নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম পারভেছ। দেশ এর সকল শিশু কে শিক্ষিত দেখা, পথ শিশু দের খাবার, বাসস্থান ও শিক্ষিত দেখা। গরিব মানুষ এর বিপদে পাশে থাকা, এইটাই হলো আমার বড় আশা, আর আমি এর জন্য আমার দিক থেকে যা সম্ভব করার চেষ্টা করি। সবাই কে এই সব বিষয় এ সচেতন করার চেষ্টা করি।

Parves Rahman

শিক্ষাই পারে দেশ থেকে সকল প্রকার অন্যায়-অত্যাচার, খুন ও সন্তাস দূর করে দেশ কে এগিয়ে নিতে।

Parves Rahman › বিস্তারিত পোস্টঃ

শয়তান মাসুদ এর হাতে, এক শিশু খুন। বিচার কি হবে নাকি শুধু রায় হয়ে থাকবে? শয়তার এর বিচার চাই।।।।

০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৯

গত সোমবার সকালে  নিজ বাড়ির পাশে খেলা করছিল আট বছরের শিশু ফরহাদ। সে হালুয়াঘাট উপজেলার জুগলী ইউনিয়নের সংড়া গ্রামে নজরুল ইসলামের ছেলে। একই এলাকার মাসুদ মিয়ার ছেলে জুনায়েদও ফরহাদের সঙ্গে খেলতে চায়। কিন্তু ফরহাদ খেলতে না নেওয়ায় বাবার কাছে নালিশ জানায়  জুনায়েদ।  এতে ক্ষিপ্ত হয়ে শয়তান মাসুদ  লাঠি দিয়ে ফরহাদের শরীর ও মাথায় বেধড়ক পেটায়। এতে গুরুতর আহত হয় ফারহদ।

আহত ফরহাদকে প্রথমে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

দুদিন পর অবস্থার আরো অবনতি হলে চিকিৎসকরা ফরহাদকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠান । পাঁচদিন চিকিৎসা শেষে ৬ জানুয়ারি দুপুরে ঢাকা মেডিকেল হাসপাতালে মৃত্যু হয় ফরহাদের।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ঘটনার পর পরই মাসুদকে আটক করা হযেছে। ঘটনার পর ফরহাদের মা ফরিদা বেগম মাসুদকে আসামি করে হালুয়াঘাট থানায় একটি মামলা করেছেন ।

৩ জানুয়ারি মাসুদকে আটক করে হাজতে পাঠায় পুলিশ । ৪ জানুয়ারি ফরহাদকে লাঠিপেটা করার দায় স্বীকার করে আদালতে জবানবন্দিও দিয়েছেন মাসুদ। খুব শিগগিরই মামলার অভিযোগপত্র দাখিল করা হবে। আমরা চাই এই শয়তার কে বাংলা বাঁশ দেয়া হুক!!!!!

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:০৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আমরাও চাই। শয়তানের প্রতিবাদ করায় আপনার জন্য-

২| ০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:২৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: :| মানুষ শিক্ষিত হচ্ছে কিন্তু তাদের মন মানষিকতা সেই আদিম যুগে আছে।

আমি শয়তান মাসুদের বিচার চাইলে রাষ্ট্র যন্ত্রের কাছে নাও পৌছাতে পারে।
কিন্তু শিশু ফরহাদের আত্মা শান্তিময় হউক এই প্রাথ+রণা তার কাছে পৌছাবে এই আমার বিশ্বাস।

**সুখে থাক ফরহাদ**

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪২

আহা রুবন বলেছেন: এত ছোট ছোট কারণে আমরা এমন জঘন্য সব ঘটনা ঘটিয়ে ফেলছি! সত্যিই চিন্তার ব্যাপার। আমাদের গলদটা কোথায়? আশা করি এই সমস্ত শয়তানের উপযুক্ত শাস্তি হবে।

৪| ০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:২১

Parves Rahman বলেছেন: এর বিচার হওয়া দরকার।।।।।

৫| ০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:১৫

Parves Rahman বলেছেন: ধন্যবাদ, ফরিদ আহমদ চৌধুরী। আমার এইটা চাইনা আমি বিচার চাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.