![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পিসি হেল্প একটি সাইট যার মাধ্যমে আপনি পিসি সম্পর্কিত টিপস্ ও ট্রিকস্ পাবেন।ধন্যবাদ!
Windows কম্পিউটার ব্যবহার করে না এমন সংখ্যা খুবই কম। আর এই Windows Pc ব্যবহার করতে করতে হরহামেশাই নতুন নতুন সমস্যায় পড়তে হয়। আর সমস্যার সমাধান যদি জানা থাকে তবে আমি নিজেই একজন Engineer। যাই হোক, আমরা তেমনই একটি সমস্যার সমাধান করবো আজকে।
কম্পিউটার Boot বা ReStart করতে অনেক সময় কম্পিউটার বেশি সময় নিয়ে নেয়। আসলে এটা কোন সমস্যা নয়। যদি আমরা একটি ছোট টিপস্ কাজে লাগাই তবে আর এমনটি হয় না।
তাড়াতাড়ি Boot বা Restart করানোর জন্য নিচের টিপস্ কাজে লাগাতে পারেন:-
1. প্রথমে Keyboard থেকে ‘Windows button’ + ‘R’ চাপুন,
2. Run ডায়ালগ বক্সে লিখুন ‘MS Config’
3. এরপর `System Configuration' উইন্ডো থেকে Boot Tab সিলেক্ট করুন,
4. তারপর `Advanced Option' বাটনে ক্লিক করুন,
5. ডায়ালগ বক্সটির বামে উপরের কোণা একটি টিক বক্সে টিক দিয়ে নিচের ড্রপডাউন বক্সে যদি আপনার Processor Dual Core হয় তবে 2 নতুবা 3 অথবা 4 সিলেক্ট করুন।
6. এবার OK করে Apply দিয়ে বের হয়ে আসুন।
ব্যস, আপনার কাজ শেষ!!
আমাদের সাথে থাকুন, এমন সব চমৎকার সব টিপস্ আর অ্যাপ নিয়ে শীঘ্রই আমরা আসছি!
Facebook Page
সৌজন্যে: পিসি হেল্প (টিপস্ এন্ড ট্রিকস্)
২৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৪৭
পিসি হেল্প বলেছেন: আপনার সর্ব্বোচ্চ ভ্যালুটিই দিন। ধন্যবাদ!!
২| ২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৪৬
কলমের কালি শেষ বলেছেন: কাজের পোষ্ট । ভাল লাগলো ।
৩| ২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৮
আমি তুমি আমরা বলেছেন: আর core i5 এর জন্য ভ্যালু কত দেব?
২৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৪৮
পিসি হেল্প বলেছেন: আপনার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্>> আপনার সর্ব্বোচ্চ ভ্যালুটিই দিন। ধন্যবাদ!!
©somewhere in net ltd.
১|
২৬ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:১০
সাইআনাইড বলেছেন: ভাইয়া,আমার কোর আই ৩।আমি বক্সে কত দিবো?