নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেষ্টাই আছি........
শহর জুড়ে অশুভ ছায়া
নষ্টামির ভীরে অবৈধ ভালোবাসা।
হুডতোলা রিক্সায় ঘেঁষাঘেঁষি
নরম আলোয় দামী রাস্তোরায় হতাহাতি
প্রাইভেট সি এন জি তে চাপাচাপি
মিথ্যা প্রতিসূতিতে জোরাজুরি।
লিটনের ফ্ল্যাটে, খোলা পার্কে
রাস্তার ধারে ফুটপাতে,জ্যাম ঠেলা বাসে
চিপা গলিতে, উন্মুক্ত রাজ পথে
সঙ্গম লেগে আছে আনাচে কানাচে।
অথচো কুমারী হৃদয়ের খোঁজে
প্রেমিক ঘুরে পথে পথে
কোন এক রমণী ফিরবে
কবি প্রতীক্ষায় কুঞ্জ সাজিয়ে।
নগরীতে আজ প্রেমের মেলা
এই অসুস্থ ভালবাসাকে আমার সমবেদনা।
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৮
রাজীব নুর বলেছেন: সুন্দর।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৬
পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ।
৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩
কানিজ রিনা বলেছেন: ১০০% সত্য সববেদনা বৈকি দিন শেষে যখন
বুঝতে পারে তখন আর সমবেদনা ছাড়া আর
কিছু থাকেনা। বিশেষ করে মেয়েরা এদেরই
সন্তান পরে থাকে রাস্তার অলিগলি নর্দমা
জঙ্গলে। বলার কিছুই নেই যা পাশ্চাত্ব
স্বাধীনতার ঝড় হাওয়া নেট দুনিয়া।
আমাদের শিক্ষামন্ত্রী বলেছেন প্রেম করতে
পারবে স্কুল জীবন থেকে কিন্তু বিয়ে করতে
পারবে ১৮ ২২ বছরে। তাহলে আর দোশ
কোথায়। এদিকে চোররে কয় চুরি করতে
গৃহস্তের কয় সজাগ হতে। প্রশাসন নাকি
আজকে সজাগ থাকবে পার্কে পার্কে যেথায়
হেথায়। অসংখ্য ধন্যবাদ। আমার প্রফাইল
দেখে আসুন নারী পুরুষের ব্যক্তিত্ব। লাষ্টের
কয়টা মন্তব্য উত্তর। অতপর আমাকে রীতিমত
থ্রেট মেরেছে আমি সমস্যায় পড়তে পারি।
©somewhere in net ltd.
১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: যথার্থ বলেছেন। তবে সমবেদনা নয়, ধিক্কার।