নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পিসি হেল্প

পিসি হেল্প (http://pchelp786.blogspot.com)একটি সাইট যার মাধ্যমে আপনি জানতে পারবেন সকল অজানা টেক সম্পর্কিত খবর এবং টিপস্ ও ট্রিকস্। ধন্যবাদ!!

পিসি হেল্প

পিসি হেল্প একটি সাইট যার মাধ্যমে আপনি পিসি সম্পর্কিত টিপস্ ও ট্রিকস্ পাবেন।ধন্যবাদ!

পিসি হেল্প › বিস্তারিত পোস্টঃ

কম খরচে পিসি’তে ব্রাউজ করার চমৎকার একটি নাম: অপেরা(Opera18) 18 (নতুন ভার্সন)!:)

২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩১



অপেরা (Opera) যা বিশ্বব্যাপী জনপ্রিয় একটি নাম। সেটি হতে পারে মোবাইল ডিভাইসের (Mobile Device) জন্য কিংবা পিসি’র (PC) জন্য। এর জনপ্রিয়তার পিছনে একটি কারণ আর সেটি হচ্ছে কম ডেটা খরচে ইন্টারনেট (Internet) ব্রাউজ (Browse) করা। পুর্বে অপেরার (Opera) জনপ্রিয়তার পাশাপাশি ছিল সমালোচনা। কারণ অপেরা দিয়ে সহজেই যেকোন সাইট কম ডেটা (Data) খরচে ব্রাউজ করা গেলেও তা কিন্তু অনেক সাইটই পুরোপুরি লোড (Load) নিতে পারত না। আবার অনেক ক্ষেত্রেই অনেক অপশনই দেখাত না। যেমন আগের ভার্সনগুলো’তে ফেসবুকের (Facebook) ডেস্কটপ ভার্সন (Desktop Version) ঠিকভাবে লোড (Load) হয় না, আর হলেও তা স্বাভাবিক আচরণ করে না। যা একজন ইন্টারনেট (Internet) ব্যবহারকারীর জন্য খুবই বিরক্তির ব্যাপারও বটে। তবে, হ্যাঁ, অপেরা (Opera) তার ব্যবহারকারীদের সুবিধার কথা বিবেচনায় এনে তাদের নতুন ভার্সনে (Version) এনেছে আমূল পরিবর্তন। যেসব পরিবর্তন পাওয়া যাবে:-

ডিস্কভার (Discover):

এই ফিচারটি মূলত পৃথিবীর যেকোন টপ কোয়ালিটি’র খবর দিবে। এমনকি অবস্থানগত খবর দিবে পাঠকের নিজস্ব ভাষায়।

মানসম্মত ব্রাউজ (Quality Browse):

এই ফিচারটি অপেরার ইন্টারফেস (Interface) মান বা কোয়ালিটি বজায় রেখে শক্তিশালী (Powerful) ব্রাউজ (Browse) করার সুবিধা দেয়।

স্পিড ডায়াল (Speed Dial):

স্পিড ডায়াল (Speed Dial) ফিচারটি’তেও আমূল পরিবর্তন আনা হয়েছে। স্পিড ডায়ালে (Speed Dial) ব্যাকগ্রাউন্ডটি দেখতে অনেকটা উইন্ডোজ 8 (Windows8) এর স্টার্ট মেন্যু’র মতো।

এছাড়াও রাখা হয়েছে আরো অনেক ফিচারস্।

সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।



|‘অপেরা’



আমাদের পোষ্টগুলো ভালো লাগলে পরবর্তী আপডেটের আমাদের ফেসবুক পেজ পিসি হেল্প পেজটি Like করুন।





সৌজন্যে: পিসি হেল্প (টিপস এন্ড ট্রিকস্)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.