নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেষ্টাই আছি........
অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, আর ইন্টারনেট তো বাস্তুভিটা। যেহেতু আমার অলস মস্তিষ্ক এবং হাতের মুঠোয় বাস্তুভিটা তাই একটু পাগলামিতেই "AI" দিয়ে বানিয়ে ফেললাম কিছু গান। আমার গান সম্পর্কে তেমন জ্ঞান, সুর, রস আমি অত জানিনা। তবুও আমাকেই "AI" যে রেজাল্ট দিছে, কোন ভালো মিউজিশিয়ান হলে আরও কত এক্সপেরিমেন্ট করতে পারতো! ভাবতে অবাক লাগে, "AI" এর এখন বাচ্চা বয়স, পূর্ণ যুবক হয়ে উঠলে আরও কত কী করবে! "Runway" নামে একটা ভিডিও জেনারেট "AI" আছে এটা এত উন্নত যে ভবিষ্যতে একটা সম্পূর্ণ মুভি গ্রীন ইফেক্ট দিয়ে একটা ঘরের মধ্যেই তৈরী হবে।
লিরিক আমার। দুইটা আলাদা ভার্সন।
এটা যে মহাদেব সাহার, সেটা আর বলার অপেক্ষা রাখে না। এর আর একটা ভার্সন আছে যেটা আপলোড করা হয়নি।
এরপরে জীবনানন্দ দাশের "বনলতা সেন" নিয়ে একটু পাকনামি করবো।
©somewhere in net ltd.