![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Look, it’s me The one who can’t be free Much too young to focus But too old to see
হতে চেয়াছিলাম স্বর্গ থেকে আশা কোন দেবদূত
পবিত্র মন আর নির্ভুল হিসাবের জীবন।
অতঃপর কিছুদিন অভিনয় করলাম,
এবং ব্যর্থ হলাম, দেবদূত ব্যর্থ হয় না।
কষ্টে পেয়ে হলাম কোন এক অপবিত্র আত্বা
কিংবা বিতাড়িত শয়তান
যথারীতি এইখানেও ব্যর্থ আমি।
আমার মন এখনো পবিত্র।
পুরোটা না হউক, কিছুটা তো বটে।
আর হিসাবে আমি বরাবরই কাঁচা।
তারপর শেষ চেষ্টা, হব মানুষ,
আর এইখানেও ব্যর্থতা আমার সাথি।
কিন্তু ব্যর্থতা আমার মনে আশার আলো জন্ম দিল।
দেবদূত সপ্ন দেখে না, শয়তান আশা করে না।
আর আমি সপ্ন দেখি ,আমি আশা করি।
আমি হয়ত মানুষ কিংবা এর কাছাকাছি কিছু।
আমি কি?
২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৪
বোকা যাদুকর বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:২৯
মহামহোপাধ্যায় বলেছেন: নিজেকে খুঁজে পাওয়ার প্রচেষ্টা অব্যাহত থাকুক। লিখতে থাকুন। প্রচুর ব্লগ ভিজিট করুন।

শুভ ব্লগিং