নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম পারভেছ। দেশ এর সকল শিশু কে শিক্ষিত দেখা, পথ শিশু দের খাবার, বাসস্থান ও শিক্ষিত দেখা। গরিব মানুষ এর বিপদে পাশে থাকা, এইটাই হলো আমার বড় আশা, আর আমি এর জন্য আমার দিক থেকে যা সম্ভব করার চেষ্টা করি। সবাই কে এই সব বিষয় এ সচেতন করার চেষ্টা করি।

Parves Rahman

শিক্ষাই পারে দেশ থেকে সকল প্রকার অন্যায়-অত্যাচার, খুন ও সন্তাস দূর করে দেশ কে এগিয়ে নিতে।

Parves Rahman › বিস্তারিত পোস্টঃ

কেন এই ভেদ-বাউ, দাউ বাঙালি উওর দাউ।।।।

২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:৩১

দিনে ১ বার অথবা ২ বার খাবার পাই তবু মানুষ এর কাছে হাত পেতে, এই দু'ই বেলা খাবার টাকা জন্য হাত পাততে হয় অনেক এর কাছে,বেশির ভাগ সময় খালি আসে এই হাত গুলি। থাকার জাইগা বলতে রাস্তা, বা কোন এক খুলা জাইগাই অনেক এ এক সাথে থাকা। শীতে অনেক ঠান্ডা আর গরম এ অনেক গরম। পোশাক এর কথা আর কি বলব, কারো এক তালি দেয়া আবার কারো অনেক। ঈদ এর দিনও কাটে মানুষ এর কাছে ভিক্ষা করে। জীবন কাটে আশাই। রাস্তা-ঘাটে মরে পরে থাকে অনেক এ। শিশুরা পাইনা
শিক্ষা। বঞ্চিত সকল মৌলিক অধিকার থেকে। কেউ নেই এদের দঃখে আর শান্তিত কনোদিন আসেই নাই। সরকার করে এদের সাথে ছলনা, আর প্রভাবশালীরা করে এদের ব্যাবহার। পুলিশ চালাই লাঠি ১৯ থেকে ২০ হলেই। ঢাকা clean করার কথা বলে, মাজে ঝারু মেরে ফেলে দেয়া হয়।
কেন এরা কি মানুষ না? নাকি গরিব বলে এই অবহেলা?
সবাই বলে আমরা অনেক আবেগ প্রভন জাতি, সত্যি আমাদের আবেগ শুধু ধনি এর জন্য। আর ছেলেদেরকে যখন girlfriend এ, আর মেয়েদেরকে যখন boyfriend ছেরে চলে যাই তখন আমাদের আবেগ দেখাযাই। "মে গু মে, কি আবেগি আমরা"
আমদের এইসব আবেগ ভুলে দেশ এর ওইসব গরিব এর পাশে থাকতে হবে। কারণ ওরাও মানুষ। ওদের ও শিক্ষা, বস্ত্র, বাসস্থান, খাদ্য ও চিকিংসার অধিকার আছে।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:৫৬

চাঁদগাজী বলেছেন:



৪৬ বছরে, আমাদের সরকারগুলো ও কিছু সুযোগ সন্ধানীরা মানুষের সম্পদ দখল করে নিয়েছে; এখন মানুষ নিজে বাঁচার চেস্টা করছে ও পরস্পরের সাথে প্রতিযোগীতা করছে, এর থেকে বের হওয়ার জন্য ১৯৭০ সালের মতো ঐক্যবদ্ধ হতে হবে।

২| ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:১১

Parves Rahman বলেছেন: চাদগাজী, ভাই ঠিক বলছেন।।।
আমরা এখনও স্বাধীন নামের এর অপরাধী খাছাই বন্দী।।।।

৩| ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:২৬

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগ, বিএনপি-জামাত ও জাপা মোটামুটি ইস্ট ইন্ডিয়া কোম্পানীর ফটোকপি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.