![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সত্তা আজন্মা ভালবাসা তৃষ্ণা নিয়ে সুখে মরে যায়, অবিশ্বাসের কটাক্ষে
টাইটানিক নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই, আবার আসছে নতুন টাইটানিক, টাইটানিক ২
২০১৬ সালে আবারও সমুদ্রে ভাসবে
নতুন টাইটানিক। ভেতরে-বাইরে মূল
টাইটানিকের আদলে তৈরি করা হবে নতুন
জাহাজটি।
অস্ট্রেলিয়ার ধনাঢ্য এক
ব্যবসায়ী দ্বিতীয় এ
টাইটানিক তৈরির পরিকল্পনা করেছেন। চীনের এক জাহাজ নির্মাতা
কম্পানির সঙ্গে এরই
মধ্যে এ বিষয়ে চুক্তিও হয়েছে তাঁর।
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের
আবাসন ও কয়লা ব্যবসায়ী ক্লাইভ
পালমার প্রথম টাইটানিকের মতো একই
চেহারার কিন্তু অত্যাধুনিক প্রযুক্তির দ্বিতীয়
টাইটানিক তৈরির পরিকল্পনা করেছেন।
নতুন জাহাজটি
তৈরির জন্য ব্লু স্টার লাইন নামের
নতুনএকটি জাহাজ কম্পানি প্রতিষ্ঠা
করেছেনতিনি।
পরিকল্পিত নতুন জাহাজের
নাম রাখা হয়েছে 'টাইটানিক টু' বা
দ্বিতীয় টাইটানিক।
নতুন এ প্রমোদতরীর ব্যাপারে
মানুষের মধ্যে
এতটাই আগ্রহ তৈরি হয়েছে যে যুক্তরাষ্ট্র,
ব্রিটেন, এশিয়া ও দক্ষিণ
আমেরিকা থেকে
কয়েক ডজন লোক দ্বিতীয়
টাইটানিকের
প্রথম যাত্রায় অংশ নেওয়ার জন্য আগাম
যোগাযোগ শুরু করেছে। ১০ লাখ
ডলারেরও বেশি অর্থ দেওয়ার প্রস্তাব
দিয়েছেন তাঁদের কয়েকজন।
প্রথমটির মতোই ৯টিতলা এবং
৮৪০টি কক্ষ রাখা হচ্ছে নতুন
জাহাজে।
ডিজেল-চালিত ইঞ্জিনের ধোঁয়া
নির্গমণের জন্য প্রথমটির মতোই চারটি
চিমনি রাখা হচ্ছে দ্বিতীয়টিতে।
তবে এর ইঞ্জিন হবে আরো আধুনিক। জাহাজের নিচের অংশেও কিছু পরিবর্তন থাকছে।
পর্যটকদের আকর্ষণের জন্য একটি প্রদর্শনী
কক্ষ রাখা হচ্ছে।
প্রথম টাইটানিকের মতো দ্বিতীয়
টাইটানিক যাতে কোনো দুর্ঘটনার
শিকার না হয়, তার জন্য চীনের
নৌবাহিনীর একটি বহর
এর সঙ্গে থাকবে।
প্রথমটির মতো দ্বিতীয় টাইটানিকও প্রথম যাত্রায় লন্ডন থেকে নিউইয়র্কের পথে রওনা দেবে।
(সূত্রঃইন্টারনেট)
২| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৬
পারভেজ উদ্দিন হৃদয় বলেছেন: আপনার সুচিন্তিত মতামতের জন্য ধন্যবাদ,
৩| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৪
প্রামানিক বলেছেন: দারুণ খবর। ধন্যবাদ
৪| ১২ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫২
প্রামানিক বলেছেন: ভূতের গল্প পরের পর্ব দেয়া আছে। গল্প পড়তে চাওয়ায় আপনাকে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৫
রক্তিম দিগন্ত বলেছেন: জেমস ক্যামেরনের মুভির সিক্যুয়েল করা সহজ না। আমার দ্বিতীয়টার কাহিনীই মনঃপুত লাগলো না।