![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষাই পারে দেশ থেকে সকল প্রকার অন্যায়-অত্যাচার, খুন ও সন্তাস দূর করে দেশ কে এগিয়ে নিতে।
২০১৬ সাল চলে গেল, দিয়ে গেল অনেক সুখ-দুঃখ , আশান্তি-শান্তি, আনন্দ, ভেদনা। দুনিয়া হারিয়েছে অনেক মহান মানুষকে। আবার পেয়েছে ও মানুষ এর মধ্যথেকে কিছু মহান মানুষ। বিশ্ব কাটিয়েছে অনেক ভুমিকম্প, মর্মান্তিক সন্ত্রাসী হামলা, প্রাণহানি যুদ্ধ, শরণার্থী হতে গিয়ে হারিয়েছে ৫০০০ মানুষ তাদের প্রাণ। মিয়ানমার এ চলে মুসলিমদের উপর অত্যাচার। বিশ্বে অনেক শিশু হয়েছে এতিম, অনেক শিশু কাটিয়েছে মানবেতর জীবন। অনেক শিশু শিক্ষার আলো থেকে অনেক দূরে চলেগেছে। বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশ এ নারীদের উপর হয়েছে অনেক অত্যাচার। এখন আবার শুরু হলো এক নতুন বছর ২০১৭ সাল। শুরু হলে আরেক ইতিহাস এর। ২০১৭ সাল কেমন হবে জানিনা, আশা করি যাতে ভাল হয়। আমারদেশ সহ সারা দুনিয়াতে যেন শান্তি নেমে আসে, সকল শিশু যাতে শিক্ষিত হবার জন্য স্কুল যেতে পারে, সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও বিশ্বকে এগিয়ে নিতে পারে। নারীরা যাতে সম্মান এর সাথে থাকতে পারে। এই লক্ষে আমাদের কাজ করে যেতে হবে। আমাদের দেশ এ যেন শিশু শ্রম, শিশু অত্যাচার, ও শিশু হত্যা দূর হয়। শিক্ষার আলোতে যেন এই বিশ্ব আলোকিত হয়ে যাই। এই আশা আমার। দেশ এর সব জনগন যাতে দেশ এর সম্পদ হতে পারি, দেশ কে যান এগিয়ে নিতে পারি। তাই আসোন এই ২০১৭ সালটা দেশ ও এই বিশ্বকে দেই আর শান্তিময় করে তুলি এই দুনিয়াকে। ২০১৮ সাল এ পথ শিশুরাও আমদের সাথে বলতে পারে Happy new year. আর কোন শিশু বা আর কোন বাড়ি হারা যাতে রাস্তাই না থাকে। সবাই মিলে এদের পাশে দাড়াই। এদের কে ও শিক্ষিত হবার সুযোগ করে দেই। তাহলে ঐ দিন এই বিশ্ব সত্যিকার এর Happy হবে।
Happy New Year 2017...
২| ০২ রা জানুয়ারি, ২০১৭ রাত ১২:২২
ধ্রুবক আলো বলেছেন: আশা করি যাতে ভাল হয় ২০১৭ সাল
লেখাটা খুব সুন্দর লিখেছেন, ধন্যবাদ!
নতুন বছরের শুভেচ্ছা রইলো....
©somewhere in net ltd.
১|
০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫৮
দেলোয়ার সুমন বলেছেন: সহমত