নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম পারভেছ। দেশ এর সকল শিশু কে শিক্ষিত দেখা, পথ শিশু দের খাবার, বাসস্থান ও শিক্ষিত দেখা। গরিব মানুষ এর বিপদে পাশে থাকা, এইটাই হলো আমার বড় আশা, আর আমি এর জন্য আমার দিক থেকে যা সম্ভব করার চেষ্টা করি। সবাই কে এই সব বিষয় এ সচেতন করার চেষ্টা করি।

Parves Rahman

শিক্ষাই পারে দেশ থেকে সকল প্রকার অন্যায়-অত্যাচার, খুন ও সন্তাস দূর করে দেশ কে এগিয়ে নিতে।

Parves Rahman › বিস্তারিত পোস্টঃ

শিশু শ্রমে লাঠিদিন, শিক্ষার পথে এগিয়ে যান,,,,,,

২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ১২:৪৪

১৯৯০ সালে আমাদের দেশ এ প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা হয়। এই দিক এ বাংলাদেশ অনেক সুনাম পাই।
২০১৬ সালে একটা পরিসংখান এ আসে বাংলাদেশ এর ২৬ মিলিয়ন শিশু জাতিয় দরিদ্র সীমান নিচে। এদের বেশি কাজ করে। যার ফলে স্কুল এ যেতে পারে না। শিশু শ্রম এর আইন থাকলেও হচ্ছে না তার প্রয়োগ। দিন দিন বাড়ছে শিশু অত্যাচার, শিশু খুন এবং শিশু পাচার।
বাংলাদেশ এর ৭৯.৫% শিশু প্রাইমারি পরিক্ষা দেই কিন্তু ৪৫% ছেলে এবং ৫৪% মেয়ে সেকন্ডারি স্কুল এ যোগ দেই।
এই পরিমান কমার কারণ এর এক অন্যতম কারণ হলো শিশু শ্রম ও শিশু অত্যাচার।
তাই সবাই কে বলব, আপনারা সবাই শিশু শ্রম প্রতিরোধে এগিয়ে আসুন, ওদেরকে শিক্ষিত হওয়ার সু্যোগ দিয়ে দেশ এ শান্তি আর দেশকে এগিয়ে নিতে সাহায্য করোন।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.