![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষাই পারে দেশ থেকে সকল প্রকার অন্যায়-অত্যাচার, খুন ও সন্তাস দূর করে দেশ কে এগিয়ে নিতে।
দুই সারিতে দাঁড়িয়ে হাতের ওপর একজন শিক্ষার্থীর শরীর বিছিয়ে দেয়া হয়েছে। তার উপর দিয়ে হেঁটে যাচ্ছেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুরের হাইমচর উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী। আর যে দিক দিয়ে নামবেন তার সামনেই অপর এক শিক্ষার্থী হাঁটু এবং হাতের উপর শরীর ভাসিয়ে রেখেছে যেন তিনি সাবলীল ভাবে নামতে পারেন। আর এতে করে অবশ্য প্রধান অতিথি হাস্যোজ্জ্বল মুখে সফল ভাবেই শিশু মানবসেতু হেঁটে পার হন। গতকাল মঙ্গলবার দুপুরে চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল উছমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা চলাকালে এই ঘটনা ঘটে। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
পরে চাঁদপুর শহরের পুরাণ বাজার ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান হাবিবুর রহমান পাটওয়ারী ছবিটি মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় আপলোড করে লিখেছেন, ‘ইনি একজন জনপ্রতিনিধি। দেখুন তার কাণ্ড। সমাজ কি এতোটা বিপদগ্রস্ত হয়ে পড়েছে। কেউ কি নেই এদের থেকে সমাজটাকে নিস্তার দিতে। শিশু শ্রম যেখানে নিষিদ্ধ, সেখানে একজন জনপ্রতিনিধি হয়ে এইসব করে। কি হবে এইসব জনপ্রতিনিধিদের দিয়ে। বঙ্গবন্ধুর সোনার বাংলা কি এই রকমের?
আমরা এই চেয়ারম্যান এর পদত্যাগ সহ শিশু অত্যাচার করাই এর বিচার চাই। আর যদি এর যথাযথ বিচার না হয় তাহলে মনে করব আওয়ামীলীগ এই সবই দেখতে চাই।।।
উপজেলা শিক্ষা অফিসার ও এই বিদ্যালয় এর প্রধান শিক্ষক কে এই জবাব, দিতে হবে।
২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:১০
Parves Rahman বলেছেন: ভাই ঠিক বলছেন।
৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৫
নতুন নকিব বলেছেন:
আপনি যা বুঝাতে চাচ্ছেন, আপনার লেখায় তা পরিস্কারভাবে ফুটিয়ে তুলতে পারেন নি। ভাল করে আপনার লেখাগুলো দেখুন। বারবার পড়ুন। তারপরে পারলে পোস্টটি এডিট করে দিন, যাতে অন্যরা আপনার কথাগুলো বুঝতে পারেন। আপনার লেখার প্রথম অংশ- "দুই সারিতে দাঁড়িয়ে হাতের ওপর একজন শিক্ষার্থীর শরীর বিছিয়ে দেয়া হয়েছে। তার উপর দিয়ে হেঁটে যাচ্ছেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুরের হাইমচর উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী।" -পড়ে আমি কনফিউজড। প্রধান অতিথি কি দুই সারিতে দাঁড়ানোদের হাতের উপরে বিছিয়ে দেয়া শিক্ষার্থীর শরীরের উপর দিয়ে হেঁটে গেলেন? এটা কিভাবে সম্ভব? সম্ভব হলে ক্লিয়ার করুন।
যাই হোক, পোস্টে ধন্যবাদ। ভাল থাকবেন।
৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২৮
Parves Rahman বলেছেন: [img|http://s3.amazonaws.com/somewherein/pictures/parves0316/parves0316-1485958565-79e2518_xlarge.jpg. ভাই আপনি মনে হয় কোন দিন ইট এর ভেরা বা বাশ এর ছোট শাকু দিয়ে বাচ্চা দের হাটান নাই বা দেখেন নাই, তাহলে বুঝতেন অসুবিধা হচ্ছে যে কেমনে সম্ভব। ওনাকে আর এক জন মাঝে মাঝে হাত দিয়ে দরতেন যেভাবে আমরা কোন বাচ্চা দের বা নিজেরা কোন চিকন দেয়াল দিয়ে চলার সময় মাঝে মাঝে কার হাত দরি। ভাল থাকবেন।
আল্লাহ হাফেজ।।।।
৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৫১
কালীদাস বলেছেন: সুশীল আলোতে রিপোর্টটা পড়লাম। আগে বিএনপি থাকতে বিএনপির নেতাকেও সেইম ট্রিট দেয়া হয়েছে (ছবিও আছে সুশীল আলোতে)। আজকের এই সুমহান (!) চেয়ারম্যান নিঃসন্দেহে খারাপ কাজ করেছে এই সো-কল্ড সম্মান নিয়ে। কিন্তু আগে এই স্কুলের এই বিকৃত রুচির সম্মান দেয়ার কালচারটা বন্ধ করা উচিত।
©somewhere in net ltd.
১|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২৩
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বঙ্গবন্ধুর সোনার বাংলা কি এই রকমের?
যারা এই প্রশ্নের উত্তর এখনও খুঁজে বেড়াচ্ছেন তাদের মাথায় ঘিলু বলতে চামচামী ছাড়া আর কিছু নেই।