![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পিসি হেল্প একটি সাইট যার মাধ্যমে আপনি পিসি সম্পর্কিত টিপস্ ও ট্রিকস্ পাবেন।ধন্যবাদ!
অ্যান্ড্রয়েড ফোন বিশ্বের প্রায় অধিকাংশ ভাষা সমর্থন করে। আমাদের দেশে বর্তমানে যেসব অ্যান্ড্রয়েড ফোন পাওয়া যায়, তার সবগুলোই বাংলা ভাষা দেয়া থাকে। কিন্তু, অনেকেই দেশের বাইরে থেকে তাদের অ্যান্ড্রয়েড ফোন নিয়ে এসে দেশে চালিয়ে থাকে। তাদের ক্ষেত্রে বাংলা সমর্থন করে না । কারন, তাতে বাংলা ভাষা ইনস্টল করা থাকে না। কিন্তু, যারা ‘রুটেড ইউজার’ (Rooted User) তারা সহজেই ‘প্লাগ-ইন’ (Plug-In) নামক এই অ্যাপটি ইনস্টল করে বাংলা লিখতে ও পড়তে পারবেন। যদিও অনেকে বাংলা পড়ার জন্য অপেরা মিনি’র (Opera Mini) সাহায্য নিয়ে থাকেন। তবে, সেক্ষেত্রে বাংলা’কে ‘কমপ্লেক্স বিটম্যাপ স্ক্রিপট’ (Bitmap Complex Script) হিসেবে ধরা হয়। যা কিনা কপি করা যায়। এই অ্যাপটি ইনস্টল করে নিলে সহজেই বাংলা পড়া ও লেখার পাশাপাশি কপি-পেষ্টও করা যাবে। ফোনটি অবশ্যই রুট (Root) করা থাকতে হবে! অ্যাপটি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন। ধন্যবাদ!
আমাদের ফেসবুক পেজ পিসি হেল্প (টিপস্ এন্ড ট্রিকস্)
সৌজন্যে: পিসি হেল্প (টিপস্ এন্ড ট্রিকস্)
©somewhere in net ltd.
১|
২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৮
মো: আতিকুর রহমান বলেছেন: আমার ফোন রূট করা নাই।