নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেষ্টাই আছি........
তুমি যে পথে হাটো
সেই পথেই হারিয়ে যাই,
যে বাকে ফিরে চাও
সেইখানে থমকে দাড়াই।
পায়ে পায়ে পথ হারাই
চলার পথে বাক হারাই।
২৪ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:১৩
পাজী-পোলা বলেছেন: জলের উপর তো পান্তা ভেসে বেড়ায় না, জল সহ ভাতই তো পান্তা৷ ভাত থাকে জলের নিচে
আমি মনেকরি কোন লেখা ভালো না লাগলে কী কারণে ভালো লাগেনি, সেটা সহ ভালো বা লাগার কথা সরাসরি বলাই ভালো নয়তো এড়িয়ে যাওয়ায় উচিৎ অহেতুক মন্তব্যের চেয়ে।
২| ২৪ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:৪৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: মিনি কবিতা।
২৪ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:১৬
পাজী-পোলা বলেছেন: হ্যা।
৩| ২৪ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:২০
মিরোরডডল বলেছেন:
যে বাকে ফিরে চাও
সেই থমকে দাড়াই।
এটা কি এমন হতে পারতো....
যেই বাকে ফিরে চাও
সেই থমকে দাড়াই
অথবা
যে বাকে ফিরে চাও
সেথায় থমকে দাড়াই
মিনি কবিতা ভালো লেগেছে ।
২৫ শে অক্টোবর, ২০২২ ভোর ৬:২৭
পাজী-পোলা বলেছেন: এটা এমন হবে "যে বাকে ফিরে চাও, সেইখানে থমকে দাড়াই।"
দুঃখিত, ভুলের জন্য।
আচ্ছা ব্লগের কি কন সমস্যা হয়েছে? বাংলাদেশ থেকে ঢুকতে পারছি না, ভীপিএন ইউজ করতে হচ্ছে।
৪| ২৪ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:২৪
আলমগীর সরকার লিটন বলেছেন: কবি আমার মন্তব্য আপনি ভুল বুঝেছেন
দুই বাক্যের ভাব অর্থ আছে সেটা আপনি ভুল বুঝেছেন
২৫ শে অক্টোবর, ২০২২ ভোর ৬:২৮
পাজী-পোলা বলেছেন: হতে পারে, কিন্তু আমি তো কোন ভাব অর্থ খুজে পাইনি।
৫| ২৪ শে অক্টোবর, ২০২২ বিকাল ৪:৩৭
রাজীব নুর বলেছেন: ভেরি গুড।
৬| ২৫ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:০৯
মিরোরডডল বলেছেন:
আচ্ছা ব্লগের কি কন সমস্যা হয়েছে? বাংলাদেশ থেকে ঢুকতে পারছি না, ভীপিএন ইউজ করতে হচ্ছে।
নাহতো! আমার এখানে কোন সমস্যা হচ্ছে না ।
সব ঠিক আছে ।
©somewhere in net ltd.
১| ২৪ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:৪৭
আলমগীর সরকার লিটন বলেছেন: বাক হারানো কঠিন সমস্যা
জলের উপর ভেসে বেরায় পান্তা------
সুন্দর