![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সত্তা আজন্মা ভালবাসা তৃষ্ণা নিয়ে সুখে মরে যায়, অবিশ্বাসের কটাক্ষে
২০০৯ সালের এই দিনটির কথা মনে
আছে ? পিলখানার চারদিকে লাশের
মাতম, গণকবরে লাশের স্তূপ। বিদ্রোহী
বিডিআর সদস্যদের বুলেটে স্তব্ধ হয়ে যায়
৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ টি প্রাণ।
কালের খেয়ায় হারিয়ে গেছে ভয়াল
সেদিনের বুলেট, কামানের গর্জন।
থামেনি স্বজনহারাদের
কান্না..............
আমি চিৎকার করিয়া কাদিতে চাহিয়া,
করিতে পারিনি চিৎকার।
বুকের ব্যাথা বুকে চাপায়ে,
নিজেকে দিয়েছি ধিক্কার।
কতটুকু অশ্রু ঘড়ালে হৃদয় জলে সিক্ত
কত প্রদ্বীপ শিখা জ্বালালেই জীবন
আলোয় দ্বীপ্ত
কত ব্যাথা বুকে চাপালেই তাকে বলি
আমি ধৈর্য
এই মমতা কত দূর হলে জাতি হবে
নির্লজ্জ
আজো কানে বাজে সেই কথা গুলো
কে জানেই হবে যে শেষ কথা
নিয়তির ডাকে দিয়েছ সাড়া ফেলে
গেলে শুধু নিরবতা
যার চলে যায় সেই বুঝে হায় বিচ্ছেদে
কি যন্ত্রনা
অবুঝ শিশুর অবুঝ অশ্রু কি দিয়ে দেব
শান্তনা
আমি চিৎকার করিয়া কাদিতে
চাহিয়া.............
বিধাতা তোমারে ডাকি বারে বারে,
কর তুমি মোরে মার্জনা।।
দুঃখ সহিতে দাওগ শক্তি তোমারি
সকাশে পার্থনা
চাহিনা সহিতে আমার মাটিতে
মাজলুমেরই আর্তনাত
বিশাদ অনলে পুরে বারে বারে লন্ঠিত
হবে স্বপ্ন সাধ।
আমি চিৎকার করিয়া কাদিতে
চাহিয়া.............
রক্তের দাগ মুছে
ফেল্লেন কিন্তু মনের ক্ষত কি করে
মুছবেন? .... ভাষাহীন হতে পারি ,
কিন্তু শ্রদ্ধা তোমাদের করি অন্তরে
বীর ...
২| ১৯ শে মার্চ, ২০১৬ ভোর ৬:৫৬
পারভেজ উদ্দিন হৃদয় বলেছেন: [/গজব্যিন]
৩| ১৯ শে মার্চ, ২০১৬ ভোর ৬:৫৭
পারভেজ উদ্দিন হৃদয় বলেছেন: ধন্যবাদ প্রমানিক ভাই
©somewhere in net ltd.
১|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১১
প্রামানিক বলেছেন: চমৎকার লেখা। ধন্যবাদ