নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেষ্টাই আছি........
আমি কখনো কবিতা লিখিনি। সে চেষ্টাও করিনা, তাহলে আমি কি লিখি? আমার উদ্ভট মস্তিষ্কে যা নাজিল হয় আমি তাই লিখি। সেগুলা কি হয় আমি জানিনা তবে কবিতা যে হয় না সেটা জানি কারণ কবিতা লিখতে হয় নিয়ম বেঁধে ছন্দে আমারতো কেবলি ছন্দ পতনের গল্প তাছাড়া আমি কবিতাকে কোন নিয়মে বাঁধতে চাইনা। কবিতা হবে পানির মত আকৃতি বিহীন। কবিতাকে আকার দেওয়া যায় না, না পাত্রে না পত্রে। কবিতা বিশাল আকাসের চেয়েও বিশাল, গভীর নলকূপের চেয়েও গভীর। কবিতা সমুদ্রের মত। যত খুঁজবে তত মুক্ত- মানিক পাবে রহস্যকে জানতে পারবে। আমি স্বরবৃতি, মাত্রাবৃতি বুঝিনা তাই আমি কখোনো কবিতা লিখিনা। জোড়াতালির শব্দ ভঙ্গা ভাঙ্গা বাক্য এগুলোতো আর কবিতা হয় না। তারপরও এসব যা ইচ্ছেতাই লেখাই দু' চার জন পাঠক জুটে যায়, ছেড়া হৃদয়ের গল্প পড়ে কেউ কেউ উঃ, আহ করে এসব এই দুর্ভাগার সৌভাগ্য, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আমি ব্লগে থাকি কম হটাত প্রসব ব্যথা উঠলে আসি লেখা প্রসব করেই আবার চলে যাই এর ফাকে দুই একজনের মন্তব্যের উত্তর দিয়ে যাই যদিও অধিকাংশ সময়ে তা দেওয়া হয় না এজন্য আমি ক্ষমা প্রার্থী। আমি যে কারো লেখা পড়ি না তাও না, মাঝে মাঝে সময় করে আসলে অনেকের লেখাই পড়ি। ভালো না লাগলে ভয়ে কিছু বলি না কারণ আমার নিজের লেখাই যথেষ্ট বাজে। কাঁদা ছুড়াছুড়িতে আমি নেই, আবার অনেকের লেখা এতোটাই ভালো লাগে যে সেখানে মন্তব্য করতে গেলে মনেহয় আমি প্রশংসার যে দুই একটা শব্দ্য জানি সেগুলো লেখাটার উপযুক্ত না তাই নিরবে লাইক দিয়ে চলে যাই ।
তো, আমার বেতাল শব্দদের ক্ষমাসুন্দর চোখে দেখবেন, আমি নিজেও জানি আমার এই লেখাগুলো সাহিত্যের কোন বাঁধায় বাঁধা পরে না।
(বিঃ দ্রঃ= বানান ভুল আমার খুবি দুর্বল জায়গা, আপনাদের কষ্ট দেওয়ার জন্য আমি দুঃখিত কারণ বানান ভুলে আমারও খুব বিরক্ত লাগে)
২৮ শে জুলাই, ২০১৯ রাত ১১:৫১
পাজী-পোলা বলেছেন: নিয়ম শিখে আবার আপনাকে শিখাতে হবে! থাক, আমি এই বালছাল লেখাতেই থাকি।
২| ২৮ শে জুলাই, ২০১৯ রাত ১০:০৯
আপেক্ষিক মানুষ বলেছেন: তাওতো লেখেন। আমিতো কবিতার 'ক'ও পারি না।
বানান ভুল আমারও একটা দুর্বল জায়গা।
২৮ শে জুলাই, ২০১৯ রাত ১১:৫৫
পাজী-পোলা বলেছেন: আমিও "ক"ও পারি না। মন যা চায় তাই লিখি। আপনিও লিখতে পারেন।
বানান ভুল আসলেই জটিল সমস্যা।
৩| ২৮ শে জুলাই, ২০১৯ রাত ১০:২৮
বিজন রয় বলেছেন: হে হে হে হে হে ...
২৯ শে জুলাই, ২০১৯ রাত ১২:০৬
পাজী-পোলা বলেছেন: হা হা হা হা হা...
৪| ২৮ শে জুলাই, ২০১৯ রাত ১০:৪৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: আপনার কবিতা ভাবনা আমার মনে ধরেছে। শুভকামনা।
২৯ শে জুলাই, ২০১৯ রাত ১২:০৮
পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ। আপনাকেও শুভকামনা।
৫| ২৮ শে জুলাই, ২০১৯ রাত ১১:৩৩
আখেনাটেন বলেছেন: বাহ, এটাই তো একটি দারুণ গদ্য কবিতা হয়ে গেছে।
তবে কবিতার চেয়ে মনের ভাব এরকম গদ্যে প্রকাশ করুন। কবিতা খাওয়া লোক ইদানিং বেশ কমে গেছে মনে হয়।
অবশ্য শুধুই নিজের জন্য লিখলে আলাদা কথা।
২৯ শে জুলাই, ২০১৯ রাত ১২:১৩
পাজী-পোলা বলেছেন: আমি কখনো কবিতা লিখিনা।
আমি লিখি সেটা ঠিক কি হয় জানিনা। ভালো কবিতা লিখতে পারলে লোকে খায়।
নিজের জন্যই লেখা তবু প্রশংসা কে না চায় বলু্ন.......
৬| ২৯ শে জুলাই, ২০১৯ রাত ২:২৪
আপেক্ষিক মানুষ বলেছেন: লেখক বলেছেন: নিয়ম শিখে আবার আপনাকে শিখাতে হবে! থাক, আমি এই বালছাল লেখাতেই থাকি।
ভাষা ব্যবহারে সংযত হবার জন্য অনুরোধ করছি। হ্যাপি ব্লগিং...
২৯ শে জুলাই, ২০১৯ সকাল ১১:১৪
পাজী-পোলা বলেছেন: আমি কিন্তু কাউকে গালি দেইনি, তিনি নিজেই আমার এক লেখাই বলেছিলেন "*****" ঐসব লিখছি। সেসব যাক, আপনার খারাপ লেগেছে জেনে আমি কষ্ট পাচ্ছি। আমি লজ্জিত।
৭| ২৯ শে জুলাই, ২০১৯ রাত ৩:৩৯
চাঁদগাজী বলেছেন:
আপনাকে আমি ভুল বুঝেছি; আমার চোখের সমস্যার কথা জানেন তো! আমি আপনার নিকটাকে পড়েছিলেম গাজীর-পোলা
২৯ শে জুলাই, ২০১৯ সকাল ১১:২১
পাজী-পোলা বলেছেন: আপনার চোখে সমস্যা আছে সেটা জানতাম না তবে অনেক ব্লগারকে বলতে শুনেছি আপনার মাথায় সম্যসা আছে। সেসব বাদ থাক, আপনার জন্য মনে হচ্ছে আমার নিকটা পরিবর্তন করে গাজীর-বাপ দিতে হবে তাহলে নিশ্চয় আর ভুল বুঝবেন না!
৮| ২৯ শে জুলাই, ২০১৯ সকাল ৭:৪৫
ইসিয়াক বলেছেন: শুভসকাল
২৯ শে জুলাই, ২০১৯ সকাল ১১:২৩
পাজী-পোলা বলেছেন: শুভসকাল
৯| ২৯ শে জুলাই, ২০১৯ সকাল ৯:০৯
রাজীব নুর বলেছেন: দেশে ভিআইপি দমন আইন লাগবে।
সবাই নিজেরে ভিআইপি ভাবতেছে!
২৯ শে জুলাই, ২০১৯ সকাল ১১:৩০
পাজী-পোলা বলেছেন: আমার একটা লেখা ছিল "একদিন আমি ভিআইপি হব"।
১০| ২৯ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: লিখেন মন খুলে
আপনার লেখা আপনার ভালো লেগেছে
২৯ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:০৪
পাজী-পোলা বলেছেন: আমি আমাতেই হই মত্ত
আমার মাঝেই সৃষ্টি, আমিই ধ্বংশ
কেউ না জানুক, কেউ না মানুক
নিজ পূজেঁ নিজেই তুষ্ট।
১১| ২৯ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:১০
মোঃ মাইদুল সরকার বলেছেন: চলুক ব্লগিং।
২৯ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:০৬
পাজী-পোলা বলেছেন: চলছে...
১২| ২৯ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:০৭
নীল আকাশ বলেছেন: আর কিছু না পারলেও আপনি প্রতি মন্তব্য খুব ভাল করতে পারেন। আপনার এই লেখা আগে লাইক দিলাম। তারপর পড়লাম। আমার আবার সমস্যা আছে, লাইক না দিলে পড়তে ইচ্ছে করে না।
হাতে সময় থাকলে আমার ব্লগে সামুতে লেখা সহী তরীকা সমাহার পোস্ট দেখে আসতে পারেন। বাপ ছেলে পোলা জাতীয় সমস্যার কারন সেখানে বিস্তারিত ভাবে দেয়া আছে।
যা মনে আসবে তাই লিখে যাবেন। যার ইচ্ছে হবে না সে পড়বে না।
শুভ কামনা রইল।
২৯ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৪১
পাজী-পোলা বলেছেন: আপনার লেখা আমার প্রতি মন্তব্যের চেয়েও ভালো। লাইক দিয়েও এসেছি আগেই বলেছি প্রশংসার যে দুই একটা শব্দ আমি জানি সেগুলো ভালো লেখার সাথে যায় না।
পিতার বয়স পুত্রের বয়সের অংক আমি আর করতে চাই না।
আপনার পরামর্শের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।
১৩| ২৯ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:০০
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আমার একটা লেখা ছিল "একদিন আমি ভিআইপি হব"।
দাঁড়ান এখনই খুঁজে পড়ছি।
২৯ শে জুলাই, ২০১৯ রাত ১১:১৭
পাজী-পোলা বলেছেন: স্বাগতম। লেখার শিরোনাম আগেছিল "ঘৃণা" পরে দেখি এই শিরোনামে আমার আর একটা লেখা আছে তাই পরিবর্তন করে "একদিন আমি ভিআইপি হব" দিয়েছি।
আপনি আমার একনিষ্ঠ পাঠক। আমার প্রায় সব লেখাতেই আপনার মন্তব্য আছে। সবারটাতে আছে কিনা জানি না।
আপনাকে আমার প্রাণঢালা শুভেচ্ছা, আমার এসব অখাদ্য হজম করার মত ক্ষমতা আপনার আছে।
©somewhere in net ltd.
১| ২৮ শে জুলাই, ২০১৯ রাত ১০:০৫
চাঁদগাজী বলেছেন:
কবিতা লেখার নিয়ম কানুন শখতে পারলে, আমাকে জানাবেন; আমি কবিতা লেখার কথা ভাবছি