নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত কিছু নাই। যে দিন বলার মত পরিস্থিতি হবে আশাকরি সেদিন আর বলতে হবে না।

পাজী-পোলা

চেষ্টাই আছি........

পাজী-পোলা › বিস্তারিত পোস্টঃ

চাটার দল

০৩ রা মে, ২০২১ রাত ১০:৩৮

সত্য গুলো পানসে খুব, থাকুক ঢেকে শাকে;
গরম গরম হাগুর খবর, তুলে দেব পাতে।
ভাগাড় থেকে আনবো তুলে, গুয়ের যত রকম,
ভাঁড়ার ঘরে মজুদ আছে, গুয়ের শত ধরণ।
গুয়ের গন্ধে মাতাল হয়ে, আসবি তোরা ছুটে;
কাঁচা গুয়ে মাক্ষী যেমন, উড়ে এসে বসে।
গু গুলোকেই খাস তোরা, জিহ্বা দিয়ে চেটে;
মৎস পচার গন্ধ গুলো, ডাকবো হাগুর গু-য়ে।

তোমরা যারা সুশীল আছো, দিচ্ছ কেন গালি?
গু-গুলোই খাচ্ছে তারা, কেমন তাদের রুচি;
সত্য যখন আনছি খুঁড়ে, খাচ্ছে তারা কই?
তখন কেন নীরব থাকো, কেমন করে সই!
খাবার হিসাব পাবার হিসাব, সব হিসাবি রাখো;
ওয়াল জুড়ে কী ছেপেছো, একটু বসে দেখো!
খাচ্ছো কী? ফেলছো কী? জানতে কি চাও?
জানার আছে অনেক কিছু, যদি তোমার চাও।
ধর্মটাকে ধরছে যত, লেবাস গুলো টেনে;
সব লেবাস-ই খুলছি দেখো- একের পর একে।
কার ফোনেতে কী রয়েছে, সব করেছি ফাঁস;
পীড়িত জুড়ে প্রেমের আলাপ, ডিজিটালি ফাঁদ।
হোটেল রুমের কেচ্ছা যত, গোপন অভিসার;
দাঁড়ি-টুপিও টান দিয়েছি, দেইনি কোন ছাড়।
তার পড়েতে ও বকছো কেন, দিচ্ছ কেন ধমক?
খবর গুলো পক্ষে গেলেই, তখন কেবল চুমো।
চুমুর ছলে ডুমুর ফুলে, দিচ্ছি বসে তা;
তোমার পাছার ছাল-বাকাল ও, সব আমাদের জানা।
জানি সবি-, সব খবর-ই রাখি;
ফাঁদে কেবল পড়েই দেখো, খুলবো তোমার নাড়ি।
নারীর খবর, ভুঁড়ির খবর, সব করবো বের;
আমরা কেমন সত্য ফুঁড়ি, তখন পাবে টের।

ওরে অধম ওরে নধম, কেমনে যাস ভুলে;
নরম খবর গরম করে, দেইনি তোদের পাতে!
জামাত-শিবির কালো হাত, দেখাইনি কি ওরে;
বেগম জিয়ার মেকাপ বক্স, তাও দিয়েছি খুলে।
তার পরেতেও বলিস কেন! আমরা সবাই ভং;
আমরা সবাই হাসুর দলে, আমরা সবাই Wrong।
আমরা আরো কী করেছি, গোন তবে বাছা;
অংক খাতার পৃষ্ঠা খোলো, হিসাব খুব পাকা।
রাষ্ট জুড়ে জোয়ার ধারা, দেখাইনি কি ধরে;
মাঠের বুকে লেবুর ফলন, যায়নি তোদের কানে!
এর পরেতেও বলবি কি, আমরা সবাই সঙ;
আয়না মুছে দেখিস কি, নিজের গায়ের রং?
রং মেখে সব পাল্টে গেছে, প্রজাপ্রতি বাসও;
আমরা সবাই রং মেখেছি, রঙ্গিন হয়ে বাঁচো।
গু-য়ের রং হলুদ হলেও, যায়না তোদের কিছু;
আমরা কেবল হলুদ হলেই, সাংবাদিক সব পশু।
কুকুর বলিশ, শুয়োর ডাকিস, ডাকিস কত কিছু;
আমরা সবাই ভক্ত প্রভুর, আমরা সবাই ছাগু।
ছাগুর কসম হাগুর কসম, কসম প্রভুর নামে;
প্রভু কিছু করেও যদি, অনড় রবে ঠোঁটে।
প্রভু আমাদের বাপ-ই হয়, প্রভুই সুগার ড্যাডি;
চাইলে প্রভু খুলে দেব, আধার রাতে সবি।
প্রভুই খাওয়ায় প্রভুই পড়ায়, প্রভুর দয়ায় বাঁচি;
কেমন করে তুলবো সাওয়াল, প্রভুর ধন-ই চুষি।

চুষি কত ধন যে আরো, চটি কত পা;
সব পা মিষ্টি নাকি, মিষ্ট শুধু মাতা।
মাতাই হলেন দেশের মাথা, মাতাই জগৎ ধারী;
মাতাই সব ঠিক করে দেন, আমরা শুধু ছাপি।
হিসু দিয়ে ইস্যুর খবর, ভাসিয়ে দেন বানে;
সব ইস্যুকেই ধুয়ে দেন, পুরাণ হিসু টেনে।
হিসু পেলে ইস্যুর খবর, থাকবে না আর মনে;
এই ইস্যু ও ভুলে যাবি, নতুন হিসু পেলে।
তোরা হলি গু-য়ের পোকা, গু-ই শুধু খাশ;
আমরা যত গু এনে দেই, ততই মজে যাস।

হিসুর খবর হাগুর খবর, আমরা কেবল খুঁজি;
রাষ্টে যত মেথর আছে, আমরা তাদের পুষি।
রাষ্ট যাদের দেখিয়ে দেয়, তাদের পিছেই ভুগি;
রাষ্ট মাতা চোখ রাগালেই, নীরব জমে থাকি।
আমরা হলাম বাটার দল, মাখন শুধু মাখি;
আমরা হলাম চাটার দল, আমরা কেবল চাটি।
আ.....উ.....উ....উ, কুই কুই কুই।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০২১ রাত ১০:৫৫

কবীর হুমায়ূন বলেছেন: দারুণ লিখেছেন! সমসাময়িক বিষয়াবলী সুন্দর ছন্দের তুলিতে এঁকেছেন। শুভ কামনা।

২| ০৪ ঠা মে, ২০২১ বিকাল ৪:২২

রাজীব নুর বলেছেন: না চেটে উপায় আছে। ক্ষমতাবান চাটা পছন্দ করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.