নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেষ্টাই আছি........
অত করে ডেকো না
অমন ভেঙ্গে-চিড়ে ডুকো না,
আমারও তো সহ্য আছে
কাতর বুকে কাম আছে।
একদম আগলে ধরবো
বুকের খাঁচে আটকে নেব।
এমন করে এসো না
চন্দ্র রাতে জোস্না বুকে পুষো না,
মাতাল হলে জড়িয়ে নেব
হাতের মুঠোয় আঁকড়ে নেব।
উঁহু..... , বলছি তো
ফিরে চাও ফিরে যাও,
আমার হলে বিপাকে পড়বে।
প্রেমের ছলন, সবি আমার জানা
মিথ্যা খোলস গুড়িয়ে দিও
নইলে বিপদে পড়বে।
এমন করে কষিয়ে বাঁধবো
তীব্র সুখের অসুক হবে,
জড়িয়ে নেবার আগে- ভাবো
এমন দহন সইতে পারবে?
©somewhere in net ltd.
১| ২১ শে মার্চ, ২০২১ রাত ১২:০৭
রাজীব নুর বলেছেন: দহন জ্বালা মিটিয়ে ফেলাই ভালো।