নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেষ্টাই আছি........
সব জায়গায় এখন চাটুকার, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে ব্যাক্তি পর্যায় পর্যন্ত চাটুকারদের তেলের জয়জয়কার। তেলে চুপচুপ করছে প্রতিটা শরীর। দুবাইয়ের তেলের খনি থেকে চাটুকারদের জিহ্বায় তেল বেশী। চাটতে চাটতে ক্ষয়ে যাচ্ছে তাদের জিহ্বা তবুও থামছে না চাটুতা। যোগ্যতায় নয়, চেটেই জিতে নিচ্ছি সর্বোচ্চ সুবিধা।
দিকে দিকে রটে গেছে
চাটুকারিতার ভাত বড়েছে
তাইতো সবাই চাটতে নেমেছে
চাটাচাটিতে তীব্র স্বাদ পেয়েছে।
কেউ পা চাটছে, কেউ গাল
কেউ'বা সাবালিকার ঠোট;
চাটাচাটিতে সবাই ব্যস্ত
ভুলে যাচ্ছে আপন অস্তিত্ব।
তুমি প্রগতিশীল?
তোমাকে চাটতে জানতে হবে
না জানলেও শিখতে হবে
কি বললে! রুচিতে বাধে?
তুমি প্রতিক্রিয়াশীল
তোমার জিহ্বা টেনে ছিড়ে ফেলা হবে।
যে জিহ্বা চাটতে জানে না
সেই জিহ্বা কখনই কথা বলতে পারবে না।
তোমার মোলিক অধিকার কেড়ে নিচ্ছে?
স্বাধীনতা খর্ব হচ্ছে, হরণ হচ্ছে গণতন্ত্র?
হলে হোক, ওসব নিয়ে কে ভাবে!
যে বিষয়টা মাথায় রাখতে হবে
তা হল, চাটতে জানতে হবে।
বিষাক্ত ঠোট, অথবা নষ্ট শরীর
ধুলিমাখা চরণ অথবা রক্তের কালি
কাদামাখা পাপিষ্ট দেহ অথবা
মনবতা ধর্ষণকারী যৌনাঙ্গ
তোমাকে চেটেই পরিষ্কার করতে হবে।
মনে রাখবা, রাষ্ট্রে তারাই মুখ্য
যারা চাটাচাটিতে দক্ষ।
কি বললে? তুমি চাটতে জানো না!
তোমার ঠোট কাটা! তোমার এত সাহস?
মাথা উচু করে বলো
চাটাচাটির চটি কথা ছেড়ে
মূল্যবোধের মূলে নেমে আসো।
তবে শুনে রাখো,
শাসন্ত্রের ঐ শিকল কেবল তোমারি জন্য
তোমার কাটা ঠোঁট সেলাই হবে
শোধনাগার নামে কালগহ্বরে বন্দি হবে
রাষ্ট্রদ্রোহিতার আখ্যা পাবে।
তোমরা কি দেখতে পাওনা
রাষ্ট্র ভেসে যাচ্ছে লালার বীর্যে।
জেনে রাখো, যদি তুমি চাটতে জানো
তবে তোমার জন্যই সকল দ্বার উন্মুক্ত,
চাটুতা ছাড়বে তো দাতেল কামড়ে মরবে।
০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ৮:৫৫
পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ ভাই। এইজন্যই আপনাকে এত ভালোলাগে ।
ভালোবাসা নিবেন।
২| ০৬ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:৪৪
রাজীব নুর বলেছেন: দারুন।
০৬ ই এপ্রিল, ২০২৩ সকাল ৭:৪৬
পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ ভাই, ভালোবাসা নিবেন।
৩| ০৬ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা
০৬ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:১৮
পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা নিবেন।
©somewhere in net ltd.
১| ০৫ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:৪০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওহে পাজী, কবিতার নাম কি চাতুটা, নাকি চাটুতা?
আগে এক প্যারা টেক্সট লিখুন, তার নীচে ভিডিও যোগ করুন। তাহলে প্রথম পাতায় কিছু টেক্সট পড়া যাবে। ছবির ক্ষেত্রেও তাই।