|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 পাজী-পোলা
পাজী-পোলা
	চেষ্টাই আছি........
কী হয়েছে কী হয়েছে; পারছো কেন ফাল?
মরছে কেবল মানুষ ক'জন, তাই দিচ্ছো গাল!
ওরা আবার মানুষ ছিলো; মানুষ কাদের বলো?
লীগ ছাড়া কি মানুষ আছে, মানুষ কি হয় যে কেহ।
মানুষ হওয়া কি এত্ত সোজা? মানুষ হওয়া ভার,
ছিলো কি ওরা লীগের দলে, স্বাচ্ছা কোন লীগার?
তারপরতেও চাইছো বিচার, আওয়াজ আবার তোলো
আয়নাঘরে কয়েদ রবে, প্রশ্ন যদি করো।
বেহেস্ত তো লীগের হাতেই, দোযখ লীগের পরে
কোন খানেতে যাবে তুমি, ঠিক করে নাও আগে।
লীগ দিয়েছে জোয়ার ধারা, লীগ গেড়েছে খুটি
রাষ্ট জুড়ে উন্নয়ন যত, লীগের কেরামতি।
কেরামতি বাড়ছে দ্বিগুণ, উন্নয়নের তরে
মরেই যদি মরুক ক'জন, উন্নয়নের পথে।
স্বপ্ন ছিলো পিতার যত, পূর্ণ সবি হবে
ইউরোপ যাচ্ছে দেশটা আহা; মেট্রোরেলে চড়ে।
ঘুমের ভেতর বাড়ছে আয়, খবর কজন রাখে!
জামা কাপড় গায়েই তবুও, বলিস কিনা- শ্রীলঙ্কায় হবে।
পণ্য জুড়ে বাড়ছে দাম? বলছি নাতো মিছা
যুদ্ধ জয়ে লড়ছে পুতিন, খরচ দিচ্ছে কারা।
এসব কে খবর রাখে? চোখটা কেবল রিজার্ভে 
পাচার কত হচ্ছে টাকা; কানাডার পাড়াতে।
ওসব তোদের শেখায় কে, কে দিচ্ছে খবর?
খোবিস তোরা নাফানরে, পাকিস্তানের দোসর।
শুকুর করিস? কুকুর যত, ধাত্রী মাথার পায়ে
মাতা আছেন বলেই রক্ষে, নইলে যেতিস তলে।
মাতার মত এমন মাথা কে পেয়েছে কবে?
চতুর দিকেই নজর তার, সব হিসাবি রাখে।
বেগুন ছাড়া বেগুনী খান, কুমড়ো দিয়ে রেধে
মাছের কাঁটার সহজ গলন, তাও দিয়েছেন বলে।
রাতের ঘুম হারাম করে, তাহাজ্জুদ পড়েন
দেশটা হবে সোনার দেশ, প্রার্থনাতে রাখেন।
সোনার দেশের সোনার ছেলে, ছাত্রলীগের বহর
অক্ষি বুজে দেখিস নারে, হেলমেট গুলোর কেহের।
কেহের গুলো আচড়ে পড়ে, মানব জমিন বুকে 
লীগের দয়ায় বাচলে কেবল, মানুষ হবি তবে।
মরছে যারা মরুক গে, উন্নয়নের চোটে 
উন্নয়নে চলতে গেলে, ত্রুটি খানিক রবে।
দেশটা হল মাতার দেশ, দেশটা কেবল পিতার
দেশটা শুধুই লীগের দেশ, তোমার আমার চিতার।
 ৮ টি
    	৮ টি    	 +০/-০
    	+০/-০  ১৮ ই আগস্ট, ২০২২  সকাল ১১:৫৫
১৮ ই আগস্ট, ২০২২  সকাল ১১:৫৫
পাজী-পোলা বলেছেন: চারপাশে আসন দখল করে যারা আছে সবাই তো হাস্যরস দিয়ে যাচ্ছে। এই হাস্যরস যে কী বিষাক্ত নির্বুদ্ধিতা আমরা বুঝতেই পারছি না।
২|  ১৮ ই আগস্ট, ২০২২  দুপুর ১২:৩৩
১৮ ই আগস্ট, ২০২২  দুপুর ১২:৩৩
জুল ভার্ন বলেছেন: বাস্তবতা তুলে ধরেছেন।
  ১৮ ই আগস্ট, ২০২২  বিকাল ৩:৫৬
১৮ ই আগস্ট, ২০২২  বিকাল ৩:৫৬
পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ।
৩|  ১৮ ই আগস্ট, ২০২২  দুপুর ১২:৪০
১৮ ই আগস্ট, ২০২২  দুপুর ১২:৪০
ফুয়াদের বাপ বলেছেন: উন্নয়ন, উন্নয়ন, উন্নয়ন
লীগে লেগেছে-উন্নয়ন,
মেগা প্রকল্প-মেগা উন্নয়ন
সেতু-সড়কে-উন্নয়ন
স্যাটেলাইটে-উন্নয়ন
নদী তটে টানেল-উন্নয়ন
টার্মিনালে-৩-উন্নয়ন
সুইজব্যাংকে লীগের উন্নয়ন
কানাডা-সিঙ্গাপুর ছেড়ে-
দেশ শ্রীলঙ্কার মতো উন্নয়ন
উন্নয়ন, উন্নয়ন, উন্নয়ন।
  ১৮ ই আগস্ট, ২০২২  বিকাল ৩:৫৭
১৮ ই আগস্ট, ২০২২  বিকাল ৩:৫৭
পাজী-পোলা বলেছেন: হ, উন্নয়নের যাতাকলে মরছে মানুষ পিষে।
৪|  ১৮ ই আগস্ট, ২০২২  বিকাল ৩:১৩
১৮ ই আগস্ট, ২০২২  বিকাল ৩:১৩
মোহাম্মদ গোফরান বলেছেন: সব রাজনৈতিক দল সেম।
  ১৮ ই আগস্ট, ২০২২  বিকাল ৩:৫৮
১৮ ই আগস্ট, ২০২২  বিকাল ৩:৫৮
পাজী-পোলা বলেছেন: হ, একক অধিকার পেলে সাধারণ মানুষ গুলাও সেম।
©somewhere in net ltd.
১| ১৮ ই আগস্ট, ২০২২  সকাল ১১:৪৪
১৮ ই আগস্ট, ২০২২  সকাল ১১:৪৪
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
আম্লিগ। নামডা শুনলেই কেমন যেন এট্টা জোকার জোকার ফিল আসে।