![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Look, it’s me The one who can’t be free Much too young to focus But too old to see
বিস্তৃত সবুজ শস্যক্ষেত আর দূরের পাহাড়ের সারির মিতালির নান্দনিক সৌন্দর্যের সৃষ্টিতে যেনো এক টুকরো নিউজিল্যান্ড ঠাই নিয়েছে বাংলার বুকে।দুই পাশে দিগন্ত জোড়া সবুজ নিয়ে এই এলাকাটি খাগড়াছড়ির একমাত্র সমতল ভূমি।
গাড় সবুজ পাহাড় ওপরে সুনীল আকাশের মাঝে শুভ্র মেঘের আনাগোনা গোধূলির অস্তমিত লাল সূর্যের আভা সবকিছু মিলেমিশে একাকার হয়ে এক অপার্থিব সৌন্দর্যের জন্ম দিয়েছে। খাগড়াছড়িতে পর্যটকদের জন্য নিউজিল্যান্ড পাড়া একটি নতুন সংযোজন। এখানের বিশেষত্ব এই যে স্থানটি খাগড়াছড়ির অন্যান্য পর্যটন স্পট যেমন জলপ্রপাত, হ্রদ ইত্যাদির চেয়ে ভিন্ন, যা কেবল একটি সুন্দর ছোট্ট গ্রাম। গ্রামটি মহাদেশীয় নিউজিল্যান্ডের একটি অংশের মতো দেখায় বলেই স্থানীয়রা এটির নাম দেয় নিউজিল্যান্ড পাড়া। আর পানখাইয়া পাড়া হতে পেরাছড়া গ্রামের যাওয়ার পথটিকে নিউজিল্যান্ড সড়ক নামকরণ নামকরণ করে ।
Watch the full video on YouTube :
খাগড়াছড়ি শহরের কাছাকাছি বলে সাজেক ভ্রমণ পরিকল্পনার সাথে নিউজিল্যান্ড পাড়া ঘুরে আসতে পারেন। জেলা সদর হতে সিএনজি বা অটো ভাড়া করে নিউজিল্যান্ড পাড়া যাওয়া যায়।
১১ ই আগস্ট, ২০২২ সকাল ১০:৪৯
বোকা যাদুকর বলেছেন: জি ,ধন্যবাদ। প্লে ব্যাক এরর এই সমসার সমাধান থাকলে আমাকে জানাবেন। আর আমার চ্যানেল এ আরো ভিডিও আছে সময় পেলে ঘুরে দেখার অনুরোধ রইলো।
২| ১০ ই আগস্ট, ২০২২ রাত ৮:৩৯
ইমরোজ৭৫ বলেছেন: সুন্দর ও সুপারহিট ছবি।
১১ ই আগস্ট, ২০২২ সকাল ১০:৪৯
বোকা যাদুকর বলেছেন: ধন্যবাদ।
৩| ১০ ই আগস্ট, ২০২২ রাত ৮:৫৬
শূন্য সারমর্ম বলেছেন:
পর্যটকের আগাগোনা কেমন?
১১ ই আগস্ট, ২০২২ সকাল ১০:৫০
বোকা যাদুকর বলেছেন: খুব একটা না।
৪| ১০ ই আগস্ট, ২০২২ রাত ১০:৪৩
শেরজা তপন বলেছেন: ছবি দেখে বেশ মোহিত হলাম! এগুলো কি পাহাড় থেকে না ড্রোনে তোলা?
১১ ই আগস্ট, ২০২২ সকাল ১০:৫১
বোকা যাদুকর বলেছেন: ড্রোনে তোলা।ধন্যবাদ।
৫| ১১ ই আগস্ট, ২০২২ সকাল ১০:০৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: চমৎকার দৃশ্য; মন টানছে।
১১ ই আগস্ট, ২০২২ সকাল ১০:৫০
বোকা যাদুকর বলেছেন: ঘুরে আসুন, ভালো লাগবে।
৬| ১১ ই আগস্ট, ২০২২ রাত ৮:৫০
আরইউ বলেছেন:
লিংক দেবার সময়ে ইউটিউব আইডি এ ঘরে শুধু আইডি টি দেবেন। যেমন এই ভিডিওটি যদি আমি ইনসার্ট করতে চাই তব আমি https:// m(ডট)youtube(ডট)com/watch?v=U3lWVLuc6CE ইউটিউব আইডি এর ঘরে শুধু U3lWVLuc6CE দেব। মনে রাখবেন v= এর পরের শুধু ১১ ক্যারেক্টার ব্যবহার করবেন।
অথবা আপনি সরাসরি কোড লেখার মত করে লিখতে পারেন: বন্ধনি ([) শুরু yt| ভিডিও আইডির ১১ ক্যারেক্টার বন্ধনী ক্লোজ (])
ভালো থাকুন, বোকা যাদুকর।
১৪ ই আগস্ট, ২০২২ সকাল ১০:০৫
বোকা যাদুকর বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১০ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৪৩
আরইউ বলেছেন:
ছবিগুলো সুন্দর। আপনার ভিডিও লিংকটি আসেনি; প্লে ব্যাক এরর দেখাচ্ছে। অবশ্য ভিডিওটা আমি ইউটিউবে খুঁজে নিয়েছি।
Let's Hike চ্যানেলটি কি আপনার? আপনার পোস্টটি ভিডিওর বর্ননা থেকে নেয়া। বর্ননা কি আপনার লেখা?