নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেষ্টাই আছি........
একদিন আমি ভি আই পি হব
আমার চলার পথে
তোমাকে থামিয়ে দেওয়া হবে
ঘামেডুবে তুমি ভীষণ আক্ষেপ করবে
আভিজাত্যের কাঁচ উঠিয়ে
আমি দিব্যি চলে যাবো
অবাক নয়নে তাকিয়ে থাকবে।
একদিন আমি ভি আই পি হব
আমারি মত সহস্র হতভাগার
ভাগ্য মাড়িয়ে চলে যাবো।
একদিন ভি ই পি দের টেনে নামাবো
সমস্ত ভি ই পি দের মুখে থুতু ছিটাবো।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৫
পাজী-পোলা বলেছেন: হা হা হা ধন্যবাদ
২| ১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:০৩
সেলিম আনোয়ার বলেছেন: নিষ্ঠুর কবিতা +
৩| ১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৬
পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ।
৪| ১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৯
তাসবীর হক বলেছেন: ভাই ভি ই পি মানে কি..
৫| ২০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:১২
পাজী-পোলা বলেছেন: v I p মানেতো জানি না!
©somewhere in net ltd.
১| ১৯ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩
মলাসইলমুইনা বলেছেন: হাঃ হাঃ হাঃ !! পাজি পোলার অভিলাষও হতে পারতো কবিতার শিরোনাম | আপনার নামের ভাবটা পুরোই আছে কবিতায় |