নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেষ্টাই আছি........
সব লুটেপুটে খেয়ে নিচ্ছে। আস্ত রাষ্ট্র গিলে খেয়েও তাদের ক্ষুধা মিটছে না । অবশেষে চিবিয়ে খাচ্ছে পাঁজর, বুকের হাড়, হৃদপিণ্ড। রাক্ষুসে ক্ষুধা তবুও বাঁধ মানছে না, লকলক করছে লোভাতুর জিহ্বা যেন সম্পূর্ণ ব্রমান্ড খেলেও সাধ মিটবে না । এদের পেটে সেঁধিয়ে যায় স্বয়ং ঈশ্বর ও। রাক্ষস জটাশুর ও হার মেনে যায় এদের ক্ষুধার কাছে।
লোকাল বাস আর মন্ত্রীর পেট কখনো ভরেই না।
০৪ ঠা জুন, ২০২৩ রাত ১:০৫
পাজী-পোলা বলেছেন: কী বলেন? দূর্নীতি তো সব করছে বিএনপি,জামাত। এখন তো আর সেই বিএনপি,জামতের কালো হাত নেই। আমাদের মাননীয়া তো তাদের সে হাত ভেঙ্গে দিয়েছেন।
©somewhere in net ltd.
১| ০৩ রা জুন, ২০২৩ বিকাল ৪:৫৮
রাজীব নুর বলেছেন: দূর্নীতি দেশের বারোটা বাজিয়ে দিচ্ছে।