নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত কিছু নাই। যে দিন বলার মত পরিস্থিতি হবে আশাকরি সেদিন আর বলতে হবে না।

পাজী-পোলা

চেষ্টাই আছি........

পাজী-পোলা › বিস্তারিত পোস্টঃ

ঘৃণা ( উৎসর্গ পরীমনি)

০৫ ই জুন, ২০২৩ বিকাল ৫:১৩

কবিতাটি পরীমনির গ্রেফতার ও মুক্তির সময়ে লেখা । বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছেন 'আমরা সবাই পাপী, আপন পাপের বাটখারায় অন্যের পাপ মাপি।" পরীমনি যদি দেহ ব্যাবসা করেও থাকে তবে সেটা দোষের না। পরীমনির দেহ আছে এবং দেহ ও সুন্দর। আমাদের যার যা আছে তাই নিয়ে ব্যাবসা করি। যার দেহ আছে সে দেহ নিয়ে বাবস্যা করে, যার ধর্ম আছে সে ধর্ম নিয়ে।

মন্তব্য ২৩ টি রেটিং +২/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০২৩ বিকাল ৫:৫১

আমি সাজিদ বলেছেন: আপনি একজন মিথ্যুক, কন- আর্টিস্ট নিয়ে কোবতা লিখে আবৃত্তি করে শেয়ার দিচ্ছেন দেখে অবাক হলাম। পরীমনি বাংলাদেশের নারী সমাজের প্রতিনিধি নয়। বোট ক্লাবে তার ভাঙ্গচুরের ভিডিও তো সারা দেশে ভাইরাল হয়েছিল, এরপর কেক খাওয়া খাওয়ির ভিডিও, নানা অসংগতিপূর্ণ কথা সবই তো মানুষ জানে। একে লাই দিয়ে বিপ্লবী সাজিয়ে অপ্রাসঙ্গিক হওয়ার দরকার আছে বলে মনে হয় না। বাংলাদেশের আনাচে কানাচে কত রত্নাগর্ভা নারী দিনের পর দিন ইতিহাস জন্ম দিয়ে যাচ্ছে তাদের নিয়ে জানার চেষ্টা করুন, তাদের স্মরণ করুন, তাদের আবৃত্তি করুন।

২| ০৫ ই জুন, ২০২৩ বিকাল ৫:৫৩

আমি সাজিদ বলেছেন: আফসোস সামুতে এখন মাইনাস বাটন নাই। একশত মাইনাস দেওয়া গেলে শান্তি লাগতো।

০৫ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৬:১২

পাজী-পোলা বলেছেন: =p~ =p~ =p~ আফসোস.......

৩| ০৫ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৬:১১

আমি সাজিদ বলেছেন:
যাদের নিয়ে গর্ব করতে পারেন, কবিতা লিখতে পারেন, ছোট একটি নমুনা দিলাম।

০৫ ই জুন, ২০২৩ রাত ৮:০৩

পাজী-পোলা বলেছেন: এখানে সমস্যা কী? তাকে কি এখন কেউ নরওয়ে যেতে দিচ্ছে না?

৪| ০৫ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৬:৩৯

কামাল১৮ বলেছেন: অন্যের ক্ষতি না করে যে কোন কাজ করার অধিকার আমার আছে।জাতিসংঘ কতৃক স্বীকৃত।

০৫ ই জুন, ২০২৩ রাত ৮:০৩

পাজী-পোলা বলেছেন: সেটাই তো আমরা বুঝতে চাই না। কমেন্ট করার জন্য ধন্যবাদ।

৫| ০৫ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৪৪

আমি সাজিদ বলেছেন: আপনাকে কিন্ত মিথ্যুক বলি নাই।পরীমনিকে বলেছি।

০৫ ই জুন, ২০২৩ রাত ৮:০৫

পাজী-পোলা বলেছেন: সেটা বুঝতে পারছি। কিন্তু সমস্যা হল আমি পরীমনি কে আমি নারী সমাজের প্রতিনিধি বলিনি। পরীমনির দোষ্টা কী ছিলো? মদ খাওয়া, না কেক খাওয়া?

৬| ০৫ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৫৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: বাংলাদেশের সাংবাদিকদের কাছে পরীমণি একটা বিশাল নিউজ। পত্রিকায় লেখার আর কিছু খুঁজে পাচ্ছে না তারা।

০৫ ই জুন, ২০২৩ রাত ৮:০৭

পাজী-পোলা বলেছেন: আপনার মুখ যখন সবদিক থেকে বন্ধ করে দিবে, তখনও আপনাকে কিছু একটা তো বলতে হবে। যেটা নিরাপদ সেটাই তো বলবেন।

৭| ০৫ ই জুন, ২০২৩ রাত ৮:৩৪

আমি সাজিদ বলেছেন: যে মেয়েটির ছবি দিলাম, সে সংগ্রাম করে উঠে এসেছে। এমন এক্সামপল অনেক আছে। যেমন -

স্বাধীনতা যুদ্ধে সন্তানদের দেশের জন্য কোরবানি করে দেওয়া মায়েরা।

দুর্ভিক্ষে সন্তান আগলে রাখা বাংলার মায়েরা।

দেশের উত্থানের অন্যতম কারিগর আমাদের নারী পোষাকযোদ্ধা মায়েরা।

প্রতিকূলতা জয় করে জ্ঞান অর্জন করা মেয়েরা, ভবিষ্যতের মায়েরা।



এদের কোন ক্যাটেগরিতে আপনার আলোচিত নায়িকারা পড়ে না। নানা সময় নানারকমের মিথ্যা কথা বলে এরা ফুটেজ পায়, রুচির দৈন্যতায় মিডিয়াগুলোর এদের ফুটেজ নেয় এবং অনৈতিকতাকে আড়াল করার জন্য এই সময়ের নারীদের প্রতিনিধি রুপে প্রতিষ্ঠা করার চেষ্টা চালায়।


আমাদের সিনেমার স্বর্ণালী যুগের নায়িকারা যেমন কবরী, ববিতা, শাবানা, রোজিনা সহ অনেকের ধারে কাছেও আপনার আলোচিত নায়িকা নেই।

০৫ ই জুন, ২০২৩ রাত ৯:০২

পাজী-পোলা বলেছেন: পরীমনিও সংগ্রাম করে উঠে আসছে। আপনারা যদি বলেন বিছানা বদল করে উঠে আসছে, তবে সেই বিছানা বদল করার মধ্যেও সংগ্রাম আছে। সংগ্রাম করে সবাই উঠে আসে। সংগ্রাম ছাড়া কেউ উঠে না। হ্যা, সবার সংগ্রাম এক হয় না।

স্বর্ণালী যুগের নায়িকা কেন, এই সময়ের অনেক নায়িকার ধারে কাছে ও পরীমনি নেই। তাতে কী?

আপনি বিষয়টা বোঝেন নাই। বিষয়টা হল, আপনি মদ খান আর হাজার নারীর সাথে তাদের অনুমতি নিয়ে সংগম করেন কিন্তু এই কারণে কেউ আপনাকে এরেস্ট করতে পারে না।

৮| ০৫ ই জুন, ২০২৩ রাত ৯:১০

আমি সাজিদ বলেছেন: ওকে মদ খাওয়ার জন্য নয় বরং লাইসেন্স ছাড়া মদ ও এম্ফেটামিন রাখার জন্য গ্রেফতার করা হয়েছিল বোধহয়। এইখানে তো বিশাল পেটমোটা সুগার ড্যাডিরাও জড়িত, আমি ওই প্রসঙ্গে আর গেলাম না।

০৫ ই জুন, ২০২৩ রাত ৯:১৪

পাজী-পোলা বলেছেন: "এইখানে তো বিশাল পেটমোটা সুগার ড্যাডিরাও জড়িত, আমি ওই প্রসঙ্গে আর গেলাম না। এইখানে তো বিশাল পেটমোটা সুগার ড্যাডিরাও জড়িত, আমি ওই প্রসঙ্গে আর গেলাম না।"

মূল বিষয় এইটাই। মূলত এটার বিরুদ্ধেই প্রতিবাদ করা হয়েছে। ঘটনাটা যেহেতু পরীমনির সাথে ঘটছে, ভাগ্যক্রমে পরীমনি হিরো হয়ে গেছে। পরীমনি বিল্পবী বা আইডল না। ধন্যবাদ।

৯| ০৫ ই জুন, ২০২৩ রাত ৯:১০

কাঁউটাল বলেছেন: জয় বাংলা

০৫ ই জুন, ২০২৩ রাত ৯:১৪

পাজী-পোলা বলেছেন: জয় বাংলা।

১০| ০৫ ই জুন, ২০২৩ রাত ৯:৪৬

রাজীব নুর বলেছেন: জানলাম। বুঝলাম।

০৬ ই জুন, ২০২৩ রাত ১:২১

পাজী-পোলা বলেছেন: নিশ্চয় ঙ্গান বৃদ্ধি হল?

১১| ০৫ ই জুন, ২০২৩ রাত ১১:৪৭

জ্যাক স্মিথ বলেছেন: এই পরীমনি হচ্ছে একটা এটেনশন সিকার, সারা বছর একে লাইম লাইটে থাকতেই হবে, দুই দিন পরপরই রাজকে নিয়ে নতুন নতুন নাটক সাজায় আর সম্বাদিকরাও তাদের পিছু পিছু ঘুরে হট নিউজ করার জন্য।

০৬ ই জুন, ২০২৩ রাত ১:২১

পাজী-পোলা বলেছেন: লাইম লাইটে থাকতে হবে, নয়তো সবাই ভুলে যাবে। তাই কিছু একটা নিয়ে ক্যাচাল করতে হবে। এটেনশন পেয়ে যাদের অভ্যাস তারা তো এটেনশন সিকার হবেই।

১২| ০৬ ই জুন, ২০২৩ দুপুর ১২:৪৩

রাজীব নুর বলেছেন: বাংলাদেশের মিডিয়া নিয়ে আমার কোনো উৎসাহ নেই।

০৬ ই জুন, ২০২৩ বিকাল ৫:৫৯

পাজী-পোলা বলেছেন: খুবি ভালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.