নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেষ্টাই আছি........
খাবো খাবো দুনিয়া খাবো
মদ- গাজা সবি খাবো
মায়ের বকুনি খাবো
বাবার পেদানী খাবো
খাবো খাবো দুনিয়া খাবো।
প্রেমিকার দেহ খাবো
ভালোবাসার বিষ খাবো
চাঁদের জোস্না খাবো
আমাবস্যার আঁধার খাবো
খাবো খাবো সবি খাবো
তারা গুলাও চিবিয়ে খাবো
মায়ের বকুনি খাবো
বাবার পেদানি খাবো
যা পাবো তাই খাবো।
অমৃতে অসাড় রবো
অসুখে বিসুখ হবো
তবু আমি দুনিয়া খাবো,
ক্ষুধার অসুর পেটে আমার
চাড়ি চাড়ি খাবার দাও
নইলে রাণী তোমায় খাবো
মানবতার রক্ত খাবো
ক্ষমতার সিংহাসন খাবো।
ক্ষুধার আগুন বাড়লে পরে
এ জগৎ সংসার খাবো
আস্ত ব্রহ্মা চিবিয়ে খাবো
ধর্মটাকেও খেয়ে নেব
লাগলে ঝাল চোখেরি জল খাবো
খাবো খাবো সবি খাবো
নষ্ট বুকে মাতাল রবো
মদ গাজা সবি খাবো
মায়ের বকুনি খাবো
বাবার পেদানি খাবো
খাবো খাবো দুনিয়া খাবো।
১১ ই মার্চ, ২০২০ রাত ১২:৫৪
পাজী-পোলা বলেছেন: সবিতো খাইতে ইচ্ছে করে পাই কই! মন্তব্যের জন্য ধন্যবাদ।
২| ১০ ই মার্চ, ২০২০ রাত ১০:২২
নেওয়াজ আলি বলেছেন: সুপাঠ্য, সুশোভন লেখা ।
১১ ই মার্চ, ২০২০ রাত ১২:৫৫
পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ, ভালবাসা নিয়েন।
৩| ১০ ই মার্চ, ২০২০ রাত ১০:২৬
রাজীব নুর বলেছেন: মজার।
১১ ই মার্চ, ২০২০ রাত ১২:৫৬
পাজী-পোলা বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
৪| ১০ ই মার্চ, ২০২০ রাত ১০:৪৭
মাহমুদুর রহমান বলেছেন: পড়লাম।
১১ ই মার্চ, ২০২০ রাত ১২:৫৭
পাজী-পোলা বলেছেন: কেমন হইছে তা কিন্তু জানান নাই, যাইহোক মন্তব্যের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১০ ই মার্চ, ২০২০ রাত ৯:৫৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: খা বাবা সব খেয়ে নে!
খাদকের দেশে না খেয়ে থাকপি কেনু বাপু
খা, হাতি, খা ঘোড়া খা, উন্নয়ন তাও খা
সব শ্লা খেলে আমার খাতি দুষ কনে.....
কবিতার সাইড ইফেক্ট ভায়া
কোবতেতে প্লাস
++++