নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম পারভেছ। দেশ এর সকল শিশু কে শিক্ষিত দেখা, পথ শিশু দের খাবার, বাসস্থান ও শিক্ষিত দেখা। গরিব মানুষ এর বিপদে পাশে থাকা, এইটাই হলো আমার বড় আশা, আর আমি এর জন্য আমার দিক থেকে যা সম্ভব করার চেষ্টা করি। সবাই কে এই সব বিষয় এ সচেতন করার চেষ্টা করি।

Parves Rahman

শিক্ষাই পারে দেশ থেকে সকল প্রকার অন্যায়-অত্যাচার, খুন ও সন্তাস দূর করে দেশ কে এগিয়ে নিতে।

Parves Rahman › বিস্তারিত পোস্টঃ

সবার জন্য শিক্ষা,,,,,,,,

২০ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:১২

শিক্ষা হলো জাতির মেরুদন্ড। আর শিশুরা হলো দেশ এর ভবিষ্যৎ। শিক্ষা গ্রহণ এর ক্ষেত্রে ছেলে মেয়ে এক সমান। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশ এর কিছু মানুষ আজও তা বুঝেনা। তারা মনে করে মেয়েদের শিক্ষার্জন এর দরকার নেই। তারা মেয়েদের অল্প বয়স বিয়ে দিয়ে দেই। আর তাই বাংলাদেশ এর ৬৬% মেয়ের বিয়ে হয়ে যাই ১৮ বছর এর আগে। যে বয়স এ তাদের স্কুল এ যাবার কথা এই বয়স এ তাদের দেয়া হয় সংসার নামের বস্তা। আমি সকল স্তর এর মানুষ এর কাছে এ আবেদন করি, আপনারা আপনার সন্তান এর মাঝে কোন পার্থক্য না রেখে সবাই কে শিক্ষার্জন এর এর সুযোগ দিন। সু-শিক্ষিত হয়ে দেশকে এগিয়ে নিতে সাহায্য করেন।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:৩৬

চাঁদগাজী বলেছেন:


সবার জন্য শিক্ষা, চাকুরী, বাসস্হান ও চিকিৎসা

২| ২০ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:৩৭

চাঁদগাজী বলেছেন:


না বুঝেও ছোটখাট ভালো কথা বলেছেন।

৩| ২০ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:৪৪

গেম চেঞ্জার বলেছেন: আপনার আবেদ গৃহীত হবে। :)

৪| ২১ শে অক্টোবর, ২০১৬ ভোর ৫:৩৩

রক্তিম দিগন্ত বলেছেন:
মেয়েদের শিক্ষার্জন এর দরকার নেই।
এমনটা বেশ কয়েকবছর আগের ধারণা ছিল।

এখনও এমন মানসিকতা অব্যাহত আছে? মনে তো হয় অনেকটাই কমে গেছে।

এসএসসি, এইচএসসি, জেএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর তো পত্রিকা, সংবাদমাধ্যম সব জায়গায় মেয়েদের ছবি বড় করে হাইলাইট করা হয়। অনেকে এটাকে সাংবাদিক দুর্বল চরিত্রের প্রকাশ বললেও, আমার তো মনে হয় এতে অন্যান্য মেয়েরা পড়ালেখা করায় কিছুটা হলেও সাহস পাবে। মেয়েদের শিক্ষা অর্জনের দিকটাও প্রচার হচ্ছে।

বাংলাদেশ এর ৬৬% মেয়ের বিয়ে হয়ে যাই ১৮ বছর এর আগে
শতকরা সংখ্যাটা খুব বেশি।

৫| ২১ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:৩৪

Parves Rahman বলেছেন: এখনও আমাদের দেশ এর কিছু মানুষ আছে যারা মেয়ে শিক্ষা এর ব্যাপারে সচেতন নন। আর বাংলাদেশ এর ৬৬% মেয়ের বিয়ে হয়ে যাই ১৮ বছর এইটা রেশি মনে হলেও কিছু করার নাই কারণ এটাই হয়। আর অন্য একটা statistics বলে এর হার ৬০%। আমাদের আর বেশি শিক্ষা গ্রহন করার কথা প্রচার কারতে হবে। দেশ এর সকল শিশু দের শিক্ষিত করতে হাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.