![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেষ্টাই আছি........
আমি বেঁচে আছি
আমার আয়ু সহস্র বছর, ইশ্বরের সমান;
অতীত থেকে বর্তমান
বর্তমান থেকে ভবিষ্য
আমি বেঁচে আছি।
যখনি তোমার ঠোটে
পড়বে কোন আততায়ী ঠোট
তোমার মনে পরবে গন্ধমের কথা
প্রথম পুরুষ আমিই ছিলাম।
যখনি তোমার খোপায় জড়াবে
ঝড়ে পড়া কোন বেনামি ফুল
মনে পড়বে স্পর্শের কথা
তীব্র শীতের বাহানায়
খুব গোপনে লুকিয়ে ছিলাম অর্ন্তবাসে।
যখনি আঁধার কালো কোন এক রাতে
তোমার শাড়ীর গিট খুলবে লোমশ হাত
মনে পড়বে আমাদের অভিসন্ধির কথা
আদি পুরুষ আমিই।
সৃষ্টির শুরু থেকে ধ্বংশের শেষ
মৃত্যু, ঘুম ফাকি দিয়ে বেঁচে আছি;
এভাবে বেঁচে থাকতে থাকতে
আমার আয়ু যাবে বেড়ে, মৃত্যু হবে না।
হে প্রিয়তমা আমি বেঁচে থাকবো
আমি বেঁচে থাকবো আমার প্রতিটি না থাকা জুড়ে।
খবর তো পাচ্ছো?
খবর তো পাচ্ছো এখন রোজ নিয়ম করে
খাই, ঘুমাই, অফিস যাই ঠিকমতো।
এখনো রোজ নিয়ম করে নিশ্বাস নিই।
প্রেম প্রতিঙ্গার সকল অঙ্গীকার
অস্বীকার করে দিব্যি বেঁচে আছি।
বেচে থাকার জন্য এর চেয়ে বেশী জরুরি
আর কিছু আছে কি।
২| ৩১ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:১০
রাজীব নুর বলেছেন: বেঁচে থাকাটাই বড় কথা।
©somewhere in net ltd.
১|
৩১ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৯:১৮
মিরোরডডল বলেছেন:
বানানটা বেঁচে আছি হবে ?