![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Look, it’s me The one who can’t be free Much too young to focus But too old to see
শীতের আগমনী বার্তা নিয়ে শরতের শুভ্র কাশফুল আর মন উদাস করা হালকা বাতাসে গল্পের আসর চারদিকে। কেউ নিজের মত ছবি তুলছেন। আবার কেউ পরিবার নিয়ে মেতে আছেন। কেউ আবার একা একা নিঃসঙ্গতা উপভোগ করছেন। দুপুরের রোদ একটু ঝিমিয়ে আসতেই দলে দলে মানুষ এসে জমজমাট হয়ে উঠছে ঢাকার অদুরে সবার পছন্দের জায়গা উত্তরার দিয়াবাড়ি।
গল্পের ফাঁকে চাইলে হালকা খাবার দাবার সেরে নেয়ার জন্য আছে কিচু অস্থায়ী দোকান।
কোন এক ছুটির দিনে সময় করে চলে যান মুক্তভাবে শ্বাস নিতে। একা অথবা চাইলে প্রিয়জনকে সাথে নিয়েও যেতে পারেন। সময়টা মন্দ কাটবেনা এই যান্ত্রিকতা থেকে একটু নিজেকে খুঁজে পেতে।
২| ২৫ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৫৬
ঢাবিয়ান বলেছেন: বখাটেদের উৎপাত কেমন ?
৩| ২৫ শে অক্টোবর, ২০২০ রাত ১০:২৫
রাজীব নুর বলেছেন: এ বছর যাই নি আমি।
©somewhere in net ltd.
১|
২৫ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৫৭
জাফরুল মবীন বলেছেন: অনেকবার যাওয়া হয়েছে।কিছুক্ষণ কাটানোর জন্য সুন্দর জায়গা তবে পর্যটকবান্ধব নয়।