![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষাই পারে দেশ থেকে সকল প্রকার অন্যায়-অত্যাচার, খুন ও সন্তাস দূর করে দেশ কে এগিয়ে নিতে।
সইদুল এর বয়স ১০। নাটোরের
গুরুদাসপুর পৌরসভার চাঁচকৈড় বাজার
হানিফের ফলের দোকান থেকে সাইদুল
একটি আপেল নিয়ে দৌড় দেয়। এতে
ক্ষুব্ধ হয়ে ফলের দোকানদার হানিফ ও
তাঁর সহযোগী সিএনজি চালক পিন্টু এবং
মাইক্রোবাসের চালক মজনু শিশুটিকে
ধরে ফেলেন। একপর্যায়ে নাইলনের দড়ি
দিয়ে গ্রিলের সঙ্গে সাইদুলের হাত-পা
বেঁধে তাঁরা মারধর করেন। সকাল থেকে
দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শিশুটিকে বেঁধে
রাখা হয়েছিল। আজ হাটের দিন হওয়ায়
শত শত মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করলেও
শিশুটিকে উদ্ধার করতে কেউ এগিয়ে
আসেননি। পরে স্থানীয় দুজন
সংবাদকর্মীর উপস্থিতি টের পেয়ে
শিশুটিকে মারধর বন্ধ করা হয়
সইদুল সকালে সে কিছু না খেয়েই
বাড়ি থেকে বের হয়েছিল। খিদে যন্ত্রণায়
সে আপেলটি চুরি করতে বাধ্য হয়েছিল।
কিন্তু তাঁরা ধরে মারধর করেছে। অনেক
কান্নাকাটি, আকুতি জানানোর পরও
তাঁরা ছাড়েনি। সাইদুল আরও বলে
‘আব্বা এখানে আসলে আপেলের দাম
দিয়ে, বাড়ি যাইয়া ভাত খাব। তবু তারা
মারধর থামাই না।
পরে পুলিশ এসে, ফলের দোকানদার ও
তার দুই বন্ধু কে আনে, তারা ঘটনা
স্বীকার করে। এবং বলে, আমরা শিশু
অত্যাচার এর আইন জানি না ( ডং)।
পুলিশ কেউকে এখন আটক করে নাই।
আমি মনে করে যারা শিশু
অত্যাচার এর আইন এখনও জানেনা
তদের পেছন এ ২টা লথি মেরে শিখানোর
দরকার। দেশ এ শিশু অত্যাচার এর এত
ঘটনা হওয়ার পরও যদি কেউ এই কথা
বলে। এরা শুধু টাকা আর বাচ্চা
কামাইতে জানে, যে দেশ এ থাকে তার
একটা ছোট আইন জানার দরকার মনে
করে না।
একটা আপেল যার কাছে একটা ১০ বছর
এর শিশু চাইতে বেশি দামি মনেহয়, এমন
মানুষ থাকলে দেশ গেছে।
আমাদের সবাইকে শিশু অত্যাচার এর
বিরুদ্ধে সচেতন হতে হবে, আর সবাইকে
সচেতন করতে হবে।
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০১
নাগরিক কবি বলেছেন: মনুষত্ব আমাদের মাঝে এখন বিরল প্রজাতি। আমারা সভ্য যুগের হায়নার দল।
৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪৬
Parves Rahman বলেছেন: আমাদের সবাই মিলে আবার humanity আনতে হবে, তা নাহলে আমরা এই দুনিয়াতে থাকার অধিকার হারিয়ে ফেলব। চলেন আমরা সবাই মিলে দুনিয়াকে আবার এক শান্তির জাইগা বানাই।।।
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫৪
পলাশমিঞা বলেছেন: আমি এখন শুধু দোয়া করি, ইয়া আল্লাহ আমাদেরকে ক্ষমা করে মানবতা শিক্ষা দাও। আমাদের পাপ এবং অজ্ঞতার করাণ আমাদরেকে ধ্বংসো করো না।