নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেষ্টাই আছি........
উফ, তুই কি যে পাজী
তোকে নিয়ে বল করবো কি!
ইচ্ছে করে আচাড় দিয়ে
বের করি তোর ভুরি।
বদমাইসি করিস সারাদিন
তুই আস্ত একটা ফাজিল
হাতের কাছে পেলে পোলা
আমার একদিন কি তোর একদিন।
এই পাজী এই ভালো হয়ে যা
শেষ বার বলছি, আর যদি করিস পাগলামি
নির্বাসন দেবই তোকে
দিব্যি কেটে বলছি ।
আরতো যায় না সজ্য করা
এই পাগোলের পাগলামি
যা-যাবতজীবন পুরার দন্ড দিলাম
আজ তোকেই আমি।
পুরবি তুই জ্বলবি তুই
আর পাবি না আমায়
নষ্ট বুকে কষ্ট পেল
শুদ্ধ হবি তবেই
:শুদ্ধ হব আমি শুদ্ধ হব
শুদ্ধ হব ঠীক তবে
তোর বুকেতে কলঙ্কেরি আছর
কাটবো আমি যবে।
২| ১৮ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৫২
ধ্রুবক আলো বলেছেন: কবিতা খুব ভালো লাগলো +।
পাজি পোলা ভাই পাগল লোকটা কে?
১৮ ই মার্চ, ২০১৭ রাত ৮:২৬
পাজী-পোলা বলেছেন: আমি................।
©somewhere in net ltd.
১| ১৮ ই মার্চ, ২০১৭ ভোর ৬:৪৩
সামিউল ইসলাম বাবু বলেছেন:
পাজি কবিতা চমৎকার হয়েছে