নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কদর্য এশীয়

গণতন্ত্র হল এমন এক অস্তিত্বহীন মদ, যাতে সবাই মাতাল, কিন্তু কেউ কখনো পান করে নি।

পারভেজ রবিন

আয়নার মতো মানুষ আপনি একজন নিরাপদ ব্লগার : কন কি! আমার চারদিকে কত বিপদ!

পারভেজ রবিন › বিস্তারিত পোস্টঃ

শাপলা

০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৪৫

বাংলাদেশে শাপলার দুটি প্রজাতি পাওয়া যায়। এর প্রথম প্রজাতিটি আবার দুটি রঙের হয়, সাদা ও লাল (গোলাপী)। সাদাটি আমাদের জাতীয় ফুল। অন্যটির নাম নীল শাপলা। নামেই বলে দিচ্ছে এর রং নীল।

সাদা শাপলা



লাল শাপলা



নীল শাপলা



বংশ পরিচয়:

Kingdom: Plantae

Division: Magnoliophyta

Class: Magnoliopsida

Order: Nymphaeales

Family: Nymphaeaceae

শাপলার বৈজ্ঞানিক নাম: Nymphaea pubescens

নীল শাপলার বৈজ্ঞানিক নাম: Nymphaea stellata



তিন শাপলা একসাথে:





নীল শাপলার সা‍থে বাকি দু‍টো পার্থক্য হল নীল শাপলা একদলীয় (রাজনৈতিক ব্যাপার না, পাপড়ি Single) আর বাকি দু‍টো Semi-double.

শাপলা শুধু ফুলই নয়। সর্বভুক মানুষ শাপলা খায়ও। এবং খাওয়ার একাধিক পদ্ধতি আছে। এই শাপলা থেকেই হয় একটি চমৎকার খাবার। ফুলের মাঝখানের বোটার উপড়ে অর্থাৎ গর্ভাশয়ে গুড়ি গুড়ি বীজ থাকে। ছোটবেলায় আঙ্গুল দিয়ে খুটে সেই বীজ বের করে খেতাম। খেতে খারাপ না। আর সেই বীজ দিয়ে আরেকটি সুস্বাদু খাবার হয়। নাম ঢ্যাপের খৈ। খুব হালকা এই ঢ্যাপের খৈ। খাওয়ার সময় যদি ভুলে নিঃশ্বাস ছাড়তাম দেখতাম কখনো হাত খালি কখনো অল্প কয়েকটা আছে। শাপলা শালুক সারা বছর টুকটাক ফুটলেও শরৎ কালে এরা ফুটে মহাসমারোহে। আর এখন ঢ্যাপের খৈয়ের সময়। কিন্তু বাজারে ঢ্যাপের খৈ নেই। কারন মানুষ শাপলা সব্জি হিসেবে রান্না করে খেয়ে ফেলছে। খৈ বানানোর মত শাপলা থাকে না। ঢ্যাপের খৈ আমার খুব পছন্দের জিনিস। কেউ বেচতে দেখলে জানাবেন।



বি. দ্র.: বাংলাপিডিয়ায় নীল শাপলাকে শালুক বলা হয়েছে। কিন্তু শালুক শাপলারই একটি অংশ।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৩৫

বৃষ্টি ভেজা সকাল বলেছেন: ভাল লাগল।

০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৪২

পারভেজ রবিন বলেছেন: ধন্যবাদ।

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৩৯

রেডসিগনাল বলেছেন: রাজশাহীর চলন বিলে পাওয়া যায় ।

০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৪৩

পারভেজ রবিন বলেছেন: ফুল পাওয়া যায় সারা দেশেই। কিন্তু ঢ্যাপের খৈ: দূর্লভ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.