইসি চড় থাপ্পর
আমার কথায় তোর হইসে হুশ হইসে নি?
না হইলে শোন........
আমি হইলাম - "মাইকেল কর্লিওনি" /:)
অতএব সময় থাকতেই সইরা যা
নাইলে আমার জব্বর *ন্দানি খা /:)

০৩ রা জুন, ২০০৯ বিকাল ৩:৪৯

হাসান মাহবুব বলেছেন: তুখোড়! তুখোড়! জবাব নাই!

২৭| ০৩ রা জুন, ২০০৯ রাত ৩:৪২

অন্যরকম বলেছেন: =p~ =p~ =p~ =p~
নাফিস....... কি তেলেসমাতি রে ভাই!!!! সবাই দেখি কুবি হইয়া যাইতাছে!!!! =p~

০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:৫২

হাসান মাহবুব বলেছেন: হ!

২৮| ০৩ রা জুন, ২০০৯ রাত ৩:৪৭

সুদীপ চৌধুরী বলেছেন:
"Micheal Corleone" এর সাথে কালা কাশেম!!নট ব্যাড্।
মারিও পুজো জানলে এট্টু মাইন্ড খাইতে পারে।

০৩ রা জুন, ২০০৯ বিকাল ৩:৫০

হাসান মাহবুব বলেছেন: মাইন্ড খাওন ভালু।

২৯| ০৩ রা জুন, ২০০৯ দুপুর ১২:৪০

মাজেদুল ইসলাম বলেছেন: সুন্দর,আরো সুন্দর নাফিস ইফতেখারের অনুবাদ।
Click This Link

০৩ রা জুন, ২০০৯ বিকাল ৩:৫১

হাসান মাহবুব বলেছেন: শুদু নাপিসের কতা কৈলেন :( আমার আর একুরটা তাইলে ভুয়া? :((

৩০| ০৩ রা জুন, ২০০৯ বিকাল ৩:৫২

শয়তান বলেছেন: জয় হোক ভাঁড়শক্তির!

০৩ রা জুন, ২০০৯ বিকাল ৩:৫৮

হাসান মাহবুব বলেছেন: ভাঁড় খেদানোর গুরুপ খুল্তাসি,আচেন?

৩১| ০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:০০

আকাশ অম্বর বলেছেন:

খাইছে ! =p~
জটিল।

০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:০৫

হাসান মাহবুব বলেছেন: /:) (গ্যাংস্টা লুক)

৩২| ০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:০৬

হাসান মাহবুব বলেছেন: একজনের মুছে দেয়া কমেন্টের জবাবে,
নারে ভাই জানতামনা। কি হৈতাসে এসব? ধুর। ভালো লাগেনা আর। সময় মনে হয় শ্যাষ হৈয়া আসলো।

০৩ রা জুন, ২০০৯ রাত ৯:১০

হাসান মাহবুব বলেছেন: :(

৩৩| ০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:০৮

রোহান বলেছেন: জয় হোক ভাঁড়শক্তির!

গুরুপে ডাইকেন ;)

০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:১২

হাসান মাহবুব বলেছেন: শিউর!

৩৪| ০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:০৯

শয়তান বলেছেন: আর কৈয়েন্না । মনডা বহুৎ খারাপ ।

০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:১৫

হাসান মাহবুব বলেছেন: সামুর নিজের পায়ে নিজে কুড়াল মার্তাসে। ব্লগিংয়ে অহন আর আগের গিয়ার পাইনা।

৩৫| ০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:০৯

বুলবুল আহমেদ পান্না বলেছেন: য়াংরেঝীতে............
না থাউক.... ;)

নাপিষরে উত্তম জাঝা :)

০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:১৩

হাসান মাহবুব বলেছেন: নাপিসই সব? আম্রা কেউ না? :(

৩৬| ০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:১৬

ফারহানা আহমেদ বলেছেন: জট্টিলস............পোস্টের চেয়ে কমেন্টগুলান বেশি ভালৈছে......

০৩ রা জুন, ২০০৯ বিকাল ৪:২০

হাসান মাহবুব বলেছেন: কমেন্টগুলা মূল পোস্টের সাতে যুগ কৈরা দিতেসি।

৩৭| ০৩ রা জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৫৮

তন্ময় হাসান বলেছেন: প্লাস।

০৩ রা জুন, ২০০৯ সন্ধ্যা ৭:০৭

হাসান মাহবুব বলেছেন: পুরান পাপী /:)

৩৮| ০৪ ঠা জুন, ২০০৯ রাত ২:০২

আহসান জামান বলেছেন: হা হা হা ... সবকিছু কবিতা হয়ে যায় ... সবকিছু জীবনছাপাঘরে ঠাঁই করে সন্ধ্যেবেলায় ...

হাসান, আপনার লেখায় বক্তব্য রয়ে যায়!

ভালো থাকবেন।

০৪ ঠা জুন, ২০০৯ রাত ২:০৭

হাসান মাহবুব বলেছেন: এই ছেলেমানুষী লেখাটায় আপনার সুন্দর মন্তব্য পেয়ে ভালো লাগলো আহসান ভাই। অনেক ধন্যবাদ!!

৩৯| ০৪ ঠা জুন, ২০০৯ ভোর ৪:১৪

মমমম১২ বলেছেন: ভয়ে ভয়ে ঘুরে গেলাম, এই পোষ্টের চারিদিকে গুন্ডাপান্ডা অস্ত্র
----------পালাই

০৪ ঠা জুন, ২০০৯ সকাল ৭:১৩

হাসান মাহবুব বলেছেন: ভয়ের কিচু নাই আফা, আপ্নারে ভালাপাই। কুনো অর্ডার থাকলে কৈ্যেন /:)

৪০| ০৪ ঠা জুন, ২০০৯ বিকাল ৪:৫৮

একলব্যের পুনর্জন্ম বলেছেন: এখোনো জেনারেল ?? ধুরো মিয়া --আবার কৌশিক এর পোস্টে কমেন্ট করার কি দর্কার ছিলো ?


বেশি কথা কয় !

০৪ ঠা জুন, ২০০৯ বিকাল ৫:৫৫

হাসান মাহবুব বলেছেন: আমাকে অত সহজে ছাড়বেনা মনে হয়। এর আগেও একবার হৈসিলাম, ১০-১২ দিন রাখসিলো। কি কর্মু কউ, এইসব রেসিডেনগো কাজকম্ম দ্যাকলে মিজাজ ঠিক রাক্তে পারিনা /:)

৪১| ০৪ ঠা জুন, ২০০৯ রাত ৮:৩৫

রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: আমি বাংলায় হেপ হপ গাই, মাঞ্জা মাইরা গাঞ্জা খাই।+

০৪ ঠা জুন, ২০০৯ রাত ৮:৪৪

হাসান মাহবুব বলেছেন: সে ইয়েস টু মারিউয়্যানা!

৪২| ০৪ ঠা জুন, ২০০৯ রাত ৮:৩৯

সব্যসাচী প্রসূন বলেছেন: বস জেনারেল ক্যান কি হয়ছে ?? X(

০৪ ঠা জুন, ২০০৯ রাত ৮:৪৬

হাসান মাহবুব বলেছেন: লোকাল ঠগের লগে কাইজ্যা কর্চিলাম। সে অনেক বড় ইতিহাস। তয় ঠগ এইবার ভালৈ দাঁবড়ানি খাইচে সবার কাচে। শুনলাম হেরেও নাকি জেন্রেল কর্চে।

৪৩| ০৪ ঠা জুন, ২০০৯ রাত ৯:১৬

মানুষ বলেছেন:
তুমি যেদিন বন্ধু বইলা দিলা আমায় ডাক
প্যাটের মইধ্যে বাইজা উঠল গুড় গুড় গুড় ঢাক
জ্যাকেট দিয়া ঢাকা তোমার রবিউলের ফিগার
তবু তাহার নিচেই উঁকি মারে নাইন মিলিমিটার
সুবিধাবাদ সাপোর্ট দিলেও নাই যে তোমার দলে
হঠাৎ যদি ক্ষেইপা গিয়া ছুরি চালাও গলে
তোমার মত নাই যে আমার মাস্তানি স্বভাব
কবি কবি ভাব আছে মোর, কবিতার অভাব
তাইতো বলি বন্ধু তুমি দূরে দূরেই থাকো
পাপের বোঝা যা আছে সব তোমার মাথায় রাখো
আমি যে এক গোবেচারা, গুণ ছাড়া গুণধর
চাইলে মারো পাছায় লাথি, মারতে পারো চড়
এতক্ষন যা কইছি সেসব মাথায় ঢুকছে নি?
না ঢুকলে তুই শুইনা রাখ মুই মাইকেল কর্লনি
এত কিছু শোনার পরেও টানিস ক্যানে বাপ
ফাকে গিয়া চুলকা নইলে খাবি কঠিন ঠাপ

০৪ ঠা জুন, ২০০৯ রাত ৯:২১

হাসান মাহবুব বলেছেন: জোশিলা! কঠিন হৈচে। লাস্টের অশ্লীলতাটা এক্কেরে পারফেক্ট ;) এ্যাড কর্তাসি,খাড়ান।

৪৪| ০৪ ঠা জুন, ২০০৯ রাত ৯:২১

অন্যরকম বলেছেন: অনুবাদগুলা সেরম হইছে!!! :)

০৪ ঠা জুন, ২০০৯ রাত ৯:২৫

হাসান মাহবুব বলেছেন: আসলেই! আমি মুগ্ধ!! :)

৪৫| ০৪ ঠা জুন, ২০০৯ রাত ৯:৩২

মানুষ বলেছেন: একটা পিলাচ দিলাম নিজের অনুবাদে :D

০৪ ঠা জুন, ২০০৯ রাত ৯:৩৫

হাসান মাহবুব বলেছেন: হেহে, অহন আপ্নার্টা মুইছা দিমু। পুরা ফাউল হৈসে /:) B-)

৪৬| ০৪ ঠা জুন, ২০০৯ রাত ৯:৩৪

অন্যরকম বলেছেন: মানু এইটা আবার কখন লিখল????

সব দেখি কুবি হইয়া গেল!!!!

০৪ ঠা জুন, ২০০৯ রাত ৯:৩৭

হাসান মাহবুব বলেছেন: খরগোশ আর বাকি থাক্বো কেনু তাইলে? গাজর ফালায়া দিয়া কলম নিয়ে বৈসা পরেন!

৪৭| ০৪ ঠা জুন, ২০০৯ রাত ৯:৩৮

মানুষ বলেছেন: খরগোশের প্যাটে বোমা মারলেও এক লাইন কবিতা বাইর হইব না

০৪ ঠা জুন, ২০০৯ রাত ৯:৪২

হাসান মাহবুব বলেছেন: পার্বে। বাঙালি খর্গোশ না! :D

৪৮| ০৪ ঠা জুন, ২০০৯ রাত ৯:৪২

অন্যরকম বলেছেন: মানুইশ্শা......!!!! কোপাই কুচি কইরা ফালামু...!!!! X(

৪৯| ০৪ ঠা জুন, ২০০৯ রাত ৯:৪৪

মানুষ বলেছেন: কথা কম, কাজ কইরা দেখাও @ খরগোশ

৫০| ০৪ ঠা জুন, ২০০৯ রাত ৯:৫০

সব্যসাচী প্রসূন বলেছেন: সাব্বাস ভাইডি... লুকাল ঠগের লগে কাইজ্যা কইরছেন আহা... মিস করছি :)

০৪ ঠা জুন, ২০০৯ রাত ৯:৫১

হাসান মাহবুব বলেছেন: B-)

৫১| ০৪ ঠা জুন, ২০০৯ রাত ৯:৫১

শূন্য আরণ্যক বলেছেন: আমারে কইলি দোসত
ভাবে দেহি কাটার তালে আসো গোসত
বগলের তলে ঐটা কি খেলনা
চুদুমুদু ভাবসো আমি ফিডার খাওয়া "ফেলনা" ?

তোমার গ্রুপে হইনাই ভর্তি
"ভুই" পাই আমারে ঠ্যাক দেয়ার করতাসো ফন্দি।
আমার লেভেলটা অন্যখানে
আকাশ মাটিতে যেখানে মিশে সেখানে

তোমার মাস্তানি অরেক জায়গায় চালাও চান্দু
আমি আকামে নাই কোন জাইনা লও বন্ধু

আমি আসলেই ভদ্র-ভাদাইম্যা পোলা
লাষ্ট ডেটে ধাবরানি দিসিলো ঠোলা

আবাল! তুমি কি ভাবসো আমি পুরাই পুতুপুতু?
দেশী কর্লিয়নি রে চিনো নাই হুমুন্দির নাতি!

হ এই বার দৌড় দে বান্দির পোলা
*দা খাইলে বুঝবা *য়া মারার জ্বালা!!


০৪ ঠা জুন, ২০০৯ রাত ৯:৫৫

হাসান মাহবুব বলেছেন: ওরে, ব্লগ ভরিয়া গ্যালো গ্যাংস্টারে! লাস্টের অর্ধেক তুখোড় হৈসে নিগ্গা! এ্যাড কর্তাসি :) /:) (গ্যাংস্টা লুক)

৫২| ০৪ ঠা জুন, ২০০৯ রাত ৯:৫৫

অন্যরকম বলেছেন: হ এই বার দৌড় দে বান্দির পোলা
*দা খাইলে বুঝবা *য়া মারার জ্বালা!!

হাহাহহাহা..... শূণ্য.... হাসতে হাসতে পরে গেলাম!!!!!

ওরে... তোরা কে কোথায় আছিস... আমারে ধর! =p~

০৪ ঠা জুন, ২০০৯ রাত ১০:০৩

হাসান মাহবুব বলেছেন: হ, হাসো।এই পোস্ট কেউ রিপুর্ট কর্লেতো ধরা খামু আমি :|

৫৩| ০৪ ঠা জুন, ২০০৯ রাত ১০:০৪

আরিফ থেকে আনা বলেছেন: ;)

০৪ ঠা জুন, ২০০৯ রাত ১০:০৯

হাসান মাহবুব বলেছেন: B-)) :||

৫৪| ০৪ ঠা জুন, ২০০৯ রাত ১০:০৬

শূন্য আরণ্যক বলেছেন: বেক্কল ! ঘ্যাংষ্টা (!) লুক ও দিতে পারোস না

এই দেখ B-)) !!

০৪ ঠা জুন, ২০০৯ রাত ১০:১১

হাসান মাহবুব বলেছেন: এটাতো ক্যালানি মার্কা হয়া গ্যালো। আমার্টা কঠিন ভাবের হুহ /:)

৫৫| ০৪ ঠা জুন, ২০০৯ রাত ১০:১০

দেশী পোলা বলেছেন: হেহে, ফেভারিট পোস্টে নিলাম!

০৪ ঠা জুন, ২০০৯ রাত ১০:২১

হাসান মাহবুব বলেছেন: এই উপলক্ষ্যে পোস্টের কভার হিসেবে আপ্নার চভিটা দিয়া দিলাম :)

৫৬| ০৪ ঠা জুন, ২০০৯ রাত ১০:২০

শূন্য আরণ্যক বলেছেন: হাসান মাহবুব বলেছেন: এই উপলক্ষ্যে পোস্টের কভার হিসেবে আপ্নার চভিটা দিয়া দিলাম :)

হাহাহাহহাহাহহাহাহাহাহহ
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

দেশী ঘ্যাংষ্টা ----- মাইনসে পুষ্ট না পইড়াই লৌড়াইবো ;)

০৪ ঠা জুন, ২০০৯ রাত ১০:২৩

হাসান মাহবুব বলেছেন: কি কস্! মাইনষে উইড়া আইসা এই পস্ট পর্বো! ১৮+ ট্যাগ লাগাইসিনা!! ;)

৫৭| ০৪ ঠা জুন, ২০০৯ রাত ১১:১৬

দেশী পোলা বলেছেন: খেক, চেহারাটাই এইরকম, আমার খোমা দেখতেও মাইনষের ১৮+ হইতে হয়

০৫ ই জুন, ২০০৯ রাত ১২:২৬

হাসান মাহবুব বলেছেন: :D

৫৮| ০৫ ই জুন, ২০০৯ রাত ১২:১৫

অলস ছেলে বলেছেন: ভাইজানের টুপিটা বড়ই সুন্দর!

০৫ ই জুন, ২০০৯ রাত ১২:৩৬

হাসান মাহবুব বলেছেন: সবই উনাগো দোয়া!

৫৯| ০৫ ই জুন, ২০০৯ রাত ১২:২৭

মুক্ত বয়ান বলেছেন: ৪১৫ বার পঠিত!! বিয়াপক হইছে.. সিরাম সিরাম.. ইংরেজিটাই তো ভালা আছিল!!!
বাংলা পড়তে কষ্ট!!! ;)

০৫ ই জুন, ২০০৯ রাত ১২:৪৩

হাসান মাহবুব বলেছেন: এখন ৪৪০ বার পঠিত। আমিতো ভাবসিলাম পোস্ট মুইছাই দিমু। কিন্তু জল এতদূর গড়াবে ভাবিনাই!

৬০| ০৫ ই জুন, ২০০৯ রাত ১২:৫১

'লেনিন' বলেছেন: পুরাটা পড়তে পারলাম না, পর্যবেক্ষণে রাখতাছি।

একু'র চেয়ে নপিষেরটা ভালো হইছে.. লেখকেরটা আরো ভালো .. শেষের গুলা পড়া হয় নাই পরে পড়ুমনে :)

Ifn't হইলো কিছু?

যাই হউক ভালা কাম হইছে Overall :)

০৫ ই জুন, ২০০৯ রাত ১২:৫৯

হাসান মাহবুব বলেছেন: পুরাটা পৈড়েন সময় কৈরা। শূন্য আর মানুষেরটাও চমৎকার হৈসে। Ifn't নিয়া অত ভাবনের কিচু নাই। গ্যাংস্টার রা তো আর ব্যাকরণবিদ না! :D /:)

৬১| ০৫ ই জুন, ২০০৯ সকাল ৯:৩৬

অন্যরকম বলেছেন: ০ এর টা সেরম হইছে! তবে মূল গানের আসল ভাবটা সেই ফুটাই তুলছে। শুরু থেকেই কর্লিয়নির শ্লেষটা সেই ঠিক লাখতে পারছে!!!! :)

০৫ ই জুন, ২০০৯ বিকাল ৩:৩৪

হাসান মাহবুব বলেছেন: তাই? (হিংসায় জ্বলে পুড়ে যাবার ইমো হবে)

৬২| ০৫ ই জুন, ২০০৯ সকাল ১০:২৯

অন্যরকম বলেছেন: তুমি আমায় বলেছিলে, "ওগো বন্ধু-প্রাণ",
তোমার গলার টান, আমার বুকে এনেছিল ভয়ের বাণ!

তোমার জামার তলে, কি যেন কি লড়ে চড়ে!
দেখে আমার হৃদয় কাঁপে ডরে।

আমি ত তোমার ন্যাকড়াবাজির দলে নই,
তোমার পটকার আওয়াজ, মনে লাগে ভয়।

তোমার গায়ে মহিষের জোর, আমর তা নাই,
ভালবাসি ভোরের শিশির, দূর্বা ঘাসে হাঁটতে মন্চায়।
আমায় তুমি টেন না ঐ ন্যাকড়াবাজির দলে,
আল্লার কসম বস্ধু, আমি একটা ভুদাই,
বীচি গেছে আটকায়, গত ডেটিংয়ে মাইয়া দিছে আমারে ুন্দায়!

হের পরও তুই মুটা মাথা, আমারে চিনস নাই?
তাইলে বাঞ্চত শুইনা রাখ
"আমি মাইকেল কর্লিওনি"
আমার ুটকি থেকে দূরে থাক!
নইলে তোরে দিমু এক রাম ঠাপ!

০৫ ই জুন, ২০০৯ বিকাল ৩:৩৮

হাসান মাহবুব বলেছেন: আমি জানতাম তুমি পারবে বৎস! মানু ওরফে রমজান কৈ গেলো অহন? X((
সসম্মানে এ্যাড করা হল :)

৬৩| ০৫ ই জুন, ২০০৯ সকাল ১০:৩০

অন্যরকম বলেছেন: আমিও একটা টেরাই মারলাম!!!!! :#>

০৫ ই জুন, ২০০৯ বিকাল ৩:৩৯

হাসান মাহবুব বলেছেন: থেংকু!!

৬৪| ০৫ ই জুন, ২০০৯ সকাল ১১:২৮

~স্বপ্নজয়~ বলেছেন: হে হে হে ... ;)

০৫ ই জুন, ২০০৯ বিকাল ৩:৪০

হাসান মাহবুব বলেছেন: :) :D =p~

৬৫| ০৫ ই জুন, ২০০৯ দুপুর ২:০৬

খািল িপডাইেত ইচ্ছা করে বলেছেন:
হা হা চে থে প গে

০৫ ই জুন, ২০০৯ বিকাল ৩:৪০

হাসান মাহবুব বলেছেন: আরে, আপ্নিও জেনারেল!

৬৬| ০৫ ই জুন, ২০০৯ বিকাল ৩:১৬

শাওন৩৫০৪ বলেছেন: "ভোদাই" শব্দটা কি কপিরাইট করছিলেন নাকি? নাইলে বাকীরা ব্যাবহার করলো না ক্যান?
০ এর অনুবাদ ডাইরেক্ট এ্যকশান হইছে...এত্ত অনুবাদ দেইখা ট্রাই বাদ দিলাম...
ঝেনাড়েল অবস্থায় দিনযাপন ক্যামন চলিচ্ছে??:(:(:(

০৫ ই জুন, ২০০৯ বিকাল ৩:৪২

হাসান মাহবুব বলেছেন: জেনারেল আর সেফ এর মধ্যে কুনো পার্থক্য তো বুঝতাসিনা! একটা অনুবাদ কৈরালাও, খরগোশ পারলে বিড়াল পার্বোনা ক্যান?

৬৭| ০৫ ই জুন, ২০০৯ বিকাল ৩:১৯

চাঙ্কু বলেছেন: নাডা কোবতে । আফসুস

০৫ ই জুন, ২০০৯ বিকাল ৩:৪৩

হাসান মাহবুব বলেছেন: কেনু, আফসুস কেনু??

৬৮| ০৫ ই জুন, ২০০৯ বিকাল ৩:২৪

অনন্ত দিগন্ত বলেছেন: হাসান ভাই ..... আপনেতো দেখি আমাদের জটিল জটিল ব্লগীয় অনুবাদকদের খুজে বের করছেন .... :)

০৫ ই জুন, ২০০৯ বিকাল ৩:৪৪

হাসান মাহবুব বলেছেন: আরে হ! আমি তো ফাইজলামি কৈরা এই পোস্ট দিসিলাম। ভাবসিলাম একটু পরে মুইছা দিমু। সেই পোস্ট অহন ৫১৫ বার পঠিত। একজন আবার প্রিয়তেও নিসে! কি তামশা!!:)

৬৯| ০৫ ই জুন, ২০০৯ বিকাল ৩:৪৮

অনন্ত দিগন্ত বলেছেন: সব তো বুঝলাম , কিন্তু ঐ দাড়িয়াল আংকেলের ছবি দিসেন ক্যান ? পোলাপাইন ডরাইবো তো :(

০৫ ই জুন, ২০০৯ বিকাল ৪:১০

হাসান মাহবুব বলেছেন: পুলাপাইনের তো এই পুস্টে ঢুকা নিষেদ। ১৮+ ট্যাগ লাখানো আছে, খুব খিয়াল কৈরা!

৭০| ০৫ ই জুন, ২০০৯ রাত ৯:২৮

অন্যরকম বলেছেন: আমারটা মূল পোস্টে এড হইল না। খরগোশ বইলা কি আমার কুনু ইজ্জত সম্মান নাই???? দিলে চোট পাইলাম! :(

০৫ ই জুন, ২০০৯ রাত ১১:৫০

হাসান মাহবুব বলেছেন: X(

৭১| ০৫ ই জুন, ২০০৯ রাত ৯:২৯

অন্যরকম বলেছেন: ওপস!!!!! সরি!!!! পরে দেখলাম!!!! ঠিকাছে! ;)

০৫ ই জুন, ২০০৯ রাত ১১:৫১

হাসান মাহবুব বলেছেন: :) /:)

৭২| ০৬ ই জুন, ২০০৯ রাত ১২:২৯

তন্ময় হাসান বলেছেন: আমি ভাই আংরেজিতে কাঁচা। নাইলে একটা অনুবাদ দিতাম।:(

০৬ ই জুন, ২০০৯ রাত ১২:৫৭

হাসান মাহবুব বলেছেন: এক কাজ করেন পুপা, অনুবাদের অনুবাদ করেন! টোটাল ছয়ডা অনুবাদ হৈসে, ঐগুলা থিকা এক্টা আইডিয়া নিয়া করেন /:)

৭৩| ০৬ ই জুন, ২০০৯ রাত ১:৫০

একলব্যের পুনর্জন্ম বলেছেন: Click This Link

হামা ফিডব্যাকে জানান তো দেখি কিছু হয় কিনা ।

০৬ ই জুন, ২০০৯ রাত ২:০২

হাসান মাহবুব বলেছেন: ভাল উদ্যোগ। সাথে আছি।

৭৪| ০৬ ই জুন, ২০০৯ সকাল ৯:৩০

তরু বলেছেন: একটু ঢু মেরে যান তো ভাই।
ভালো না লাগলেও একটা কমেন্ট রেখে আসেন।

Click This Link

০৬ ই জুন, ২০০৯ দুপুর ১২:৫৩

হাসান মাহবুব বলেছেন: আচ্ছা ভাই, যাবো।

৭৫| ০৬ ই জুন, ২০০৯ সকাল ৯:৪২

সুবিদ্ বলেছেন: ভালা লাগিচ্চে.......

০৬ ই জুন, ২০০৯ দুপুর ১২:৫৫

হাসান মাহবুব বলেছেন: তুমিও ক্টা অনুবাদ কর।

৭৬| ০৬ ই জুন, ২০০৯ সকাল ৯:৫১

উদাসী স্বপ্ন বলেছেন: মারচে, রেটিং দিলাম কবে?

০৬ ই জুন, ২০০৯ দুপুর ১:১৮

হাসান মাহবুব বলেছেন: মাইনাচটা আপ্নি দেন্নাই তো :(

৭৭| ০৬ ই জুন, ২০০৯ সকাল ১০:৫৩

অক্ষর বলেছেন: রিপুট কর্লাম, যাতে জেনারেল থিকা ওয়াচে নেয়

০৬ ই জুন, ২০০৯ দুপুর ১:১৯

হাসান মাহবুব বলেছেন: ঠাডা পড়ুক আপ্নার উপ্রে :(

৭৮| ০৬ ই জুন, ২০০৯ দুপুর ১:০৪

অন্যরকম বলেছেন: অনুবাদকদের নাম বোল্ড এবং হাইপারলিংক করে দিলে ভাল হয়! :)

০৬ ই জুন, ২০০৯ দুপুর ১:৪২

হাসান মাহবুব বলেছেন: করা হৈল।

৭৯| ০৬ ই জুন, ২০০৯ দুপুর ১:২২

বুলবুল আহমেদ পান্না বলেছেন: সেইঢ়ম ................ :)

০৬ ই জুন, ২০০৯ দুপুর ১:৩৮

হাসান মাহবুব বলেছেন: ভচ যখন কৈসেন তৈলে তো সিরামই! :)

৮০| ০৬ ই জুন, ২০০৯ বিকাল ৪:৫৩

'লেনিন' বলেছেন: বন্ধু কইয়া আমারেই যখন তুমি ডাকলা
মনে হইলো চ্যালেঞ্জই তুমি আমার প্রতি হাকলা!
জ্যাকেট দিয়া যদিও আছে তা ঢাকা
বুঝা যায় যে মেশিনটাই আছে ঐখানে রাখা।
তুমার এইসব মাফিয়া গ্যাংয়ে আমি যে ভাই নাই
কোনসময় যে বাঁশটা মারবা সেইটাই ডরাই!
তুমার মতো শক্ত-মর্দ আমি তো ভাই নই
খুব সকালে শিশিরে হেঁটেই পুলকিত হই।
ওকে দোস্ত, তুমার অস্ত্র, তুমিই ফেরৎ নাও
রক্তে নাওয়া তোমার পথে তুমিই হাঁইটা যাও।
আমি পুরাই ফাউল ভোদাই, ইমানে কই দোস্ত
লাস্ট ডেটিংয়েও বান্ধবীটা দিলো ধোঁকা মস্ত
যা যা কইলাম তাতেই খুব মইজ্যা গেছোনি?
শুইন্যা রাখো আমারো নাম মাইকেল কোরলেওনি
মানে মানে কাইট্যা পড়!
যদি রাখোস ঠাপের ডর! ;)

০৬ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৫৩

হাসান মাহবুব বলেছেন: :) জব্বর হৈসে। +++++ এ্যডাইতাসি /:)

৮১| ০৬ ই জুন, ২০০৯ বিকাল ৪:৫৭

'লেনিন' বলেছেন: আমারটা ছাড়া বেবাকতেরটাই পুরা ভূয়া হইছে.. মাইনাস ;)

০৬ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৫৭

হাসান মাহবুব বলেছেন: /:) ঢিশুয়া ঢিশুয়া ঢিশুয়া! গুলি কৈরা ফালায়া দিলাম।

৮২| ০৬ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৫৮

হাসান বায়েজীদ বলেছেন: অক্ষর বলেছেন: রিপুট কর্লাম, যাতে জেনারেল থিকা ওয়াচে নেয়

০৭ ই জুন, ২০০৯ ভোর ৫:২১

হাসান মাহবুব বলেছেন: ঠাডা পড়ুক আপ্নাগো মাতায় :(

৮৩| ০৭ ই জুন, ২০০৯ ভোর ৫:১৫

সাদা কালো এবং ধূসর বলেছেন: আপনার আর শূন্য আরণ্যকের শুরুটা, একুর ঘাসের অংশটা, আর নাফিসের এন্ডিং

০৭ ই জুন, ২০০৯ ভোর ৫:২২

হাসান মাহবুব বলেছেন: যাক, গুনী ব্যক্তিদের সাথে আমার নামও আছে! ধইন্যা ধইন্যা! :) :)

৮৪| ০৭ ই জুন, ২০০৯ ভোর ৫:২৬

পলাশমিঞা বলেছেন: Or I'll give u a terrific f***


এই লাইনে অনুবাদ কর্তে পারবনা তাই অনুবাদ ই করলামনা :(

০৭ ই জুন, ২০০৯ ভোর ৫:৪৮

হাসান মাহবুব বলেছেন: আরে ব্যাপারনা! প্রতিটা শব্দ আলাদাভাবে অনুবাদ করতে হবে নাকি! ভাবানুবাদ করেন। আমার অনুবাদটা খেয়াল করেন, ওখানে কিন্তু লাস্টের লাইনটা অন্যভাবে লেখা। লিখা ফ্যালেন মিয়া!

৮৫| ০৭ ই জুন, ২০০৯ ভোর ৫:৪৫

সাদা কালো এবং ধূসর বলেছেন:
আমারে কইলি দোসত
ভাবে দেহি কাটার তালে আসো গোসত

জ্যাকেট দিয়া যদিও আছে তা ঢাকা
বুঝা যায় যে মেশিনটাই আছে ঐখানে রাখা।

আমি ভাই রংবাজির মইদ্যে নাই
ক্রসফায়ারে মর্তে চাইনা হুদাই।

তুমার লাহান কঠ্ঠিন পরানও নাই
আমার মনে চায় মরনিং টাইমে ঘাসে গড়াই

তাইতো বলি বন্ধু তুমি দূরে দূরেই থাকো
পাপের বোঝা যা আছে সব তোমার মাথায় রাখো

আমি বোকাসোকা বিশ্বাস কর
লাস্ট ডেটিংয়ে আমি খাইসি চড় থাপ্পর

এতক্ষন যা কইছি সেসব মাথায় ঢুকছে নি?
না ঢুকলে তুই শুইনা রাখ মুই মাইকেল করর্লনি

০৭ ই জুন, ২০০৯ ভোর ৫:৪৯

হাসান মাহবুব বলেছেন: আরেহ!! কঠিন রিমিক্স হৈসে!! জাঝা!

৮৬| ০৭ ই জুন, ২০০৯ সকাল ৭:০৭

তন্ময় হাসান বলেছেন:

০৭ ই জুন, ২০০৯ সকাল ৯:০৪

হাসান মাহবুব বলেছেন: ফেসবুকে এ্যাডাইসি।

৮৭| ০৭ ই জুন, ২০০৯ সকাল ৮:১৩

শূন্য আরণ্যক বলেছেন: ফ্রেশ দেখলাম ।

রেকমেন্ড করার জন্য ধইন্যা।

০৭ ই জুন, ২০০৯ সকাল ৯:০৬

হাসান মাহবুব বলেছেন: বেশ কিছু নতুন ছবি পাইসি দুস্তো। দেখার পরে আলুছুনা কর্মু।

৮৮| ০৮ ই জুন, ২০০৯ রাত ১:২৪

তন্ময় হাসান বলেছেন: থ্যাঙ্কু।

০৮ ই জুন, ২০০৯ রাত ১:৩৮

হাসান মাহবুব বলেছেন: ওয়েল্কু।

৮৯| ০৮ ই জুন, ২০০৯ রাত ১:৫২

অন্যরকম বলেছেন: এইখানে দেখি অনুবাদের বইন্যা বইতেছে।
হামা ভাই, আরেকটা ঝাকানাকা লিরিক দেন। আরেকবার অনুবাদ হোক! ;)

০৮ ই জুন, ২০০৯ রাত ২:০২

হাসান মাহবুব বলেছেন: আরেকটা আছে স্টকে। সাইকো লিরিক। দিমু নাকি?

৯০| ০৮ ই জুন, ২০০৯ রাত ১:৫৬

রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: আমি একটা রবিবুড়ার ষ্টাইলে দেইঃ

বন্ধু মোরে ডাকিয়াছ তুমি

হেরিলাম তাই কবরভূমি

কারন তব বর্মতলে

মম মরনঘন্টা দোলে

না দিই যদি আমি সাড়া

মম হইব বসুধাছাড়া

নইতো আমি তব ন্যায় রুক্ষ

ভালবাসা মোর মনে বহে অতি সূক্ষ

তাই মুক্ত কর হে মোরে বন্ধু মম

করিয়না মোরে আর অন্ধসম

আমি নির্বোধ, কর হে মোরে বিশ্বাস

প্রতিদিন প্রহৃত আমি, করি হাসফাস

দাও সাড়া দায় হে মোর আহবানে,

যদি না দাও তবে শোন নিজ কানে,

হে "বিলাইমারা হারান"

সময়ের কাজ সময়ে করিও

নতুবা হারাইবে পরান।

কেমন হইল কইয়েন।

০৮ ই জুন, ২০০৯ রাত ২:০৪

হাসান মাহবুব বলেছেন: এক্সেলেন্ট! সবগুলা অনুবাদ একইরকম হচ্ছিলো, আপনারটা ভিন্নমাত্রা যোগ করল। দারুন! দারুন!! +++++ এখুনি এ্যাড কর্তাসি।

৯১| ০৮ ই জুন, ২০০৯ রাত ২:১৪

অন্যরকম বলেছেন: বারামদী দেহি পুরায় হিট!!!!! +

@ হামামিয়া.... ছাইড়া দেন!!!! ;)

০৮ ই জুন, ২০০৯ রাত ২:২৫

হাসান মাহবুব বলেছেন: বারামদীরটা আসলেই জোস্ হৈসে। আজকে ছাড়লেতো আর রাইতে ঘুমানো হবেনা। কাল্কে দেই?

৯২| ০৮ ই জুন, ২০০৯ রাত ২:৩২

অন্যরকম বলেছেন: হোকে! :)

০৮ ই জুন, ২০০৯ রাত ২:৩৮

হাসান মাহবুব বলেছেন: থ্যাংকু!হেহে অনুবাদের জন্যে এক্টু বাড়তি সময় পামু আমি ;)

৯৩| ০৮ ই জুন, ২০০৯ রাত ২:৪৩

অন্যরকম বলেছেন: আমি প্রথমে বারমাদীর মত কবিগুরু টাইপ অনুবাদ করতে চাইছিলাম। কিন্তু কোন মতেই হইতাছিল না। :(
কিন্তু বারমাদী কেম্নে কেম্নে কইরা ফেলল!!!! যাইহোক বারমাদীরে ঝাঝা!!! :)

ঠিকআছে... নেক্সট লিরিক দিয়অই দেখেন... ঠিসা ঠিসা!! ;)

০৮ ই জুন, ২০০৯ রাত ২:৫৫

হাসান মাহবুব বলেছেন: নেক্সট লিরিক কিন্তু গুলাগুলি নিয়া না, কাটাকুটি নিয়া। প্রথম কয়েকটা লাইনটা বলি,
"There will be blood
and there will be gore
I will be happy, but you'll not for sure!
There will be panic,
There will funny games
Those fun are all for me
You will take the blames
"Why you are so happy?
I can't let it go,
I don't play with puppy
I'm a fucking psycho....!"

কেমন মনে হৈতাসে? চল্বে?

৯৪| ০৮ ই জুন, ২০০৯ রাত ৩:০৪

রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: হে হে আমিই হইলাম এ যুগের রবিন্দ্রনাথ। সকলে আমাকে সম্মান করিও। আখেরে ফল ভাল হইবে।;););)

০৮ ই জুন, ২০০৯ রাত ৩:১৩

হাসান মাহবুব বলেছেন: বাংলা সাহিত্যের ভবিষ্যত নিয়া আমার আর কুনো চিন্তা থাক্লোনা। এতদিন ব্যাপক টেনশনে ছিলাম :|

৯৫| ০৮ ই জুন, ২০০৯ রাত ৩:৪১

অন্যরকম বলেছেন: হুমম.... কেমন জানি লাগতাছে। মনে হয় চলবে!

০৮ ই জুন, ২০০৯ ভোর ৪:৩১

হাসান মাহবুব বলেছেন: আপনাগো দুআ থাক্লে অবশ্যই চল্বে :|

৯৬| ০৮ ই জুন, ২০০৯ ভোর ৪:২১

ডিজিটাল দুষ্ট ছেলে বলেছেন: উড়াধুরা অনুবাদ!!!

০৮ ই জুন, ২০০৯ ভোর ৪:২৬

হাসান মাহবুব বলেছেন: আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে কোনটা স্যার?

৯৭| ০৮ ই জুন, ২০০৯ ভোর ৪:২৬

আিমওআমরা বলেছেন:
ইয়াক
এই ছবি দিলে আসা যাবে না।

০৮ ই জুন, ২০০৯ ভোর ৪:৩০

হাসান মাহবুব বলেছেন: ঐ ছবি দিমুনা। এম্নি ভয় দেখাইলাম আর কি! এখান থিকাও মুইছা দিতাসি!

৯৮| ০৮ ই জুন, ২০০৯ ভোর ৪:৩০

সৌম্য বলেছেন: সেরম হইছে। পুরাই ভুং চুং উরাধুরা। :P :D :D

০৮ ই জুন, ২০০৯ ভোর ৪:৩৬

হাসান মাহবুব বলেছেন: অনুবাদ উৎসবে আপ্নার উপস্থিতি কাম্য, জনাব সৌম্য।

৯৯| ০৮ ই জুন, ২০০৯ ভোর ৪:৩৪

ডিজিটাল দুষ্ট ছেলে বলেছেন: ১৮+ ;)

০৮ ই জুন, ২০০৯ ভোর ৪:৩৭

হাসান মাহবুব বলেছেন: ১৮+ দিতে চাইনাই, মাগার দুষ্ট পুলাপান পুস্টটারে ১৮+ বানায়েই ছাড়লো :(

১০০| ০৮ ই জুন, ২০০৯ ভোর ৪:৪৫

ডিজিটাল দুষ্ট ছেলে বলেছেন: ১৮+ না হলে পোলাপাইনের চলেই না।(কপিরাইট কমেন্ট কইলাম এটা)

০৮ ই জুন, ২০০৯ ভোর ৪:৫০

হাসান মাহবুব বলেছেন: তুমি সেফ হওনের পর এক্টা ১৮+ ছাইড়ো চান্দু!শুদু মাইনষেরটা পৈড়া মজা লৈবা, তা হৈবোনা।

১০১| ০৮ ই জুন, ২০০৯ ভোর ৫:০৫

ডিজিটাল দুষ্ট ছেলে বলেছেন: ভাবতাছি যেটার কারণে এত নাটক সেটা আবার ছাড়ুম;)


ঘুমাইতে যাস না ক্যান?

ভাবতাছি ভিমরুলের যে কোন লেখায় ব্লগের ক্যাচালের উদাহরন টাইনা একখান ফিচার লিখুম:((

০৮ ই জুন, ২০০৯ ভোর ৫:১৭

হাসান মাহবুব বলেছেন: লগ আউট না কৈরাই ঘুমাইতে গ্যালাম। টাটা। সি ইউ টুমোরো!

১০২| ০৯ ই জুন, ২০০৯ রাত ৩:৩৭

রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: হাসান ভাই, প্রত্যেকে এ কী অনুবাদ করসে!! কি যে বলব! বাংলাসাহিত্যে তো নতুন ধারার সূচনা হইয়া গেল মনে হয়। আজকেই অনুবাদগুলি পড়লাম। জোসের উপ্ড়ে যদি কিসু থাকে তইলে সেইটা। তয় ইতালিয়ান মাফিয়ারে নিয়া এত কিসু হইয়া গেল, মাফিয়ার উপঢৌকন কই? ;) নইলে কিন্তু সোজা...ঠিসা ঠিসা!! :)

০৯ ই জুন, ২০০৯ রাত ৩:৫৩

হাসান মাহবুব বলেছেন: অনুবাদগুলা পৈড়া আমি আসলেই তব্দা খাইসি। কেউ কারে নাহি ছাড়ে সমানে সমান! তবে বারামদী'রটা স্পেশাল হৈসে। কামেল পুলা। হে হে আমাদের আটজনের বাঙালী মাফিয়ার যে গ্যাং গৈড়া উঠসে, তাতে ইতালিয়ানরা পাত্তাই পাইবোনা /:) ফুঃ
জলদি অনুবাদ কৈরা বাঙালী মাফিয়ার দলে নাম লেখান, নাইলে....

১০৩| ০৯ ই জুন, ২০০৯ রাত ৩:৩৯

দেশী পোলা বলেছেন: রাজ মো, আশরাফুল হক বারামদী রে গ্যাংস্টার নুবেল দেবার জন্য প্রস্তাব করিতেসি

০৯ ই জুন, ২০০৯ রাত ৩:৫৫

হাসান মাহবুব বলেছেন: হ। সিসিলিতে চিঠি পাঠাইতে হৈবো।

১০৪| ০৯ ই জুন, ২০০৯ রাত ৩:৫৯

দেশী পোলা বলেছেন: আপনে পোস্টের শিরোনামটা ঠিক করে দেন,
প্রত্যেকটা কমার পরে একটা স্পেস না থাকলে প্রিয় পোস্টে সব গুলা নামকে একটা whole word হিসাবে ধরতেছে। কমার পরে স্পেস দিলে শিরোনামটা ঠিকমত আসতো

০৯ ই জুন, ২০০৯ ভোর ৪:০৫

হাসান মাহবুব বলেছেন: ওকে মেইট!

১০৫| ০৯ ই জুন, ২০০৯ ভোর ৪:৫৯

ডিজিটাল দুষ্ট ছেলে বলেছেন: কিরে নুতুন কিছু ছাড়বি না?

০৯ ই জুন, ২০০৯ ভোর ৫:০২

হাসান মাহবুব বলেছেন: নতুন কিছু পোস্টাইতে আর ইচ্ছা করেনা। গুমোট একটা পরিবেশ ব্লগে।

১০৬| ০৯ ই জুন, ২০০৯ ভোর ৫:০৭

ডিজিটাল দুষ্ট ছেলে বলেছেন: ঠিক কইছস ।আমি মনে হয় ব্লগ ছেড়ে দেব।ব্লগে প্রান না থাকলে মজা নাই

০৯ ই জুন, ২০০৯ ভোর ৫:২৬

হাসান মাহবুব বলেছেন: আমি ছাড়তে পারবোনা, তবে ধীরে ধীরে কমায় দিবো মনে হয়। অবশ্য পরিস্থিতির উন্নতি হৈলে আলাদা কথা, কিন্তু সেটা আর হবে বৈলা মনে হয়না।

১০৭| ০৯ ই জুন, ২০০৯ ভোর ৫:২৮

ডিজিটাল দুষ্ট ছেলে বলেছেন: আর হবে বলে মনে হয় না।কি লাভ এত ক্যাচালে থেকে?

০৯ ই জুন, ২০০৯ ভোর ৫:৩৮

হাসান মাহবুব বলেছেন: হ :(

১০৮| ০৯ ই জুন, ২০০৯ বিকাল ৫:৫৩

শাওন৩৫০৪ বলেছেন: হামা.....ডিজি....ব্লগ ছাড়বেন ভাইডি??...:(:(:(
সময় দ্যান, দিন বদলাক....অচলবস্থা তো সবসময় চল্তারেনা...:(

১০ ই জুন, ২০০৯ রাত ১:০২

হাসান মাহবুব বলেছেন: আরে ছাড়বো বল্লেই কি আর ছাড়া যায় নাকি! তয় এইডাও ঠিক, যে আগের মত আর ভালো লাগেনা। লেখার উৎসাহ পাইনা :(

১০৯| ০৯ ই জুন, ২০০৯ বিকাল ৫:৫৩

শাওন৩৫০৪ বলেছেন: বরং পুরান পরিবেশ ফিরাইয়া আনার ট্রাই করেন্না...;)

১০ ই জুন, ২০০৯ রাত ১:০২

হাসান মাহবুব বলেছেন: হ,সেইডাই। দেখা যাক :(

১১০| ১০ ই জুন, ২০০৯ রাত ২:২৯

ঋফায রহমান বলেছেন: ভাইয়া এটাতে জয়েন করুন।


গ্রুপে জয়েন করার আবেদন।

Click This Link

১০ ই জুন, ২০০৯ রাত ১০:৩২

হাসান মাহবুব বলেছেন: সুন্দর উদ্যোগ।

১১১| ১০ ই জুন, ২০০৯ রাত ১০:১৯

আসফাকুল আমিন বলেছেন: প্রথম কমেন্ট আপনার ব্লগে । পোষ্টে হলুদ বাত্তি:P

১০ ই জুন, ২০০৯ রাত ১০:৩১

হাসান মাহবুব বলেছেন: আরে রোনালদিনীয় না! গ্ল্যাড টু সি ইউ ম্যান! আশা করি নিয়মিত আপনার কমেন্ট পাবো। এই লেখাটি শোকেসস্থ করার জন্যে অনেক ধন্যবাদ। হ্যাপি ব্লগিং মেইট!

১১২| ১১ ই জুন, ২০০৯ ভোর ৪:৫৬

ফারহান দাউদ বলেছেন: মানুষ ভাইয়ের অনুবাদ দেইখা হাসতে হাসতে পইড়া গেলাম:)

১১ ই জুন, ২০০৯ ভোর ৬:৪২

হাসান মাহবুব বলেছেন: হ জটিল অনুবাদ কর্চে :)

১১৩| ১২ ই জুন, ২০০৯ রাত ৩:২৯

একলব্যের পুনর্জন্ম বলেছেন: কি হইলো ? ড্রাফট মারলাম ।

১২ ই জুন, ২০০৯ রাত ৩:৩২

হাসান মাহবুব বলেছেন: কমেন্ট বন কৈরা রাক্সো তো!

১১৪| ১২ ই জুন, ২০০৯ রাত ৩:৩৩

একলব্যের পুনর্জন্ম বলেছেন: খুলছি :(

১২ ই জুন, ২০০৯ রাত ৩:৪৬

হাসান মাহবুব বলেছেন: আমিও ড্রাফ্টাইসি!

১১৫| ১২ ই জুন, ২০০৯ ভোর ৫:৪৫

একলব্যের পুনর্জন্ম বলেছেন: কি ? ড্রাফট করবো ? ভালো লাগছে না এটা খুলে রাখতে ।

১২ ই জুন, ২০০৯ ভোর ৫:৫৬

হাসান মাহবুব বলেছেন: তোমার ইচ্ছা।


পুরাতন পোস্টগুলা ফিরায় আইনো তাড়াতাড়ি। ফিরায় যখন আনবাই,তখন খামোখা ড্রাফ্ট করা কেনো? পাঠকের কষ্ট, কমিউনিকেশনে সমস্যা।

১১৬| ১২ ই জুন, ২০০৯ ভোর ৫:৫৮

একলব্যের পুনর্জন্ম বলেছেন: আনবো -- :)

১২ ই জুন, ২০০৯ ভোর ৬:০৯

হাসান মাহবুব বলেছেন: জানি! :)

১১৭| ১২ ই জুন, ২০০৯ ভোর ৬:৫১

অক্ষর বলেছেন: কাহিনী কি? ড্রাফট ড্রাফট খেলা চলতাছে নাকি?

১২ ই জুন, ২০০৯ সকাল ৭:০৩

হাসান মাহবুব বলেছেন: ঠিক তা না..তবে একু সাধারণত আজাইরা টাইপ পোস্ট রাখেনা। আমার নিজেরো অনেক পোস্ট ড্রাফ্ট করা।

১১৮| ১২ ই জুন, ২০০৯ বিকাল ৩:৪৩

প্রেসিডেন্ট মামা বলেছেন: Yo hama me mama...
Hows it going?
Like ya post its cool as ice.
Plus all De transalation done by De blogga
But whats all this calling me black man a nigga??


RESPECT me rasta class gang B.I.G

১২ ই জুন, ২০০৯ বিকাল ৫:২৬

হাসান মাহবুব বলেছেন: Do u wanna have a deal with me? I will make you an offer you cant refuse.

১১৯| ১২ ই জুন, ২০০৯ বিকাল ৩:৪৮

রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: পদঅবনতি হয় নাই এখনো?

১২ ই জুন, ২০০৯ বিকাল ৫:২৭

হাসান মাহবুব বলেছেন: নাহ, আর দরকারই বা কি! ভালৈতো আছি আপনাগো দুয়ায়!

১২০| ১৩ ই জুন, ২০০৯ ভোর ৫:৩৮

প্রেসিডেন্ট মামা বলেছেন: What offer??
Tell me
hama me mama!!

Do u know who i'm mama??

১৩ ই জুন, ২০০৯ ভোর ৫:৫৮

হাসান মাহবুব বলেছেন: কবিতার তো অনুবাদ করা হৈসে, অহন কমেন্টেরো অনুবাদ করা লাগবো দেহি!

১২১| ১৩ ই জুন, ২০০৯ ভোর ৫:৫৭

একলব্যের পুনর্জন্ম বলেছেন: কি করেন মিয়া ?? মরা ব্লগে !!

১৩ ই জুন, ২০০৯ ভোর ৬:০৭

হাসান মাহবুব বলেছেন: আমি এতক্ষণ একটা সিনেমা দেখতেসিলাম। এখন আরেকটা দেখবো। লগ ইন কৈরা রাখসি হুদাই।

১২২| ১৩ ই জুন, ২০০৯ ভোর ৬:০৫

ডিজিটাল দুষ্ট ছেলে বলেছেন: হামা মামুরে চিনস নি>

তোর পাড়ায় আর আসতে ইচ্চা হয় না ।আসলেই পুরান পোস্ট!! নুতুন কিছু ছাড়বি না?

১৩ ই জুন, ২০০৯ ভোর ৬:০৯

হাসান মাহবুব বলেছেন: নাহ, তাকে চিনতেসিনা। কে?

নতুন কিছু ছাড়ব হয়তোবা কখনও! আমার তো টোটাল ৫৩টা পোস্ট, পুরানগুলা পড়!সবগুলাতো আর পড়িসনাই!

১২৩| ১৩ ই জুন, ২০০৯ দুপুর ১২:৫৪

মাজেদুল ইসলাম বলেছেন: এইটার আসল ইংরেজি লিরিক্সটা কার এইটাতো বুঝলাম না।আপনার নাকি?অন্যকারো হলে এটা কার গান?

১৩ ই জুন, ২০০৯ দুপুর ১:৪৬

হাসান মাহবুব বলেছেন: অন্য কারোনা। আমারই লেখা!

১২৪| ১৩ ই জুন, ২০০৯ বিকাল ৫:৪৭

মাজেদুল ইসলাম বলেছেন: তাইলেতো আপনি বিশাল প্রতিভাবান,এইটা দিয়া একটা Hip-Hop try করা যাইতে পারে Soic-Bliss Style এ।

১৩ ই জুন, ২০০৯ রাত ৮:৩১

হাসান মাহবুব বলেছেন: আপনিতো গান করেন, দিবেন নাকি একটা ট্রাই? ;)

১২৫| ১৩ ই জুন, ২০০৯ বিকাল ৫:৫৪

শাওন৩৫০৪ বলেছেন: রাজ মো, আশরাফুল হক বারামদী তো ফাডাইয়া লিরিকসের সুতা বাইর কৈরাল্ছে!!

১৩ ই জুন, ২০০৯ রাত ৮:৩৯

হাসান মাহবুব বলেছেন: আমার মতে তারটাই বেস্ট।

১২৬| ১৩ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:০১

বুলবুল আহমেদ পান্না বলেছেন: সবডিরে ভালা পাইলাম.....

১৩ ই জুন, ২০০৯ রাত ৮:৪১

হাসান মাহবুব বলেছেন: সবার পক্ষ থিকা চান্দা তুইলা টুটাল আট কেজি ধইন্যাপাতা দেয়া হৈলো :)

১২৭| ১৩ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:০১

রুমমা বলেছেন: দারুন,সবগুলোই।কি খবর হাসান ভাইয়ার?

১৩ ই জুন, ২০০৯ রাত ৮:৪৫

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। অনেকদিন পর আমার ব্লগে উকি দিলেন! ভালো থাকুন।

১২৮| ১৩ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:০৭

মাজেদুল ইসলাম বলেছেন: খুব জরুরী একটা বিষয়ঃ
Click This Link

১৩ ই জুন, ২০০৯ রাত ৮:৪৫

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ জানানোর জন্যে।

১২৯| ১৩ ই জুন, ২০০৯ রাত ৯:০১

জামাল ভাস্কর বলেছেন: পছন্দ হইছে মূল ব্যাপারটা...

মানুষের অনুবাদ পইড়া সবচে' মজা পাইছি...

১৩ ই জুন, ২০০৯ রাত ৯:১১

হাসান মাহবুব বলেছেন: গ্যাংস্টারদের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা! যোগ দিবেন নাকি? ;)

১৩০| ১৩ ই জুন, ২০০৯ রাত ১১:৩১

মাজেদুল ইসলাম বলেছেন: আমি এইটারে মূল ইংরেজীটা নিয়ে একটা Hip-Hop try করব আপনার অনুমতি পেলে।তবে একটা Chorus এর জায়গা দরকার যেটা বার বার রিপিট হবে।এটার মধ্যে থেকে খুজে নেব নাকি আপনি একটা নতুন Chorus এর অংশ লিখে দেবেন?

১৪ ই জুন, ২০০৯ রাত ১২:০৬

হাসান মাহবুব বলেছেন: অবশ্যই করতে পারেন। কোরাস এর জায়গাটা এটার মধ্যে থেকেই খুঁজে নিলে ভালো হয়।

১৩১| ১৪ ই জুন, ২০০৯ রাত ১:০০

মাজেদুল ইসলাম বলেছেন: I am a jackass,believe me mate!
I was kicked out in ma' last date.
এইটারে কোরাস হিসেবে বেছে নিলাম,কয়দিন টাইম দেন আশা করি ভাল একটা কাজ করতে পারব।আপনার লেখাটা ফাটাফাটি।আমি দেখেছি লিরিক্স ভাল হইলে কেন জানি সুর এমনিতেই ভালো হয়।

১৪ ই জুন, ২০০৯ রাত ১:০৪

হাসান মাহবুব বলেছেন: ঠিক আছে। আশা করি ভালো কাজ হবে। অপেক্ষায় থাকলাম। সময় নিন, সমস্যা নেই।

১৩২| ১৫ ই জুন, ২০০৯ রাত ২:৩০

নাজনীন খলিল বলেছেন:
আমিও গ্যাংস্টার হতে চাই।

১৫ ই জুন, ২০০৯ রাত ২:৩৫

হাসান মাহবুব বলেছেন: মোস্ট ওয়েলকাম আপু! :)

১৩৩| ১৫ ই জুন, ২০০৯ সকাল ১০:০৬

সাদা কালো এবং ধূসর বলেছেন: ঐ পোস্ট কিন্তু উধাও করে ফেলছে, কেন বুঝতে পারতেছেন? হা হা প গে

১৫ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৫১

হাসান মাহবুব বলেছেন: তাইতো দেখছি! :)

১৩৪| ১৫ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:২৭

ক-খ-গ বলেছেন: কুঠ্ঠিন কালেকশন হৈছে :)

১৫ ই জুন, ২০০৯ রাত ৯:১১

হাসান মাহবুব বলেছেন: হ! বিড়াট প্রতিভাধর সবাই :)

১৩৫| ১৫ ই জুন, ২০০৯ রাত ৮:৩৬

একলব্যের পুনর্জন্ম বলেছেন: কেমন লাগতেছে হামা ?

১৫ ই জুন, ২০০৯ রাত ৯:১৩

হাসান মাহবুব বলেছেন: কি আর কমু :(

১৩৬| ১৫ ই জুন, ২০০৯ রাত ৮:৪৯

আহসান জামান বলেছেন: আর লেখা কই? খুব তাড়াতাড়ি নতুন লেখা আসুক।

১৫ ই জুন, ২০০৯ রাত ৯:১৪

হাসান মাহবুব বলেছেন: নতুন লেখা! নতুন দিন আসুক আগে! ভালো থাকবেন আহসান ভাই।

১৩৭| ১৯ শে জুন, ২০০৯ রাত ৩:৫৪

পলাশমিঞা বলেছেন: মজা করেছিলামতো :(

১৯ শে জুন, ২০০৯ রাত ৩:৫৮

হাসান মাহবুব বলেছেন: আরে মিয়াভাই, আমিওতো মজা কর্সিলাম! :)

১৩৮| ২০ শে জুন, ২০০৯ রাত ১:১০

নাফিস ইফতেখার বলেছেন: বারামদীরটা পইড়া হাসতে হাসতে মারা যাইতেসি। রবীন্দ্রনাথ দেখলে গ্যাঙবাজি ধরতেন শিউর! জুশ হইসে!!! একদম ভিন্ন!! =p~

২০ শে জুন, ২০০৯ রাত ১:২৭

হাসান মাহবুব বলেছেন: আরে আল পাচিনো যে! হ, বারামদীরটা আসলেই অসাধারণ হৈসে। আমার মতে ওরটাই বেস্ট।

১৩৯| ২০ শে জুন, ২০০৯ রাত ১:২৫

আহমেদ রাকিব বলেছেন: হেভভী হইছে। হেভভী জুস।

২০ শে জুন, ২০০৯ রাত ১:৪২

হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস!

১৪০| ২০ শে জুন, ২০০৯ ভোর ৪:৫৭

সাদা কালো এবং ধূসর বলেছেন: নাফিস তো দেখি পুরো সিরি্য়াস

২০ শে জুন, ২০০৯ ভোর ৫:১০

হাসান মাহবুব বলেছেন: হ, মাইকেল কর্লিয়নি সাজছে :)

১৪১| ২১ শে জুন, ২০০৯ ভোর ৫:২০

এরশাদ বাদশা বলেছেন: অনেস্টলি, ইংরেজির ধারেকাছেও যাইনাইক্কা। কিন্তু বাংলা অনুবাদ সবডি পড়ছি। ব্যাপক ধান্ধা খাইয়া গেলাম। একই কোবতে একেকজনে একেকভাবে অনুবাদ করছে। কিন্তু প্রত্যেকটা অনুবাদই স্বকীয়তায় অনন্য। দুই বছর ব্লগিংয়ের পর এহন মনে হইতাছে, আমি তো অহনো শিশু। /:)

২১ শে জুন, ২০০৯ ভোর ৫:২৫

হাসান মাহবুব বলেছেন: হ, মানে অন্যদের অনুবাদ দেইখা আমি নিজেও হীনমন্যতায় ভোগা শুরু কর্সি /:)

১৪২| ২২ শে জুন, ২০০৯ রাত ১:৪১

এরশাদ বাদশা বলেছেন: ওরে সাধু; অনুবাদ আপনার তো মাশাল্লাহ ব্যাপক হইছে...

২২ শে জুন, ২০০৯ বিকাল ৩:৫০

হাসান মাহবুব বলেছেন: :D সবই আপনাগো দুআ!

১৪৩| ২২ শে জুন, ২০০৯ বিকাল ৩:৪৯

পিংকী বলেছেন: হাসান মাহবুব আপনি একই থিমের দুটো গল্পের বিষয়টি নিচের কথা গুলো পড়লে জানতে পাড়বেন আশা করি;-

নিশ্চয়ই আপনি আমার "লবণ" গল্পটি পড়েছেন।
কিন্তু দুঃখ জনক হলেও সত্যি যে মি.অদ্রোহ এর
''ভালোবাসা এবং নোনতা কফির গল্প'' আর আমার "লবণ" গল্প একই রকম।
কিন্তু আমার "লবণ" গল্পটি আমি আমার কাজ্বিন এর ডায়েরীতে দুই বছর আগে পাই এবং সে নিজে গল্পটি লিখে।
সবচেয়ে বড় সত্য হল আমার কাজ্বিনের পরিচিত একজনের জীবনে এই ঘটনা ঘটে। তাই সে কাহিনীতে বৃদ্ধ এবং বৃদ্ধার নাম উল্লেখ করেনি।
আমি অবশ্য তাদের নাম জানতে চেয়েছি।
কিন্তু আমার কাজ্বিন নাম বলেনি।
শুধু কাজ্বিন বিদেশে যাওয়ার আগে আমাকে বলেছে বৃদ্ধা কিন্তু পৃথিবীতে আর নেই।
তাই কাজ্বিন বিদেশে যাওয়ার সময় যতটুকু খারাপ লেগেছে তার চেয়ে বেশী খারাপ লেগেছে বৃদ্ধ, বৃদ্ধার বিশেষ করে সেই ভালোবাসার জন্য।

তবে এতটুকু বলতে পারি আমার কাজ্বিন কলেজ ও বিশ্ববিদ্যলয় থাকতে এই কাহিনীটা সবাইকে বলতো আর বার বার বলতো কত সাহসের ভালোবাসা, কত কষ্টের ভালোবাসা খুব কমই বাসতে পারে আমার চোখে দেখা।

আমার মনে হয় কাহিনীর উৎপত্তী কোথা থেকে বুঝতে পেরেছেন।

আর ''লবণ'' গল্পটি আমি ২২ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৩৬ টা তে প্রকাশ করি।

এবং মি.অদ্রোহ তার ''ভালোবাসা এবং নোনতা কফির'' গল্পটি
২১ শে জুন, ২০০৯ রাত ১:৫৭ টা তে প্রকাশ করে।

আসলে অন্যরকম গল্পতো হয়তো একজন একজন করে জানতে জানতে এখন অনেকেই জানে।
আর এখন আপনিও জানলেন..ও...জানেন।

২২ শে জুন, ২০০৯ বিকাল ৫:২৭

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ জানানোর জন্যে। অনেক ভুল বোঝাবুঝির অবসান হল এতে। ভালো থাকবেন। হ্যাপি ব্লগিং।

১৪৪| ২২ শে জুন, ২০০৯ রাত ১১:৫৮

অরণ্যচারী বলেছেন: ব্যাপক!

২৩ শে জুন, ২০০৯ রাত ৩:১৬

হাসান মাহবুব বলেছেন: :) B-) /:)

১৪৫| ২৩ শে জুন, ২০০৯ ভোর ৪:৩০

মনির হাসান বলেছেন: ফিরাইলাম .... তোমরা সব গ্যালা কই ?

২৩ শে জুন, ২০০৯ ভোর ৪:৩৮

হাসান মাহবুব বলেছেন: পোস্ট দিতে আর ভালো লাগেনা মনির ভাই। মাঝখানে বহুৎ ক্যাঁচাল হৈসে। ব্লগ পলিটিক্সের নোংরা রূপ দেখলাম। অরূচি ধরে গ্যাসে।

ওয়েলকাম ব্যাক মনির ভাই।

১৪৬| ২৩ শে জুন, ২০০৯ সকাল ৮:১৪

শাওন৩৫০৪ বলেছেন: এলাকার লোকের গলায় আওয়াজ নাই ক্যান?

২৩ শে জুন, ২০০৯ সকাল ৮:২০

হাসান মাহবুব বলেছেন: কোন এলাকা?কিসের লোক? মাছের মায়ের পূত্রশোক( হুদাই একটা ছন্ড মিলায় দিলামার্কি! /:) )

১৪৭| ২৩ শে জুন, ২০০৯ সকাল ৮:২১

শাওন৩৫০৪ বলেছেন: আমারে খারাপ কিছু কইলেন ?
ভালো না, খুব খারাপ....নতুন লেখেননা যে?

২৩ শে জুন, ২০০৯ সকাল ৮:৩৩

হাসান মাহবুব বলেছেন: আরে নাহ! খারাপ ভালো কিছুই কৈনাই। পুলাপান হুদাই প্যাঁচায়। ধুর। নতুন কিছু লিখতে ইচ্ছা করেনা। পরিবেশটা আরেকটু যদি ঠান্ডা হয়, গুমোট ভাবটা একটু যদি কাটে....সেই সময়ের অপেক্ষায়।

১৪৮| ২৩ শে জুন, ২০০৯ সকাল ৮:৩৬

শাওন৩৫০৪ বলেছেন: ধুর, এমনে হয় নাকি? পরিবেশ ঠান্ডা করবেন, গুমট ভাব কাটাইবেন কারা?যাই হোক, ভালো থাকেন.।

২৩ শে জুন, ২০০৯ সকাল ৮:৩৯

হাসান মাহবুব বলেছেন: আসলে মূল ব্যাপারটা হৈলো, ইচ্ছাটা মইরা গ্যাসে। তাইলে আর ক্যামনে কি হবে বলো! মনের ইচ্ছার বিরুদ্ধে তো আর কিছু করা যায়না। :(

১৪৯| ২৩ শে জুন, ২০০৯ সকাল ৮:৪১

শাওন৩৫০৪ বলেছেন: কথা সত্য, ইচ্ছেরা মইরা যায়..

২৩ শে জুন, ২০০৯ সকাল ৮:৪৮

হাসান মাহবুব বলেছেন: কি আর করমু, প্রাচীনপন্থী মানুস যেমন নিজের বসতভিটার মায়া ছারতে পারেনা, সেরম আমিও আঁকড়ায়া ধৈরা আসি আর কি। জায়গাটারে আমি অনেক বেশি ভালবাইসা ফালাইসিলাম।

১৫০| ২৩ শে জুন, ২০০৯ সকাল ৮:৫৬

শাওন৩৫০৪ বলেছেন: না, ঠিকাছে....এইটাই নিয়ম, মায়া হয় বইলাই আমরা মানুষ...
আমরা চেষ্টা কইরা যাই নাহয়...

২৩ শে জুন, ২০০৯ সকাল ৯:০৭

হাসান মাহবুব বলেছেন: হ, সেটাই। যত যাই হৌক, ফিল্ড ছাড়ুমনা।

১৫১| ২৩ শে জুন, ২০০৯ দুপুর ১২:০৩

অন্ধ দাঁড়কাক বলেছেন: :)

২৪ শে জুন, ২০০৯ রাত ১:৫১

হাসান মাহবুব বলেছেন: :)

১৫২| ২৪ শে জুন, ২০০৯ বিকাল ৫:২৫

একলব্যের পুনর্জন্ম বলেছেন: হামা আমার একটা টুইন আছে --মেলায় হারায়া গেছিলো , আইজ পাইছি :)

Click This Link

২৪ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:০০

হাসান মাহবুব বলেছেন: শুইনা আভেগে :((

১৫৩| ২৪ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:২৬

আলী আরাফাত শান্ত বলেছেন: খাইছে!

২৪ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:২৮

হাসান মাহবুব বলেছেন: B-)

১৫৪| ২৫ শে জুন, ২০০৯ রাত ৯:৪৭

একলব্যের পুনর্জন্ম বলেছেন: হামা একটা জটিল নিউজ আছে -- কেমনে দিই বুঝতেছি না -- :(

২৫ শে জুন, ২০০৯ রাত ৯:৫৫

হাসান মাহবুব বলেছেন: taratari kou. amar to tension hoitase :(

১৫৫| ২৫ শে জুন, ২০০৯ রাত ১০:০০

একলব্যের পুনর্জন্ম বলেছেন: চাপ্পুতে ঢুকেন তো --এইহানে কওন যাইবো না । দুই মিনিটের লাইগা আন ঐদিকে ।

২৫ শে জুন, ২০০৯ রাত ১০:৪৫

হাসান মাহবুব বলেছেন: Sorry I am late! akhon zacchi.

১৫৬| ২৬ শে জুন, ২০০৯ রাত ১২:০২

মাজেদুল ইসলাম বলেছেন: হা ভাই আপনার এই লিরিকটা নিয়ে কাজ করছি ৫০% কমপ্লিট।গানটা রেডি হতে আরো কিছুদিন লাগতে পারে।এইটা ব্লগে প্রকাশ করার আগে আপনাকে একবার শোনাব,আপনার মেইল ঠিকানাটা দিয়েনঃ [email protected] অথবা facebook.com/mazedul

২৬ শে জুন, ২০০৯ রাত ১:৩৫

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ, আপনাকে মেইল পাঠাচ্ছি এখনি।

১৫৭| ২৯ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৪৪

শাওন৩৫০৪ বলেছেন: এরপর?

২৯ শে জুন, ২০০৯ রাত ৮:১৫

হাসান মাহবুব বলেছেন:

১৫৮| ২৯ শে জুন, ২০০৯ রাত ৮:৫১

খািল িপডাইেত ইচ্ছা করে বলেছেন:
একটু ঘুরা দেন ভাই
Click This Link

০১ লা জুলাই, ২০০৯ রাত ৮:১০

হাসান মাহবুব বলেছেন: Sure.

১৫৯| ৩০ শে জুন, ২০০৯ রাত ১২:৫৩

নাসিম কাদের বলেছেন: হা হাহহাহহা,খুব মজা

০১ লা জুলাই, ২০০৯ রাত ৮:১২

হাসান মাহবুব বলেছেন: :)

১৬০| ৩০ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৪৫

সাদা কালো এবং ধূসর বলেছেন: নতুন পোস্ট দেন X(

০১ লা জুলাই, ২০০৯ রাত ৮:১৩

হাসান মাহবুব বলেছেন: :(

১৬১| ০২ রা জুলাই, ২০০৯ রাত ২:৩০

অপ্রিয় সত্য বলেছেন:
চুপি সারে আমার ব্লগে,
আসে একটি লোক,
বলেই ফেলি নামটা তার
“হাসান মাহবুব”,
চালাক নাকি বোকার রাজা,
নাকি বে-কু-ব!
আমার লেখা পোষ্ট করলেই
বেড়ে যায় তার ক্ষোভ,
ভালো-মন্দের নেইকো বালাই
“মাইনাস” মারাই কাজ,
চোরের দশ দিন,
গৃহস্তের একদিন-
ধরা পড়ছো আজ,
যদি বন্ধু বেকার থাকো
করোনাকো লাজ,
চাল থেকে ডাল বাছতে দেবো
এটা কি নয় কাজ???

০২ রা জুলাই, ২০০৯ রাত ২:৩৭

হাসান মাহবুব বলেছেন: চুপিসারে দিমুনাতো কি? রাখসেন তো মিয়া ব্লক কৈরা। বলক খুইলা দ্যান, আওয়াজ দিয়াই মাইনাচ দিমু। আপ্নি টানহা টাবাচ্চুমের কাচ তিকা ++++++++ পায়া খুশী হননা? ওডি নিয়াই সন্তুষ্ট থাহেন।

আর..আপ্নিও রিটার্ন কম দ্যাননাই আমারে মাইনাচ। সো, হুদাই ফাল না পাইরা অফ যান।

১৬২| ০২ রা জুলাই, ২০০৯ রাত ২:৪২

রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: ঐ হাসান ভাই, নতুন কিছু নাই? আমারে তো বলসিলেন এইটার মত গ্যাংস্টার কিছু লেখতে। কিন্তু সবাই তো সবরকম লিখা ফেলসে। তয় যাই কন, আমারে ছাড়া গ্যাং বানাইলে কিন্তু সব ছাড়খাড় কইরা দিমু।

ভালো থাইকেন। দেশে আইলে দেখা হইবো।

০২ রা জুলাই, ২০০৯ রাত ২:৪৯

হাসান মাহবুব বলেছেন: কত কিই তো লেখার প্ল্যান ছিলো..এখন আর ইচ্ছাটাই নাই। ইচ্ছাটা ফিরা আসলে হয়তোবা আবার লেখবো।
আরে গ্যাং এ আপনি আর বারামদী ভাই হবেন আমার প্রধান দুই সহকারী (ক্যাপোরোজিমি) হেহে।

দেশে আসলে আড্ডা হবে আশা করি :)

১৬৩| ০২ রা জুলাই, ২০০৯ রাত ৩:৪৬

নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: গান পাঠাইছি

০২ রা জুলাই, ২০০৯ রাত ৩:৪৮

হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস! থ্যাংকস! :) চেক করতাসি।

১৬৪| ০৫ ই জুলাই, ২০০৯ দুপুর ২:০৪

সুবাইল বলেছেন: বাকিগুলা যোগ করেন।

০৫ ই জুলাই, ২০০৯ দুপুর ২:১৩

হাসান মাহবুব বলেছেন: বাকি কোনগুলা? সবগুলাইতো যোগ কর্সি! যাউক, ফিফটি হৈলো( ব্যাট নাড়ায়া অভিনন্দন নিতাসি )

১৬৫| ০৮ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:২৩

ক-খ-গ বলেছেন: আছেন কেমন?

০৮ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:৫৬

হাসান মাহবুব বলেছেন: জীবনটা একঘেয়ে হয়ে গেছে রে ভাই :(

১৬৬| ০৮ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:৩৯

তায়েফ আহমাদ বলেছেন: ওরে সেরাম হৈছে রে!

০৮ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:৫৮

হাসান মাহবুব বলেছেন: B-))

১৬৭| ০৮ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৩৫

হাইফেন বলেছেন: হেহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহ


বস সিরাম হইচে। এইডা প্রিয়ু পুস্টটটটটটটটটটটটটটটটটটটটটটটটটটটটটটটটটটটটটটটটটটটটটটটটটটটটটটটটটটটটটটটটটট

০৮ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৪৩

হাসান মাহবুব বলেছেন: আরেহ...... অনেকদিন পরে তুমারে দেখলাম! গ্যাংস্টা টিমে তুমারে লয়া লৈলাম।

১৬৮| ২৪ শে জুলাই, ২০০৯ রাত ৩:৩২

ভেবে ভেবে বলি বলেছেন: প্লাস দিসি, তয় লেখাডা ভালা লাগে নাই... :(
কিছু মনে নিয়েন না বস... :)

২৪ শে জুলাই, ২০০৯ ভোর ৪:৪০

হাসান মাহবুব বলেছেন: লেখা ভালো না লাগলে প্লাস দিবেন কেন!! অবশ্য ভালো না লাগার দোষ আমার একার না, এটা একটা সম্মিলিত অপসাহিত্য প্রয়াস!

১৬৯| ২৭ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:০২

ডল বলেছেন: তুমি কৈছিলা আমি তুমার সাথী
শুইনা অবধি কানে জ্বলছে লাল বাত্তি
ক্যান বুঝো না ? তুমার জামার নিচে
পিস্তলের ঠোঙা উকি মারে পিছে !

আই তো নাইক্কা তুমার মাফিয়া দলে
ভুই পাই হেইডা মানবা ঠিক কৈরা ক'লে ?
তুমার লাহান কঠ্ঠিন পরানও নাই
আমার মনে চায় মরনিং টাইমে ঘাসে গড়াই
সো , বস বন্ধ করো এই আউলা লড়াই
আমার লগে পাংগা দিও না জেডা
আমার মত সাদাসিধা আর কেডা !"

নাফিস ইফতেখারের অনুবাদ

২৮ শে জুলাই, ২০০৯ রাত ১২:৩৯

হাসান মাহবুব বলেছেন: Nah. etato একলব্যের পুনর্জন্ম ওরফে একুর অনুবাদ.

১৭০| ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৩৪

সুমন অহেমদ বলেছেন: এই অনুবাদটা আমি কয়েকদিন আগে পড়ছিলাম একবার। ঐযে দেশী ভাইয়ের জন্য একটা পোষ্ট দিছিলাম তখন। ভাইয়ের ফটুকটা দেইখাই পিলে চমকাইয়া গেছিলো! B-)B-)

সবগুলা অনুবাদেই মজা পাইছি. . .
তবে অনেকেই অনেক কিছু এড়ায়ে গেছে ;). .
এইটাও ভালোই লাগছে...
এই পোষ্টে এতো এতো মন্তব্য! একবার উপরে উঠলে নামতে বহুত কষ্ট হয়! :D

এই ১৮+ পোষ্টে + দিলাম। ;)
তয় হামা ভাই, পোষ্টে দেশী ভাইয়ের ফটুক কেন?

২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৫৪

হাসান মাহবুব বলেছেন: এই পোস্টে এত মন্তব্য হওয়ার কারণ হৈলো, এইটা অনেকদিন ফালায় থুইসিলাম। প্রায় একমাস পরে নেক্সট পোস্ট দিসি। সবাই এইহানে আইসা গ্যাঁজায়া যাইতো!

পোস্টে দেশী পোলার ফডু,কারণ সে'ই প্রথম ব্যক্তি হিসেবে পোস্টটা প্রিয়তে লৈসিলো। আমি ভাবিনাই এই পোস্ট কেউ প্রিয়তে নিবো। তাই হের অনারে আর কি! আর ছবিটাও তো গ্যাংস্টার মার্কা!

১৭১| ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:১৫

কালিদাস কবিয়াল বলেছেন: আংরেজীর কথা হুনলে আমার গায়ে জ্বর ওঠে। আমারে মাপ দেন বস।

২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:২৯

হাসান মাহবুব বলেছেন: মাপ দিমু....ফিতা তো খুঁইজা পাইতেসিনা, তয় একটা থার্মোমিটার আচে, দিতারি জ্বর কত উঠলো দেখনের লিগা।

১৭২| ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:৩৫

কালিদাস কবিয়াল বলেছেন: আচ্ছা ঠিক আছে মাপ দেওয়া লাগবো না, আপাতত মাফ দেন।

২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:৪৮

হাসান মাহবুব বলেছেন: Okay mate, you are forgiven! :D ;) :P

১৭৩| ০৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:২৫

নীল-দর্পণ বলেছেন: চরম চরম উফ আপনাদের মাথায় যে কি!!!!!!!
এটাও অনেক সুন্দর :)

০৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৪২

হাসান মাহবুব বলেছেন: :) B-) থ্যাংকস সবার পক্ষ থেকে!

১৭৪| ৩০ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৩০

জনৈক আরাফাত বলেছেন: হা হা হা!
হাতায়া নিলাম। পরে পড়ুম নে আবার!

৩০ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৪

হাসান মাহবুব বলেছেন: গ্যাংস্টাগো লগে খাতির করতে আইছেন, খুব খিয়াল কৈরা /:)

১৭৫| ২৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৪১

রহমানরক্তিম বলেছেন: অসম্ভব সুন্দর/

২৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৪৬

হাসান মাহবুব বলেছেন: রাফ এন্ড টাফ হৈতে চায় সব পুলাপাইন B-)

সবার পক্ষ থেকে ধন্যবাদ!

১৭৬| ২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:৩৪

রাজসোহান বলেছেন: ইয়ে আমার লাগি একটা অনুবাদ কইরলে মন্দ হয় না :!> :!> :!>

২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:৩৬

হাসান মাহবুব বলেছেন: আরে কৈরা ফালাও..এ্যাডায় দিমুনি মূল পোস্টে। তোমার ছন্দের হাত তো ভালো।

১৭৭| ৩০ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:৪১

বাবুল হোসেইন বলেছেন: ____________________________________________________________________________________________________________________________________________________________

৩০ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:২৩

হাসান মাহবুব বলেছেন: ?

১৭৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:০৬

রূপক আমার নাম বলেছেন: ডেকেছিস আমাকে সঙ্গী--
চুপ কর বেটা বদ, জঙ্গী!
তোর আলখাল্লার চিপাতে
দেখা যায় রামদা। কোপাতে
চাস নাকি আমাকে হারামি?
তোর দলে তাই নাই আমি।
নই আমি কোনো বডিবিল্ডার,
লং অফে দাঁড়ানো ফিল্ডার।
অফ যা, জ্বালাইস না আর,
কলুর বলদের মত ঘুরাবার
চেষ্টা করিস না বৎস,
ঘোলা জলে নেই কোনো মৎস।
বোকা আমি, নই কোনো আইনস্টাইন
ছ্যাঁকা দিছে গতবারের ভ্যালেন্টাইন!
তারপরও যদি চাস দলে নিতে
বলতেই হয় তোরে, এই শীতে
দিমু নাকি পুকুরে চুবান?
মাইন্ড ইট, মাই নেম ইজ খান।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৩৬

হাসান মাহবুব বলেছেন: আরে..সেইরকম জোস্ হৈছে। এ্যাডাইলাম। আপ্নারে অনেক ধইন্যা :)

১৭৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:০১

রাজসোহান বলেছেন: ডাকলে আমায় বন্ধু?
হুহ! নই আমি বুদ্ধু। :-0
আমি তো দেখেছি কি রয়েছে তোমার জ্যাকেটে,
রেখেছ রামদা,আমার জীবন প্রদীপ নেভাতে। :-/
যদি চাও তুমি আমাকে, :!>
ছাড়তে হবে ঐ গ্যাং এখন থেকে /:)
তোমার মত কঠিন প্রাণ,আমার নয় পছন্দ :-0
চাই আমি সকালের মতন মিষ্টি রোদের গন্ধ :)
তাই যা আছে অস্ত্র,গুটাইয়া রাখ, /:)
আমারে আর ঐ পথে কখনও না ডাক :#)
যদি বিশ্বাস না হয় আমি যে বোকা :-*
ফিরে দেখ ইতিহাস,খাইছি কত ধোঁকা :-&
এতক্ষণ যা কইলাম,মাথায় কি রাখছস? /:)
শোন,আমি হইলাম মাইকেল কর্লিওনি-
লোক একখান জোশ!! :-P
তাই বলি সময় থাকতে সইরা যাও, :-P
নইলে কইলাম কঠিন লসের ভার লও। :>

১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:১৭

হাসান মাহবুব বলেছেন: তোমাদের কারণে পোস্টের নাম চেঞ্জ কর্তে বাইধ্য হৈলাম!

১৮০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:১৬

রাজসোহান বলেছেন: শুকরিয়া হামা ভাই !:#P !:#P

১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৪০

হাসান মাহবুব বলেছেন: :)

১৮১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৩৪

রাজসোহান বলেছেন: হামা ভাই কিছু ইমো টাইপো মিস্টেক হইছে??ঠিক কি করবেন???
আর প্রথমে বলেছেন টা মুছে দিয়েন :| :| :|

১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৪১

হাসান মাহবুব বলেছেন: কয়েকটা ইমোতে সমস্যা রয়েই গেল :(

১৮২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:০৬

উদাসী স্বপ্ন বলেছেন: দুস্ত, গায়ে কত গোস্ত।
পরোটা খাওনের টাকা বিচড়াই
মাগার জ্যাকেটে তুমার চুরি-ছিনতাই
আমি ভাই নিরীহ মানুষ
মনের আনন্দে দেখি সুন্দরী ফানুষ
তুমার দলের লোক না আমি
দুস্ত কইয়াই টেনশনে আছি।
তো ভাই, অখন ঘোড়া সামলাও
মনের সুখে বোগল বাজাও!
লাস্ট ডেটিং এ খাইছি উষ্টা
সেইটা খাইয়া বড্ড যাতনা।
আমারে ঠেইলা লাভ নাই
খালি সকালের বিড়ির টাকা চাই।
ফোনে তুমারে সোজাই কইছি
টেহা পয়সার টানাটানিতে আছি।


যদি কানে না ঢোকে কথা,
শুইনা রাখ আমি মাইকেল কার্লিওন,
তোর শ্বশুড়ের জ্যাঠা,
তাই চান্দু, রাস্তা মাপ
নাইলে ডাকুম তোর বড় বাপ!

১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৩:৩২

হাসান মাহবুব বলেছেন: গ্যাংস্টা টিমে স্বাগতম!

১৮৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৩২

রাজসোহান বলেছেন: এইবার তো ওরা ১১জন হইইয়া গেলো :P ;)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৩:৩৪

হাসান মাহবুব বলেছেন: হেহে! হেডিং পাল্টায় দিসি। ওহোন আর বারবার নাম চেঞ্জাইতে হৈবোনা B-)

১৮৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:২০

রাজসোহান বলেছেন: হামা ভাই আরেকখান............

ডাকিলে মোরে পরানের বান্ধব,
শুইনায় হইলাম পুরা তাজ্জব।
জ্যাকেটের নিচে রাখিয়া পিস্তল,
বাড়াইতেছ মোর জীবনের কোন্দল।
এতই যদি আমারে পাওয়ার শখ তুমার,
ছাইড়্যা দেও ভন্ডামী,চোরাকারবার।

তুমি যে কি কঠিন প্রাণ-
বুঝার আর নাই বাকী,
আমি ভাই পুরা সাধাসিধা-
নাই কোন ফাঁকি।
তুমার কাছে আছে যত অস্ত্র-
তুমিই সামলায়া রাখ,
আমি ভাই,এইসবে নাই-
যতই তুমি ডাক।
বিশ্বাস কর ভাই-
আমি পুরাই গাধা,
আমারে সাথে রাখলে-
তুমি হইবা আরেক হাদা।

এত্ত কথার পরেও যদি তুই-
কিছুই না বুঝস?
শোন তাইলে আসল পরিচয়-
আমি কার্লিওনি রাক্ষস।

হের লাইগাই কইছিলাম-
আমার লগে লাগিস না।
শেষমেস তো লাইগাই গেলা,
অহন আয় সামলা ঠেলা।

১৮৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৫৯

রাজসোহান বলেছেন: হামা ভাই কুতায় গেলেন??????????

১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৩:৪৩

হাসান মাহবুব বলেছেন: যামু আর কই। আয়া পর্চি B-)

১৮৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৩৫

অমিত চক্রবর্তী বলেছেন: মাশাল্লাহ মাশাল্লাহ।আমারো তো করতে মুন চাইতাছে।
পরীক্ষা টাও দিয়া আহি তারপরে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৩:৩৯

হাসান মাহবুব বলেছেন: ইয়ো ম্যান! শিওর B-)

১৮৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:২০

ফাহাদ চৌধুরী বলেছেন:
ধান্ধায় বন্ধুত্বের মাইরে বাপ
নয় কেউ একই আস্তাবলের ঘোড়া
সুযোগবুঝে হয়ে যাবে দ্বিমুখো-শাপ
মারবে বুকে ছোরা ।

তুই হইলি পতঙ্গের শূককীট
মিরজাফরের রক্ত
হোমরাচোমরা তুই আঁটোসাটো ওভারকোটে
আসলে তা নাইন শুটারের প্যাকেট অফ হিট ।

তুই হইলি স্বার্থপর সুসময়ের পায়রা
কালো জ্যাকেট পইড়া আটস ফন্দি
খোমার মইধ্যে হান্দায় দিবি
নাইন শুটারের ক্যাপসুল ।

ভাবতে পারস হাঁদারাম, উজবুক
জ্বলে কপালে টিউবলাইট;
খাইয়া চড় বুকে ফুটসে মাইন
ডেট টা লাষ্ট ভ্যালেন্টাইন ।

আমি কইলাম চিলের মত
উড়ছি দুরের আকাশে অনেকদিন
সময় আইছে আইজক্যা
তোর গ্যাংয়ের আর বেইল নাইক্যা
চক্ষের পলকে ধইরা শিকার
খুলুম নিজের সিন্ডিকেট
মধুর প্রতিশোধের ক্রোধাবেশে
জানাইমু তোরে সিটিএন ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৩:৩৫

হাসান মাহবুব বলেছেন: গ্যাংস্টা টিমে স্বাগতম।

১৮৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:২৯

রাজসোহান বলেছেন: হামা ভাই আমার অনুবাদ দুইটাই রাখতে হইব

নাম দিবেন রাজসোহান অনুবাদ ১ আর রাজসোহান অনুবাদ ২ B-) B-) B-)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৩:৪০

হাসান মাহবুব বলেছেন: ওক্কে!

১৮৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৪৫

কাঠের খাঁচা বলেছেন: সবাই দেকি কোবতে মারচে।

আমি ফারিনা :( :(

১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৩:৪১

হাসান মাহবুব বলেছেন: মাফিয়াগো মধ্যে আইছো ক্যান তাইলে! জানের মায়া নাই? /:)

১৯০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৫৭

সমুদ্র কন্যা বলেছেন: আমারও একটা দেওয়ার শখ হইল। দেখেনতো কেমন হইছে?


ডেকেছিলে সখী বলে আমারে,
দুরুদুরু হল বুক তাই শুনে ভয়ে।
কারণ জেনেছি তোমার ভ্যানিটি ব্যাগের ভিতরে
রেখে দিয়েছো একডজন সেফটিপিন ভরে
তোমার চুলাচুলির দলে নেই আমি,
সে অপরাধে আমাকে খুঁচিয়ে ক্ষত-বিক্ষত করবে তুমি।
আমি তো তোমার মত খান্ডারনী নই,
বেলি ফুলের মালা আমি এখনও ভাল পাই।
চালিয়ে যাও তোমার চুলাচুলি কিলাকিলির মিশন
আমার নরম হাত দিয়ে করলে আঘাত ব্যথা পাব যে ভীষণ
আমি আল্ট্রা মর্ডান নই, একেবারেই ক্ষ্যাত
তাইতো কুদ্দুস আমায় দিয়েছিল ছ্যাক
আমার কথা কি তোমার বিশ্বাস হল না?
তবে মনে রেখ আমি নই এত সহজ ললনা
পাঁচ বছরের চ্যাম্পিয়ন চুলাচুলিতে আমি
রেগে গেলে মাথার চুল কিন্তু সব হারাবে তুমি।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৩:৩৬

হাসান মাহবুব বলেছেন: আপনেরটা জোস হৈছে। আমার অন্যতম পার্সোনাল ফেভারিট। রিয়্যালি! থাম্বস আপ!!

১৯১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৫৪

বংশী নদীর পাড়ে বলেছেন:
ডাক দিয়াছ বন্ধু আমারে
তাই থাকিতে পারিলামনা ঘরে
আসিয়া আমি ভাল করে দেখি
বন্ধু তোমার জ্যাকেটের তলে ওটা কি?
না না আমি তোমার মাফিয়া চক্রের কেউ নই
ভয়ে আমার পরান কাপে কেমতে আমি কই



আর পরলাম নারেররররররররররররররররররররররর.................ঘুম...... |-) |-) |-)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৩:৩৭

হাসান মাহবুব বলেছেন: আপ্নি তো তাইলে গ্যাংস্টার না ঘুমস্টার :#)

১৯২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:০৩

প্রবাসী রনি বলেছেন: সবাই দেখি পুরোনো কাসুন্দি ঘাটছে। ব্যাপার টা কি।

১৯৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:১০

প্রবাসী রনি বলেছেন: এমন করে দিলে ডাক
করছ যেন খ্যাক খ্যাকৎ
জ্যাকেটের নিচে রাখচস তুই নকল বোমা
এই কথাটা আগেই বলে দিছে সোমা।

আমি নয় কোন মাফিয়া
তাই আমার উপর পড়বি না ঝঁপিয়া।
আমি তোর মতন করিনা শুধু খেউ খেউ
আমি হলাম সকাল বেলার শিশিরের ডেউ।

যা যা পেক দে তোর মাস্তানী
তোর ভয়ে আমি খাইযে ঘোর পানি।
মনে মনে তুই খাইতেছস মন কেলা
ছেড়ে দে ভাই মনটা আমার নয় অবলা।

তুই এখনো চিনস নাই আমি কেডা
আমি হইলাম তোর কর্লিওনি জেডা।
একবার খাইলে ধরা
ভাইঙ্গা দিমু তোর টেডা।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৩:৩৮

হাসান মাহবুব বলেছেন: B-)

১৯৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৩:৫১

প্রবাসী রনি বলেছেন: হাসান ভাই আপনাকে ধন্যবাদ এই অদম রে সাথে রাখার জন্য

১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:০৩

হাসান মাহবুব বলেছেন: আরে! আমরা সবাই গ্যাংস্টার আমাদের এই গ্যাংবাজির রাজত্বে B-)

১৯৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:২২

নস্টালজিক বলেছেন: আয়া পড়সি!

অনুবাদ করুম!

১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:৩৩

হাসান মাহবুব বলেছেন: :)

১৯৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:২৪

নস্টালজিক বলেছেন: নাহ!করুম না।
ডরাইসি!!!
সব অনুবাদ প্রতিভা এইখানে!!
কঠিন কঠিন সব অনুবাদ!!
:)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:৩২

হাসান মাহবুব বলেছেন: আর ইউ ওকে? =p~ =p~ :-B

১৯৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৫:০১

নস্টালজিক বলেছেন: আপ্নে কি বুঝাতে চাচ্ছেন? :)
বাই দ্যা ওয়ে,জাঝা কি জিনিষ ভাইডি?

১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৫:১১

হাসান মাহবুব বলেছেন: জাঝা শব্দের উৎপত্তি এই পোস্টের মাধ্যমে

১৯৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৫:০২

অমিত চক্রবর্তী বলেছেন:
পিছন থেকে কে ডাকিল "ও হে কদম"
চেহারাটা দেখি তোর বান্দরেরও অধম
বাংলা খাইয়া ভাব নেস খাইসস টাকিলা
কাইল্যা জ্যাকেটে মেশিন রাইখ্যা করসস বিলা।।

তোর কাছে আছে একখান পাঁচ মুরগীর গ্যাং
চিপায় চুপায় লইয়া গিয়া মারবি নাকি ল্যাং
বেতাসির বেয়াদব আমি তোর মত নই
শিশিরে পিছলা খাইলেও দাঁত কেলাইয়া রই।।

ভালোয় ভালোয় কইতাসি মালপাতি সরা
আমি পারুম না ,তোর ইচ্ছা থাকলে মাটিতে গড়া
তুই তো জানস না আমি বহুত জাউড়া
মাইকেল করলিয়নী,গডফাদারের ছ্যাড়া
এত কাহিনী শুইন্যাও যদি ভাইগ্যা না যাস
মারুম কইলাম এইহানে,শশ্মানে পরব লাশ।।






কইরাই ফেললাম হামা ভাই।যতো ভূয়াই হোক, আমি গ্যাংস্টা হইতে চাই।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৫:১২

হাসান মাহবুব বলেছেন: বিশাল অবস্থা! সামু অহন থিকা আমগো কথায় উঠবো বসবো B-)

১৯৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৪০

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: ইয়া খোদা এ তো দেখি এলাহী কারবার! !:#P

১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৩৮

হাসান মাহবুব বলেছেন: তুইও একটা দে।

২০০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৪২

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: বিশ্বাস কর, আমার বহু বহু বহুদিন ধইরা দেওনের ইচ্ছা। সিরিয়াসলি। তয় দিমু না। খারাপ একটা কথা আছে এখানে। ছিহ! /:)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৪৯

হাসান মাহবুব বলেছেন: খারাপ কথা এড়ায়াও দেওন যায়। কৌশলী হতে হবে। আমার অনুবাদটা খিয়াল কৈরা দেখ। বারামদীরটা দেখ। সমুদ্রকন্যারটা দেখ।

২০১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৫১

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: সাধাসাধি কর্তেছিস তাইলে! :-B

১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:০২

হাসান মাহবুব বলেছেন: পার্লে কৈরা দেহা /:)

২০২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৫২

রাজসোহান বলেছেন: হামা ভাই খারাপ কথা কোনটা???আমি কি এড়ায় গেছি???আমি তো খুইজ্যা পাইলাম না :-* :-*

১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:০৩

হাসান মাহবুব বলেছেন: হাহাহা! হ তুমি এড়ায়া গ্যাছো গা।

২০৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:০৪

রাজসোহান বলেছেন: সমুদ্র কন্যা,অমিত,ফাহাদ,বংশী,প্রবাসী রনি,সব্বাইরে এই পোস্টে উৎস আমি ধরায় দিছি......সমুদ্র কন্যা তো লিখবারই চাইছিলো না ......আমার চাপে শেষ মেস লেখলো.........আমারে কেউ কিছু কইলো না.........এই দুস্ক কই রাখি??? :(( :(( :(( :(( হামা ভাই একটা বিচার করেন :-/ :-/ :-/

১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:১৮

হাসান মাহবুব বলেছেন: আহারে! শক্ত হও ভাইডি। দুশ্ক আফাতত পকেটে রাইখ্যা দাও :(

২০৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৩৯

সুপ্ত শিপন বলেছেন: জল পড়ে পাতা নড়ে,
হামার লেখা কারা পড়ে?

কেন যে এখানে আসি ঘুরে ঘুরে!

মাইনাস দিমু?
দিমুনা।

আমি খুব উদার, পেলাস ই দিলাম।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:২৩

হাসান মাহবুব বলেছেন: পেলাস পেয়ে ধন্য হয়ে গেলাম। ছুপ্ত ছিপন আমার লেখা না পর্লে, পেলাস না দিলে কি যে সর্বনাশ হয়ে যেত!

২০৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:০৮

সমুদ্র কন্যা বলেছেন: @সোহান: কান্দে না বাবু......তোমারে লজেঞ্জুস খাওয়ামু..... ;)

২০৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:২৩

পাপতাড়ুয়া বলেছেন: কি কূটচাল হে!চাও যে দোস্তি
সমগ্রটাই নিদারুন অস্বস্তি!
কেননা নিশ্চিত তোমার জ্যাকেট;তারি
লুকিয়ে এক নিরব প্রাণসংহারি।
শয়তানকুঠির চাই না হতে কেউ
ভীত শীরদাঁড়ায় বহে শীতল ঢেউ!
হস্ততালু আমার নয় খুনইস্পাত মত
শিশিরপায়ে হাঁটি বরং অবিরত।
কালসাপ গুটিয়ে রাখো খোপে এবার
সময় হলো মোর সমুদ্র স্নান দেবার।
নির্বোধ আমি বিশ্বাস করো যীশু সম
অবান্চিত আমি;সবই অসময়ের ভ্রম!

তবুও কি হয়নি হুঁশ তোমার কোনো?
তবে কান পেতে শোনো....
আমি সেই মাইকেল কর্লিওনি
আমার হাতেও হয় সৃষ্টি দ্যাখো
মৃত্যুর প্রতিধ্বনি।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:১৩

হাসান মাহবুব বলেছেন: যাক, তিন শব্দ সন্ত্রাসীই যোগদান করল B-)

২০৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৪১

ফাহাদ চৌধুরী বলেছেন: বারামদীরটাও ভাল লাগ্ল ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:১৪

হাসান মাহবুব বলেছেন: ওরটা হেব্বি হৈসে।

২০৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৪৫

ফাহাদ চৌধুরী বলেছেন: সমুদ্র কন্যা বলেছেন: @সোহান: কান্দে না বাবু......তোমারে লজেঞ্জুস খাওয়ামু..... ;)

:-B :-B :-B :-B

২০৯| ১৭ ই এপ্রিল, ২০১০ সকাল ৯:২৯

ভাবসাধক বলেছেন: তবুও কি হয়নি হুঁশ তোমার কোনো?
তবে কান পেতে শোনো....
আমি সেই মাইকেল কর্লিওনি
আমার হাতেও হয় সৃষ্টি দ্যাখো
মৃত্যুর প্রতিধ্বনি।

১৭ ই এপ্রিল, ২০১০ সকাল ১০:৩৩

হাসান মাহবুব বলেছেন: বাহ চমৎকার! পুরোটাই লিখতেন!

২১০| ১৭ ই এপ্রিল, ২০১০ সকাল ৯:৪৫

ছোট সরকার বলেছেন: ভালো লাগলো। +টা-ই দিলাম। - টা খুইজা পাইলাম না

১৭ ই এপ্রিল, ২০১০ সকাল ১০:৩৫

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ! হেহে নাইলে গ্যাংস্টা টিম ধোলাই দিতোনা! B-))

২১১| ১২ ই মে, ২০১০ রাত ২:১২

সোমহেপি বলেছেন: যেই একখান কবিতা হুনাইলা
হুইনা পরাণডা ঠান্ডা হইয়া গ্যাছে
কত্ত রহমে কবিতাখান হুনাইলা
তুমি অমন সুন্দর কইরা ক্যামনে কবিতা কও?
আহা! যদি পারতাম তোমার লাহান!
আমারে এট্টু বেশি কইরা হুনাইও
হুনাইবানা,কও?
কও হুনাইবানা?

১২ ই মে, ২০১০ ভোর ৪:৪৯

হাসান মাহবুব বলেছেন: গ্যাংস্টা টিমে স্বাগতম B-))

২১২| ২৯ শে জুন, ২০১০ রাত ৩:১৮

টানজিমা বলেছেন: মাইনাশ........ /:) /:) /:)

২৯ শে জুন, ২০১০ রাত ৩:২২

হাসান মাহবুব বলেছেন: বাকি দুইটা কো?

২১৩| ১৫ ই জুলাই, ২০১০ বিকাল ৫:১৪

রুবাইয়্যাত বলেছেন: মাইনাস।

১৬ ই জুলাই, ২০১০ রাত ৩:১৩

হাসান মাহবুব বলেছেন: মাইনাসটাকি পেন্ডিং? যাই হোক, গ্যাংস্টা আন্ডারগ্রাউন্ডে এসে ড্যাম বিহেভিয়ার করার জন্যে দলভুক্ত করা হৈলো। ওয়েলকাম টু দ্যা ক্লাব B-))

২১৪| ২৭ শে আগস্ট, ২০১০ বিকাল ৩:৪৭

হঠাৎ বৃষ্টি! বলেছেন: যখন লেখছিলেন তখনেই পড়ছিলাম। খুব মজা লাগছিল কিন্তু আইডি আছিল না দেখে কইতে পারি নাই.... এখন প্লাস দিয়া গেলাম।

২৭ শে আগস্ট, ২০১০ বিকাল ৪:১৭

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ!

২১৫| ২৭ শে আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:২৩

রক্তিম কৃষ্ণচূড়া বলেছেন: B:-) B:-/ :-B :-B :-B

২৭ শে আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:৩৩

হাসান মাহবুব বলেছেন: এই চশমা পড়লে হবেনা। গ্যাংস্টা টিমের চশমা এইরকম B-) অথবা B-))

২১৬| ২৭ শে আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:৩৭

রক্তিম কৃষ্ণচূড়া বলেছেন: আচ্ছা , পড়লাম। B-)) B-)) B-))

২৭ শে আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:৩৯

হাসান মাহবুব বলেছেন: ওয়েল্কাম টু দ্যা ক্লাব!

২১৭| ২৭ শে আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:৪১

রক্তিম কৃষ্ণচূড়া বলেছেন: থাংকু। B-))

২৭ শে আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:৫৬

হাসান মাহবুব বলেছেন: গ্যাংস্টা টিম দিন্দিন শক্তিশালী হৈতাছে B-)

২১৮| ০৪ ঠা অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:৪১

সায়েম মুন বলেছেন: আমার জন্মের আগের পোষ্ট। তাতে কি হৈছে! রোদচশমা পইড়া জয়েন কর্লাম B-))

০৪ ঠা অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:৪৩

হাসান মাহবুব বলেছেন: লেখক বলেছেন: গ্যাংস্টা টিম দিন্দিন শক্তিশালী হৈতাছে B-))

২১৯| ১১ ই অক্টোবর, ২০১০ ভোর ৫:১৩

দালিয়া বলেছেন: :D

১১ ই অক্টোবর, ২০১০ ভোর ৫:১৯

হাসান মাহবুব বলেছেন: হাই গ্যাংস্টার! তয় গ্যাংস্টার ক্লাবের মাইনষেরা এরকম ক্যাব্লা হাসি দেয়না। B-)) এইটা হৈলো ট্রেডমার্ক হাসি। যাউকগা নয়া আইছেন, ভুল হৈতেই পারে। ব্যাপার্না!

২২০| ১১ ই অক্টোবর, ২০১০ ভোর ৫:২৩

দালিয়া বলেছেন: :#) :#) B-)) B-)) B-)) :!>

১১ ই অক্টোবর, ২০১০ ভোর ৫:২৭

হাসান মাহবুব বলেছেন: B:-/ B-)) B-) /:) :||

২২১| ১১ ই অক্টোবর, ২০১০ ভোর ৫:৩২

রাজসোহান বলেছেন: এই যে পরিপূর্ন গ্যাংস্টার B-))


১১ ই অক্টোবর, ২০১০ ভোর ৫:৪৪

হাসান মাহবুব বলেছেন: কিয়ানু রিভসরে ভালা পাইনা :(

২২২| ১১ ই অক্টোবর, ২০১০ ভোর ৫:৪৯

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:
হোয়াটস আপ!
সামুতে একটু উঁকি মেরে দেখি আপনি ঠিকই জেগে আছেন! এক্সাম আছে সক্কালে। পলাই...

১১ ই অক্টোবর, ২০১০ ভোর ৫:৫২

হাসান মাহবুব বলেছেন: অল ডাউন! রাতের বেলা একটা ছুট্ট ঘুম দেই। ঘন্টা দুয়েক পরে ভাইঙ্গা যায়। আর আহেনা।এমনেই চল্তাসে আর্কি। বড়ই কষ্ট /:)

২২৩| ১১ ই অক্টোবর, ২০১০ ভোর ৫:৫৪

রাজসোহান বলেছেন: আপনে যে হিংসুটে এইটা বুঝলাম B:-/

১১ ই অক্টোবর, ২০১০ ভোর ৬:০১

হাসান মাহবুব বলেছেন: শোনো, স্রিয়াস্লি কই। কিয়ানু রিভস তো গ্যাংস্টার এর চরিত্রে অভিনয় করেনাই। তুমি ইদানিং ভালো ভালো ছবি দেখতাসো, তোমারে সত্যিকারের গ্যাংস্টারদের নিয়া তৈরী করা ছবি রেকমেন্ড কর্মু। এই পোস্টটা পড় Click This Link

২২৪| ১১ ই অক্টোবর, ২০১০ ভোর ৬:০৬

রাজসোহান বলেছেন: বুকমার্ক পরে পড়ুম । :) তয় ম্যাট্রিক্স আমার দেখা সেরা একটা মুভি , ছোট বেলায় একশনের লোভে দেখসি আর কয়দিন আগে সব গুলা পর্ব আবার দেখলাম বুইঝা বুইঝা :D

১১ ই অক্টোবর, ২০১০ ভোর ৬:১৫

হাসান মাহবুব বলেছেন: ম্যাট্রিক্স জাতীয় ছবি দেখতে ভালো লাগেনা।

২২৫| ১১ ই অক্টোবর, ২০১০ ভোর ৬:১৮

রাজসোহান বলেছেন: এত ইন্টারেস্টিং একটা সায়েন্স ফিকশন আর কয় ভাল্লাগে না X( X( X(( X((

১১ ই অক্টোবর, ২০১০ ভোর ৬:২৪

হাসান মাহবুব বলেছেন: সায়েন্স ফিকশন দেখিনা।

২২৬| ১১ ই অক্টোবর, ২০১০ ভোর ৬:৩৮

দ্যা ডক্টর বলেছেন: সব গ্যাংস্টা'কে সাইজ করতে আমার আছে নিকো!

B-) B-) B-)

১১ ই অক্টোবর, ২০১০ ভোর ৬:৪৬

হাসান মাহবুব বলেছেন: আররে ম্যান! আগে পাগলের মত গ্র্যান্ড থেফট অটো খেল্তাম। অবশ্য ভাইস সিটি'র পরে আর খেলা হয়নাই। গেম খেলা হয়না এখন আর। তবে এই গেমে কুপাকুপি ,গোলাগুলি, রেসিং কৈরা যে মজাটা পাইছি! উফ! নাহ, আবার খেলা শুরু কর্তে হবে।

২২৭| ১১ ই অক্টোবর, ২০১০ ভোর ৬:৫২

দ্যা ডক্টর বলেছেন: তাইলে জিটিএ-৪ দিয়ে আবার শুরু করেন। কি নাই এইখানে..... রেঞ্জ রোভার-হামার থেকে হুকার। গ্রেনেড থেকে রকেট লন্সার। উজি থেকে স্নাইপার....... আছে জিএফ, ডেটিং এর ব্যবস্থাও আছে।

গতবার দেশে যাওয়ার পর ৩দিন লাগাতার বৃষ্টি ছিল। আমি ঐ তিন দিনের শুকনো রশদ কিনে ফ্ল্যাটে শুয়ে বসে লাগাতার জিটিএ-৪ খেলেছি। আমার খেলা সেরা গেম।

১১ ই অক্টোবর, ২০১০ ভোর ৬:৫৯

হাসান মাহবুব বলেছেন: আমি ঐটা খেলসিলাম কিছুটা। তবে কঠিন লাগে /:) ভাইস সিটিতে পুরা ওস্তাদ ছিলাম। আর সমস্যা হৈলো এই গেমে একবার বসলে উঠার উপায় নাই। তারপরেও খেলার একটা প্রবল ইচ্ছা জাগতাসে।

সেরা গেম, নিঃসন্দেহে।

২২৮| ১২ ই অক্টোবর, ২০১০ বিকাল ৩:৩৮

নৈশচারী বলেছেন: কি আযাব! এইহানে দুইন্যার হগ্গলের কমেন্ট আছে খালি আমার কমেন্ট নাই? আমি কি তাইলে অহনো গ্যাংস্টা হই নাই নাকি? ক্যামনে কি? :-/ :-/
যাউকগা আইয়াই যহন পর্ছি তহন ট্রেডমার্ক হাসিটা দিয়াই যাই! B-)) B-))

১২ ই অক্টোবর, ২০১০ বিকাল ৫:৪২

হাসান মাহবুব বলেছেন: লেখক বলেছেন: লেখক বলেছেন: গ্যাংস্টা টিম দিন্দিন শক্তিশালী হৈতাছে B-))

২২৯| ১২ ই অক্টোবর, ২০১০ রাত ১০:০৫

মিরাজ is বলেছেন: +- বাটন দেখিনা......ইমো কাজ করছে না......... তয় অনুবাদ্গুলা খাসা হয়েছে......মজা পাইলাম......

১২ ই অক্টোবর, ২০১০ রাত ১০:৪০

হাসান মাহবুব বলেছেন: লেখক বলেছেন: লেখক বলেছেন: গ্যাংস্টা টিম দিন্দিন শক্তিশালী হৈতাছে B-)

২৩০| ০৪ ঠা নভেম্বর, ২০১০ সকাল ১০:৪৪

আহাদিল বলেছেন: B-)) B-)) B-)) B-))

০৪ ঠা নভেম্বর, ২০১০ বিকাল ৩:০২

হাসান মাহবুব বলেছেন: লেখক বলেছেন: লেখক বলেছেন: লেখক বলেছেন: গ্যাংস্টা টিম দিন্দিন শক্তিশালী হৈতাছে B-)

২৩১| ০৪ ঠা নভেম্বর, ২০১০ বিকাল ৩:০৮

শেখ আমিনুল ইসলাম বলেছেন: এত দেখি বিরাট আয়োজন :)
এই পোস্ট আগে চোখে পড়ল না কেন, তাইলে আমি একটা অনুবাদের চান্স লইতাম :-* :P

০৪ ঠা নভেম্বর, ২০১০ বিকাল ৩:১৮

হাসান মাহবুব বলেছেন: এখনও নিতে পারেন, নো প্রোব্লেমো!

২৩২| ০৪ ঠা নভেম্বর, ২০১০ বিকাল ৩:২১

নাহোল বলেছেন: :D :D

০৪ ঠা নভেম্বর, ২০১০ বিকাল ৪:০৪

হাসান মাহবুব বলেছেন: লেখক বলেছেন: লেখক বলেছেন: লেখক বলেছেন: গ্যাংস্টা টিম দিন্দিন শক্তিশালী হৈতাছে B-)

২৩৩| ০৪ ঠা নভেম্বর, ২০১০ বিকাল ৩:৩৪

বখাটে পুলা বলেছেন: হেহেহেইয়ো.......... :P .

০৪ ঠা নভেম্বর, ২০১০ বিকাল ৪:০৬

হাসান মাহবুব বলেছেন: লেখক বলেছেন: লেখক বলেছেন: লেখক বলেছেন: লেখক বলেছেন: গ্যাংস্টা টিম দিন্দিন শক্তিশালী হৈতাছে B-)

২৩৪| ০৫ ই নভেম্বর, ২০১০ রাত ২:৩৫

রাজসোহান বলেছেন: লেখক এইবার নয়া কিছু কন /:)

০৫ ই নভেম্বর, ২০১০ রাত ২:৩৯

হাসান মাহবুব বলেছেন: গ্যাংস্টা টিম এর সবখানেই শাখা আছে B-))

২৩৫| ০৫ ই নভেম্বর, ২০১০ রাত ২:৪২

রাজসোহান বলেছেন: হ এইডা এক্কেরে ঠিক এবং সেইসব শাখা বিশাল জনপ্রিয়ও বটে ;) B-))

০৫ ই নভেম্বর, ২০১০ রাত ২:৪৯

হাসান মাহবুব বলেছেন: জনপ্রিয় এবং ড্যাশিং! টাফ গাইজ অল এরাউন্ড হিয়ার :||

২৩৬| ০৫ ই নভেম্বর, ২০১০ রাত ২:৫১

মিরাজ is বলেছেন: গ্যাংস্টার টিমের কাম কি ??

০৫ ই নভেম্বর, ২০১০ রাত ৩:০৭

হাসান মাহবুব বলেছেন: হায় হায় আপ্নি একজন গ্যাংস্টার হৈয়া এই প্রশ্ন জিগাইতেসেন! :-/ অনেক কাম। আপনিও করে থাকেন কিন্তু! একজন নিভৃতচারী গ্যাংস্টার :-<

২৩৭| ০৬ ই নভেম্বর, ২০১০ রাত ১:১৮

মিরাজ is বলেছেন: বস আমিতো ঘুমানো ছাড়া আর কোনো কাজ করি না :( :(

০৬ ই নভেম্বর, ২০১০ রাত ১:৪১

হাসান মাহবুব বলেছেন: এখন থেকে করতে হবে X(

২৩৮| ০৬ ই নভেম্বর, ২০১০ রাত ৩:২৬

মিরাজ is বলেছেন: কি করব এইটাইত জানি না...... :( :((

০৬ ই নভেম্বর, ২০১০ ভোর ৪:৩২

হাসান মাহবুব বলেছেন: ঐটা নিয়া চিন্তা করতে হবেনা। আম্রাই করায় নিবো :#)

২৩৯| ০৭ ই নভেম্বর, ২০১০ রাত ১:৩৭

শিমুল আহমেদ বলেছেন: গ্যাং এ যোগ দিতে আইলাম B-)) B-)) B-))

০৭ ই নভেম্বর, ২০১০ সকাল ৯:২৭

হাসান মাহবুব বলেছেন: ওয়েল্কাম! ইউ হ্যাভ গট দ্যা লুক!

২৪০| ০৭ ই নভেম্বর, ২০১০ সকাল ১০:৪৬

কৌশিক বলেছেন: পুরা তারছিড়া কারবা! ফ্যানকিলাবে যুগ দিলাম।

০৭ ই নভেম্বর, ২০১০ বিকাল ৩:১৬

হাসান মাহবুব বলেছেন: ফ্যানকিলাব না, কিলাবেই যুগ দ্যান! গ্যাংস্টা কিলাব B-))

২৪১| ১৪ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:৪০

ছাইরাছ হেলাল বলেছেন:

আপনি আমার প্রিয় লেখক সারাক্ষন ।

১৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:২৭

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

২৪২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৪২

অনিকেত কবি বলেছেন: একেকটা পইড়া নিজের টেবিল আর উরু থাপরাইয়া শেষ হইয়া গেলাম.... আসলেই মাইরে বাপ!! মেশিন নিয়া যোগ দিতে আসলাম B-)) B-))

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:০৬

হাসান মাহবুব বলেছেন: সব রাফ এ্যান্ড টাফ পাব্লিক। B-)) আর ইউ রাফ এনাফ? /:) B-)

২৪৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৫২

অনিকেত কবি বলেছেন: বিশ্বাস কর বস, আমি একটা ভোদাই
মাইয়ারা আমারে দেইখ্যা কয় কুনো বেল নাই!
আমার কতা কি বিশ্বাস হয় নব্য সন্ত্রাসী?
নাইলে একটু দাঁড়াও, আমার গ্যাং নিয়া আসি। B-))

০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ২:১৫

হাসান মাহবুব বলেছেন: :#)

২৪৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:১৪

অনিকেত কবি বলেছেন: ঐটা ছিলো জনৈক গ্যাংস্টা হামা'র ভাষ্য:

ইষৎ এডিটেড:

বিশ্বাস করেন বস, আমি একটা ভোদাই
মাইয়ার আমারে কয় পিছে পিছে ঘুরো হুদাই!
আমার কথা বুঝে গেছে 'রাফ এন্ড টাফ'?
এখনো সময় আছে, বুইঝেন, পরে চায়েন না মাফ

এইখানে যতগুলান রাফ পাব্লিক
সবগুলারে কয়া দিয়েন কইরা দিম লিক।

অ'কবি খামাকা দেয় না থ্রেট
খালি কন কারে ফালাম জানাইতাছি রেট।




০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ২:১৬

হাসান মাহবুব বলেছেন: গ্রেইট গ্রেইট!

২৪৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ২:১৯

গ্রাউন্ড ফ্লোর বলেছেন: নিচতলাও লেখতে চায় :(

০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ২:৪১

হাসান মাহবুব বলেছেন: হ

২৪৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ২:৩৭

গ্রাউন্ড ফ্লোর বলেছেন:
আব্বে তুই আমারে দুস্ত ডাকচস?
হুইনা তো মালুম হয় থেরেট মার্চস।
কারণ হৈল তোর জ্যাকেটের নিচে
পিস্তল একখান আচে।
থাকুম না তর মাফিয়া গ্যাংয়ে
একেকটা সব ভৈরা গেচে ব্যাংয়ে।
আমি তর মতন কডিন পুলা না,
সকালের শিশির ছাড়া কিসু ভাল্লাগেনা।
এইবার ওই পিস্তল ঢুকা পিছে,
আমারে ডাকিস না মিছে।
আব্বে তর কি মনয় না আমি বোকা?
এইদিক আয় খায়া যা ধোঁকা।
ওই এতখন কি কৈলাম বুঝস নাই?
আমি করলিওনি, মিছা কই নাই।

কেন চান্দু অহুন ভাগো ক্যালা?
খাইতে থাকো ঠ্যালা।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ২:৪৩

হাসান মাহবুব বলেছেন: ভালা হৈচে। তয় আর কারোটা এ্যাডামুনা। 'দেয়ার উইল বি ব্লাড' এর অবস্থা হৈবো। ডোন্ট মাইন্ড ফিলিচ।

২৪৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ২:৪৮

গ্রাউন্ড ফ্লোর বলেছেন: নিচতলা নিচেই থাইকা গেলো :((

০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ২:৫০

হাসান মাহবুব বলেছেন: সবই নসিব!

২৪৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৩:১৩

সায়েম মুন বলেছেন: টিমের লুকজন দেহি ঘুমায়। দায়িত্ববোধ কৈ নাইম্মা যাইতাছে তাগো--ব্যাপক চিন্তার ইমো :-<

২৪৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৩:১৫

যৈবন দা বলেছেন: অনুবাদের ইচ্ছা জাগ্লো রে ভাই, তয় আইজকা না,আরেকদিন সেইটা দিমু। সক্ল অনুবাদক কে জাঝা

২৫০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৩:২৪

রাজসোহান বলেছেন: হ্যাটট্রিক কর্ছি, চিক্কুর মাইরা কৈলাম B-))

২৫১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৩:৩০

হাসান মাহবুব বলেছেন: @মুনাপু, এরা তো ইনসমনিয়াক গ্রুপের লুকজন না যে জাইগা থাকপে। সারাদিন গ্যাংবাজি B-)) কৈরা রাইতে ঘুমাইবোনা এক্টুও? X(

@যৈবন্দা, থেংকু এ্যান্ড উয়েল্কাম।

@সোহান, অভিনন্দন।

২৫২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ ভোর ৪:৪১

নুরুন নেসা বেগম বলেছেন: পইড়া গেলাম। না, চকির নীচে না। তয় লেখাগুলান। সেরাম হইছে কই না। ভালাই হইছে।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ ভোর ৪:৪৪

হাসান মাহবুব বলেছেন: আরে খালা আছেন কিরাম? আমগো কেলাবে যোগ দেন। আপনেরে আম্রা প্রধান গ্যাংস্টার বানামু।

২৫৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ ভোর ৫:২০

নুরুন নেসা বেগম বলেছেন: মনে হয়, হইতে হইবো গ্যাংস্টারনি........?
প্রধান গ্যাংস্টার তো হইবো প্রধান গ্যাংস্টারই !

০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ ভোর ৫:৪১

হাসান মাহবুব বলেছেন: okkay! গ্যাংস্টারনি :#)

২৫৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ ভোর ৫:২১

শফিক আসাদ বলেছেন: চরম উদ্যোগ। ভাল্লাগসে। আমি কি একটা লিখবার পারি???

০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ ভোর ৫:৪৩

হাসান মাহবুব বলেছেন: মাথায় পিস্তল ধর্লাম। অহুন ল্যাহেন /:)

২৫৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ ভোর ৫:৫৫

আসিফ মুভি পাগলা বলেছেন: আরিব্বাস । এই পোস্টটা এতদিন চোখেই পড়ে নাইক্কা । আমিও একখান লিখ্যা আপনার কাসে সাবমিট করুমনি ;)

সিরাম জিনিস ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ ভোর ৬:০৮

হাসান মাহবুব বলেছেন: ৫০০ টা মন্তব্য হয়ে গেলো। ভিভা গ্যাংস্টার্জ!

২৫৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:২৬

মাহী ফ্লোরা বলেছেন: পড়তে গিয়ে মনে হল একটার চেয়ে আরেক টা ভাল।সব শেষের টা পড়ে মনে হল আরে সব অনুবাদই তো জোস হয়েছে! /:)

০৬ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:৩১

হাসান মাহবুব বলেছেন: তা আর বলতে! গ্যাংস্টারদের কাজ কার্বারই আলাদা B-)

২৫৭| ২০ শে মার্চ, ২০১১ রাত ১২:০৮

এস.কে.ফয়সাল আলম বলেছেন: ১১১

২০ শে মার্চ, ২০১১ রাত ৩:৪৬

হাসান মাহবুব বলেছেন: :-/

২৫৮| ২০ শে মার্চ, ২০১১ সকাল ৮:৩৩

আমি ২৪৪১১৩৯ থেকে বলছি বলেছেন: আমাকে কি এই টিমে নিবেন? #:-S

২০ শে মার্চ, ২০১১ বিকাল ৩:২৬

হাসান মাহবুব বলেছেন: আপনি কে? X((

২৫৯| ২০ শে মার্চ, ২০১১ দুপুর ১:৫৫

মুশতারী বলেছেন: B-)) ব্যাপক আনন্দ পেলাম B-))


নতুন লেখা কি পাচ্ছি শীগগিরই?

২০ শে মার্চ, ২০১১ বিকাল ৩:২৭

হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস মেইট!

আশা করছি পাবেন।

২৬০| ২১ শে মার্চ, ২০১১ বিকাল ৩:২২

আমি ২৪৪১১৩৯ থেকে বলছি বলেছেন: :|| :( :(( X( X((
আমি একজন গ্যাংস্টার। :-P

২১ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:৫৪

হাসান মাহবুব বলেছেন: গ্যাংস্টাররা কান্ডনের ইমো দেয়না। আপনি ডিস্কুলিফাইড /:)

২৬১| ২২ শে মার্চ, ২০১১ সকাল ১০:৪৭

আমি ২৪৪১১৩৯ থেকে বলছি বলেছেন: আচ্ছা দলে না নিলে নাই। /:)
কিন্তু এলাকায় তো ইভ টিজারদের উৎপাত বেড়ে গেছে। সেখানে আপনার গ্যাংস্টাররা কোন উপকার করতে পারে কি? :|

২২ শে মার্চ, ২০১১ সকাল ১১:০৮

হাসান মাহবুব বলেছেন: গ্যাংস্টারদের প্রশ্ন করা নিষেধ। আপনি অফ যান। আরেকবার আইলে হাড্ডিগুড্ডি এক কৈরালামু। B-))

২৬২| ২২ শে মার্চ, ২০১১ সকাল ১১:১৯

রাইসুল জুহালা বলেছেন: এখনও কমেন্ট ব্যান?

২২ শে মার্চ, ২০১১ সকাল ১১:২৫

হাসান মাহবুব বলেছেন: হু! খোঁজ নেবার জন্যে ধন্যবাদ।

২৬৩| ২২ শে মার্চ, ২০১১ সকাল ১১:৩৪

সাকিন উল আলম ইভান বলেছেন: আপনার এখনও কমেন্ট ব্যান...........:(:(:(:(:(

২২ শে মার্চ, ২০১১ সকাল ১১:৩৯

হাসান মাহবুব বলেছেন: কি আর করা! তবে কমেন্ট ব্যানে ডরায়না গ্যাংস্টার B-))

২৬৪| ২২ শে মার্চ, ২০১১ দুপুর ১২:১৬

সাকিন উল আলম ইভান বলেছেন: ব্যাপার না ভাই শুনলাম রাজ ভাই নাকি মডু তাই এখন উনার কাছে আপনার কমেন্ট ব্যান রিমুভের জন্য তীব্র আন্দওঃলন চালাচ্ছি..........
এই আন্দোলন চলছে চলবেই

২২ শে মার্চ, ২০১১ দুপুর ১২:৩৫

হাসান মাহবুব বলেছেন: হাহা!

২৬৫| ২২ শে মার্চ, ২০১১ দুপুর ১২:২৩

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: কুমেন্ট ব্যান খাইছেন কুখুন??? B:-)




আমিও খাইছি. তাইতো লেজ লাগাইয়া ঘুরতাছি হা হা হা হা




তা আপনের অপুরাদটা কিতা?? =p~ =p~ =p~

২২ শে মার্চ, ২০১১ দুপুর ১২:৩৭

হাসান মাহবুব বলেছেন: লেজ লাগায়া ঘুরেন গা যান। ফুটেন।

২৬৬| ২২ শে মার্চ, ২০১১ দুপুর ১২:৪৩

রাজসোহান বলেছেন: আমি মডু B-))

২২ শে মার্চ, ২০১১ দুপুর ১:১৬

হাসান মাহবুব বলেছেন: :|

২৬৭| ২২ শে মার্চ, ২০১১ রাত ১০:৩৩

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: হাছাই আর অ্যাডাবি না? ভেবু কিন্তুক একখান দেওনের পিলান কর্ছিলো :(

২৩ শে মার্চ, ২০১১ রাত ১:১১

হাসান মাহবুব বলেছেন: দে দে। ভালা হৈলে বিবেচনা কৈরা দেহুম B-))

২৬৮| ২৭ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:৫০

ghooom বলেছেন: জটিল পুষ্ট
পোলায় কষ্ট করছে।

২৭ শে এপ্রিল, ২০১১ দুপুর ২:৪৫

হাসান মাহবুব বলেছেন: ho

২৬৯| ২৭ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:৫৭

কালকুট বলেছেন: জব্বর জিনিস........চ্রম..................আমিও এক্টা এড করুমনে।

২৭ শে এপ্রিল, ২০১১ বিকাল ৪:০২

হাসান মাহবুব বলেছেন: করেন!

২৭০| ০১ লা মে, ২০১১ ভোর ৫:৪৭

এলোমেলো রকস বলেছেন: ফ্যানফাকিংস্টাটিক

০২ রা মে, ২০১১ রাত ১২:২৩

হাসান মাহবুব বলেছেন: B-)

২৭১| ০১ লা মে, ২০১১ ভোর ৬:০৬

রিয়েল ডেমোন বলেছেন: গ্যাংস্টার হইতে মুন্চায়, দলে যোগাইতে চাই /:)

০২ রা মে, ২০১১ রাত ১২:২৫

হাসান মাহবুব বলেছেন: ঠেলাঠুলি কৈরা জায়গা কৈরা লন /:)

২৭২| ০২ রা মে, ২০১১ রাত ১২:৩০

মানুষ বলেছেন: এই জিনিস দেখি কবর হইতে আবার বাইর হইছে

০২ রা মে, ২০১১ রাত ৩:০৪

হাসান মাহবুব বলেছেন: eida voot :-/ :|

২৭৩| ০২ রা মে, ২০১১ রাত ৩:১২

রাজসোহান বলেছেন: কি সব দিন পার করে এলাম হাসান ভাই! মনে পরে মনে পরে...কেন সব পুরোনো হয়ে যায় :(

আমি এখন কর্পোরেট!

০২ রা মে, ২০১১ রাত ৩:১৬

হাসান মাহবুব বলেছেন: tumare team thika bohishkar kora hoilo X(

২৭৪| ০২ রা মে, ২০১১ রাত ৩:২০

রাজসোহান বলেছেন: আপ্নে কৈলেই হৈল? দেখি কুন গ্যাং আমারে তাড়ায় X(( :-0

০৩ রা মে, ২০১১ দুপুর ২:২৫

হাসান মাহবুব বলেছেন: দেখবা? আইচ্ছা দেইখো /:)

২৭৫| ০৩ রা মে, ২০১১ দুপুর ১২:৩৩

নাবিক হ্যাডক বলেছেন: আমার অনুবাদ(পুরাতনি স্টাইলে):

মম দোঁহে ডাকিয়াছো বন্ধু তুমি মোরে
তবু কেন দেখিতাছি সন্দেহ,তোমার অধরে?
দেখিয়াছি কী লভ্য, তব পোশাকী আড়ালে আছে
প্রাণঘাতী অস্ত্র সেথা, আমায় পেটাতে চাও পাছে!

তোমা হেন অপকুঞ্জে আমি কখনোই নাই
মোর বন্ধুতা যদি চাও ওটি ছাড়িতেই হবে ভাই!
আমি অতি সরলতাবাদী, বুঝিনে তো সন্ত্রাস
স্রেফ খাইব শীতল বরফ, এই মোর অভিলাষ!

যা ক্ষেপনাস্ত্র রাখিয়াছো সব বিক্রয়ই শ্রেয়
দুজন মিলিয়া খাবো, পানীয় সুপেয়।
পথে পথে ঠকেছি খুব, আর নাই বাকি বোঝা
ভূতের তাণ্ডব আমি ,কৃত্তিবাস ওঝা!!


তাই বলি সময় থাকতে সইরা যাও, :-P
নইলে কইলাম কঠিন লসের ভার লও। :>

০৩ রা মে, ২০১১ দুপুর ২:২৬

হাসান মাহবুব বলেছেন: বহুত খুব। মারহাবা! হাবাকে মার! B-))

২৭৬| ০৩ রা মে, ২০১১ দুপুর ২:৩৪

খন্ডকাব্য বলেছেন: চ্রম পুষ্ট....কিন্তু গ্যাংস্টার রা সবাই দিন দিন হারাই যাচ্ছে কেন !!!

০৩ রা মে, ২০১১ দুপুর ২:৫৬

হাসান মাহবুব বলেছেন: জানিনা

২৭৭| ০৩ রা মে, ২০১১ বিকাল ৩:৫৯

নাবিক হ্যাডক বলেছেন: আগের অনুবাদে কিছু ভুল ছিলো ভাইয়া। এখানে আসলটা দিলাম(ভুলে আগেরটায় রাজসোহান ভাইয়ের অনুবাদের শেষ দুই লাইন চলে এসেছিলো )

মম দোঁহে ডাকিয়াছো বন্ধু তুমি মোরে
তবু কেন দেখিতাছি সন্দেহ,তোমার অধরে?
দেখিয়াছি কী লভ্য, তব পোশাকী আড়ালে আছে
প্রাণঘাতী অস্ত্র সেথা, আমায় পেটাতে চাও পাছে!

তোমা হেন অপকুঞ্জে আমি কখনোই নাই
মোর বন্ধুতা যদি চাও, ওটি ছাড়িতেই হবে ভাই!
আমি অতি সরলতাবাদী, বুঝিনে তো সন্ত্রাস
স্রেফ খাইব শীতল বরফ, এই মোর অভিলাষ!

যা ক্ষেপনাস্ত্র রাখিয়াছো সেসব বিক্রয়েই শ্রেয়
দুজন মিলিয়া খাবো, কোনো পানীয় সুপেয়।
পথে পথে ঠকেছি খুব, আর নাই বাকি বোঝা
ভূতের তাণ্ডব আমি ,কৃত্তিবাস ওঝা!!

মোর নামে উঠে বসে জগতের সব ভূতে
ওরা কেহ পারে নাই মোর প্রাণ নিতে লুটে।
এরপরও থাকিবে হেথা? নড়িবে না ভায়া?
পালাইয়া যাও তুমি, রেখে যাও নিজ ছায়া!!

০৩ রা মে, ২০১১ বিকাল ৪:০৮

হাসান মাহবুব বলেছেন: ওকে

২৭৮| ০৪ ঠা মে, ২০১১ রাত ১:০০

এলোমেলো রকস বলেছেন: আমারে তুমি ডাকছিলা ফ্রেন্ড
ভাবছিলাম আমি ওইডা থ্রেট।
দিবানিশি তোমার জামার তলায়,
বত্রিশের কালা নল দ্যাখা যায়।

হইতে চাইনা ভাই তোমার গ্যাং
অকালে চাইনা হারাইতে পৈত্রিক ঠ্যাং!
সিক্স প্যাক নাইক্যা আমার বডিতে
হাটতে চাই আমি শিশির ভেজা পথে।

ভাই তোমার বত্রিশের নল সরাও
আমার রাস্তায় আমারে যাইতে দ্যাও।
আমি ভীতুর ডিম, বিশ্বাস কর ভাই
জিএফ এর ঝাড়ি তাই রেগুলার-ই খাই

ওই……
আমারে তুই ভোদাই ভাবছোসনি?
শুইনা রাখ আমি এম কর্লিওনি।
সইরা দাড়া তুই কাইল্যা পোলা
নাইলে খাবি এইবার রাম ঠ্যালা।

০৪ ঠা মে, ২০১১ রাত ১:১৩

হাসান মাহবুব বলেছেন: স্বাগতম ক্লাবে!

২৭৯| ০৪ ঠা মে, ২০১১ সকাল ৯:২৯

রাজসোহান বলেছেন: উপ্রের জন কিন্তু আসলেই গ্যাংস্টার ;) =p~ B-))

২৮০| ০৪ ঠা মে, ২০১১ সকাল ১০:৩৪

এলোমেলো রকস বলেছেন: আবার কয়??

২৮১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:০২

নাঈম আহমেদ আকাশ বলেছেন: ইয়া আল্লাহ ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৩২

হাসান মাহবুব বলেছেন: গ্যাংস্টারদের ধর্মভীরু হৈতে কোন বাঁধা নাই B-))

২৮২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:০৬

অণুজীব বলেছেন: এটা আবার কি ধরণের পোস্ট B:-)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:২৭

হাসান মাহবুব বলেছেন: এটা গ্যাংস্টারদের সিন্ডিকেট B-))

২৮৩| ২৯ শে মার্চ, ২০১২ রাত ৯:৫১

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ব্যাপক পোস্ট ছিলো তো :)

২৯ শে মার্চ, ২০১২ রাত ১০:১৫

হাসান মাহবুব বলেছেন: হেব্বি মজা হৈছিলো। সেইসব দিন! :(

২৮৪| ২৯ শে মার্চ, ২০১২ রাত ১০:২৫

ভাঙ্গাচুরা যন্ত্রপাতি বলেছেন: once upon a time.......

২৯ শে মার্চ, ২০১২ রাত ১০:৪১

হাসান মাহবুব বলেছেন: once the time was so আপন!

২৮৫| ০৭ ই এপ্রিল, ২০১২ সকাল ৯:২৪

বোবাবৃক্ষ বলেছেন: ২৮৫

০৭ ই এপ্রিল, ২০১২ বিকাল ৪:৫৮

হাসান মাহবুব বলেছেন: বাংলাদেশের স্কোর? আহা সবসময় যদি এরকম হত! পুরা গ্যাংস্টা টিম হয়ে যেতো!

২৮৬| ০৭ ই এপ্রিল, ২০১২ বিকাল ৫:০৪

জা না লা বলেছেন: হেই ইয়ো।

০৭ ই এপ্রিল, ২০১২ বিকাল ৫:২৮

হাসান মাহবুব বলেছেন: :-B

২৮৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:৫৫

শামীম আরা সনি বলেছেন: আমি কি এটার একটা অনুবাদ দিতে পারি?

২১ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:১০

হাসান মাহবুব বলেছেন: অবশ্যই! জয়েন দ্যা ক্লাব।

২৮৮| ০৪ ঠা নভেম্বর, ২০১২ সকাল ৯:৩৮

অচিন.... বলেছেন: chorom to!

০৪ ঠা নভেম্বর, ২০১২ সকাল ১১:৫৫

হাসান মাহবুব বলেছেন: B-))

২৮৯| ০৪ ঠা নভেম্বর, ২০১২ সকাল ১১:৫৯

ইউসুফ খান বলেছেন: পুরাই তুক্ষার হইসে :)

০৪ ঠা নভেম্বর, ২০১২ দুপুর ১২:১১

হাসান মাহবুব বলেছেন: হ B-)

২৯০| ১২ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:৫৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
একেকটা থেকে একেকটা অনুবাদ চরম হইছে ! সবগুলাই সেরা ;)

১২।১২।১২ এর শুভেচ্ছা হামা ভাই ।

১২ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:১৮

হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস! শুভেচ্ছা।

২৯১| ১২ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:১৪

একজন ঘূণপোকা বলেছেন: ভালা লাগজে সবটি অনুবাদ

১২ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:১৯

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। শুভরাত্রি।

২৯২| ১২ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:২০

লিন্‌কিন পার্ক বলেছেন:

৫৩৭ নাম্বার মন্তব্য করলাম !!!


গানটা শুনি নাই এখনই শুনতাছি .

১২ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:২৫

হাসান মাহবুব বলেছেন: গান তো নাই, কেমনে শুনবা :||

২৯৩| ১২ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:২৮

লিন্‌কিন পার্ক বলেছেন:
হা হা হা আমি ভাবসিলাম ইংরেজিটা কোন গানের লিরিক হয়ত :P


পরে দেখি গ্যাংস্টার হামার মূল য়াংরেজি লিরিক এইটা। =p~ =p~ :-P

১২ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:৩৫

হাসান মাহবুব বলেছেন: হাহা! এরকম আরো দুইটা পোস্ট আছে। একটা এই নিকে আরেকটা ঐ নিকে। তবে এডাই সবচে হিট!

২৯৪| ১২ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:৩১

তারছেড়া লিমন বলেছেন: চম্র হয়ছে ভচ্ । বিয়াফক গঅবএষএনআ করিচ্চেন মনে অয়।।

১২ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:৩৫

হাসান মাহবুব বলেছেন: হ। এইডা গ্যাংস্টারগো মেলা।

২৯৫| ১২ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:১২

একজন ঘূণপোকা বলেছেন: ভাই আমিও দিলাম একটা ............।।দেখেন তো কেমন হইছে...............








তুমি কইছিলা আমারে বন্ধু
ভাবলাম গুতা দিবা চান্দু
তোমার চাদ্দরের নিছে
কি জানি ভয়ংকর লরেচরে
আমি নাইক্যা তোমগো পুংটামিতে
ভয় পাই আমি চড় থাপ্পড়ে
আমি তোমার মত এত জাওড়া না
ভাল লাগে আমার শিশির ভেজা সকাল বেলা
আমারে আর ডাইক্ক না দোজখে
ফিরায়ে নাও অস্ত্রপাতি যা দিছ আমারে
আরে ভাই আমি একটা ভুদাই
গার্লফ্রেন্ড আমারে দিছে খেদাই
ভাল লাগে নারে তোর আমার কথা
আমি হইলাম সেখের বেটা
সময় থাকতে চইল্যা যা, ভাইজ্ঞা যা।
নাইলে খাবি চোদাটা...............।*



*অনুবাদে যা হাড়িয়ে যায়, তাই কবিতা

১৩ ই ডিসেম্বর, ২০১২ রাত ২:৪৯

হাসান মাহবুব বলেছেন: ভালো হইছে। +++

২৯৬| ২৭ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৫১

ডানাহীন বলেছেন: তুই আমারে কস বইন !
ধান্দাবাজির পাসনা লাইন !
তর কালা বোরকার তলে
চাক্কু নাহয় আগুন জ্বলে
আমি তগর লগে নাই
পিঠে ছোরা খাইতে ডরাই
তর মত গেছো নই তো আমি
আছে শিশিরে ভিজে হাটার পাগলামি
বোঁচকা বাইন্দা ল আর দুরে গিয়া মর
নষ্ট পথ সঙ্গে নিয়া এ'খান থাইক্যা সর
বিশ্বাস কর ! আমি একটা ছাগী ছাড়া কিছু নই
শেষের প্রেমে ছ্যাকা খায়া ডাঙায় তোলা কই
কানে কি ঠুসা ভরছস .. কথা ভিত্রে ঢুকে না
মাইকেল কর্লিয়নির বইন আমি এইডা বুঝি জানস না
দূর হ মা গি, সময় থাকতে অফ যা
নাইলে কিন্তু মাথার চুল একটাও আর থাকব না ।

আমারও গাইতে ইচ্ছে হল :P

২৭ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৫৬

হাসান মাহবুব বলেছেন: চমৎকার হৈসে। তবে ব্লগে কিন্তু 'ছাগী' শব্দটার বিশেষ নেতিবাচক অর্থ আছে /:)

২৯৭| ২৭ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:২০

ডানাহীন বলেছেন: আপনার অবগতির জন্য বিশেষ ভাবে জানাই এই 'ছাগী' হিজাব পরিহিত নয় আর যা কইছি তা কইছি ..

২৭ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪৩

হাসান মাহবুব বলেছেন: আইচ্ছা ঠিকাছে। এ্যাড কৈরা দিই খাড়ান।

২৯৮| ২৭ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৫৬

আমি মাতাল বলেছেন: চরম!

২৭ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৫৭

হাসান মাহবুব বলেছেন: B-)

২৯৯| ২৭ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২৪

এন এফ এস বলেছেন: Bরাট পোস্ট হইছে মামা.....
খালি কই কবে হমু এমন হিট হিট!!

২৭ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪১

হাসান মাহবুব বলেছেন: হ সুপারহিট পুস্ট! কবে যে এরম হিট পুস্ট আবার লিখতার্মু!

৩০০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৮

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: যদিও প্রায় কারও লিখায় পড়া হয়নাই ( লেখক, নাফিস ইফতেখার আর সমুদ্র কন্যার বাদে) তারপরেও চখাম মজা পেলাম ! ভাইয়া আপনি কি মেমক্রিতেও ওস্তাদ লোক??

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৬

হাসান মাহবুব বলেছেন: তখন ব্লগিং ছিলো ধ্যানজ্ঞান। কী সময়টাই না গেছে!

মেমক্রি ব্যাপারটা ঠিক বুঝলাম না।

৩০১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫২

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: অন্যজনের হুবুহু নকল করে দেখানো । মিমক্রি বলে সম্ভবত !

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১০

হাসান মাহবুব বলেছেন: ওহ। কিছুটা পারি। দক্ষ না। তবে এ কথা আপনার মনে এলো কেনো?

৩০২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৩

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: কবিতাগুলো পড়তে পড়তে । আর তাছাড়া রতনে রতনে চেনে কিনা ! B-)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩১

হাসান মাহবুব বলেছেন: ও আইচ্ছা B-))

৩০৩| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২৮

শূণ্যতানিম বলেছেন: হামা ভাই, ইউ আর দ্যা ম্যান!!

১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫২

হাসান মাহবুব বলেছেন: গ্যাংস্টা টিমে স্বাগতম। বেশি তেড়িবেড়ি করলে ভাগতম B-))

৩০৪| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৩

বশর সিদ্দিকী বলেছেন: হামা ভাইর পোস্ট যত পুরানই হোক ভাল লাগবেই।

১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫২

হাসান মাহবুব বলেছেন: পুরান মদ পেগে বাড়ে B-))

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.