![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পিসি হেল্প একটি সাইট যার মাধ্যমে আপনি পিসি সম্পর্কিত টিপস্ ও ট্রিকস্ পাবেন।ধন্যবাদ!
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আমাদের দেশে অনেকেই বর্তমানে অ্যান্ড্রয়েডের হার্ডওয়্যার কনফিগারেশন উইন্ডোজের মতোই সহজেই আয়ত্ত করতে সক্ষম হচ্ছে। কিন্তু, উইন্ডোজের হার্ডওয়্যার কনফিগারেশন মাই কম্পিউটার () থেকে জানতে পারে। কিন্তু, অ্যান্ড্রয়েডের সিস্টেমে এমন কোন সিস্টেম নেই যে, সহজেই ফোনটি পুরো কনফিগারেশন জানা যায়। হ্যা, আজ আপনাদের জন্য এমন একটি অ্যাপ শেয়ার করতে যাচ্ছি। যার নাম ‘স্মার্ট সিস্টেম ইনফো’ অ্যাপটি দিয়ে যা যা জানা যাবে:-
১. প্রসেসরের ক্ষমতা, র্যামের ক্ষমতা, ইত্যাদি
২. ব্যাটারির চার্জ, কতটুকু সময় থাকবে,
৩. ফোনের স্টোরেজ মেমোরি, এসডি কার্ডের মেমোরি
৪. স্ক্রীন রেজ্যুলেশন, ডেনসিটি, রিফ্রেস রেট
৫. অ্যান্ড্রয়েডের ভার্সন, এপিআই লেভেল, বিল্ড,
৬. কানেকশন, ওয়াইফাই, জিওলোকেশন ইত্যাদি
ছোট্ট একটি অ্যাপ।
অ্যাপটি ডাউনলোড করার জন্যে এখানে ক্লিক করুন।
ধন্যবাদ!
আমাদের ফেসবুক পেজ পিসি হেল্প (টিপস্ এন্ড ট্রিকস্)
সৌজন্যে: পিসি হেল্প (টিপস্ এন্ড ট্রিকস্)
©somewhere in net ltd.
১|
২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৭
অভয় ইসলাম বলেছেন: ধন্যবাদ দারুণ একটা সফটওয়্যার শেয়ার করার জন্য।