নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিতান্তই অলস।

পিকলু মল্লিক

নতুন করে হোক না শুরু আবার....।

পিকলু মল্লিক › বিস্তারিত পোস্টঃ

কি করে লিখব??

০৩ রা জুলাই, ২০১৬ সকাল ১০:৫৯

আমি অনেক আগে থেকেই ব্লগ পড়ি।অনেকের লেখাই বিষণ ভাল লাগে তাদের নাম বলে শেষ করা যাবে না।তাদের লেখা পড়তে পড়তে মনে হতো ইস আমিও যদি এমন তরো লিখতে পারতাম।তাই এই এখানে একটা একাউন্ট খুলেই ফেললাম।কিন্তু ব্লগার খাতায় নাম লেখালেইতো ব্লগার হওয়া যায় না। আসল কথা কিভাবে লেখা শুরু করব বুঝতেই পারছি না।তাই কিভাবে লেখালেখি শুরু করব সেটা জানার জন্য আপনাদের শরণাপন্ন হয়েছি।তাই প্লিজ যে যেভাবে পারেন তথ্য দিয়ে সাহায্য করুন হতভাগা পিকলো মল্লিক কে। এ নিয়ে কোন বই রচিত হলে তাও বলতে পারেন।আর দয়া করে কেউ তুচ্ছ তাচ্ছিল্য করবেন না।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৬ সকাল ১১:০৬

আহলান বলেছেন: সুস্বাগতম ..!

২| ০৩ রা জুলাই, ২০১৬ সকাল ১১:২০

ঘটক কাজী সাহেব বলেছেন: পিকলু মানি কি ভাই। :-B এই নামের অর্থ বলিতে পারিলেই লিখিতে পারিবেন =p~

৩| ০৩ রা জুলাই, ২০১৬ সকাল ১১:৩০

সামু পাগলা০০৭ বলেছেন: আপনি কি লিখতে চান সেটা ডিসাইড করুন আগে। ব্লগের সুবিধা হচ্ছে অনেক ধরনের অপশন থাকে। আপনি কবিতা/গল্প থেকে শুরু করে মুভি রিভিউ, রম্যও লিখতে পারেন। সমসাময়িক কোন বিষয় নিয়ে নিজের মতামত দিতে পারেন। আবার কোন ভ্রমনকাহিনী ছবিসহ শেয়ারও করতে পারেন। এটা আপনার নিজস্ব চয়েস যে এটা আমার লিখতে ভালো লাগে, এই বিষয়ে লিখে আমি মজা পাব। ব্লগ লেখাটা আসলে নিজের মনের আনন্দের জন্যে এবং অন্যকে আনন্দ দিতে করতে হয়।

প্রথম প্রথম পোষ্ট দেওয়া, মন্তব্য পাওয়া এসব বিষয়ে সহজ হবার জন্যে চাইলে বেশি না লিখে ইন্টারেস্টিং ছবিসহ পোষ্টও দিতে পারেন আপনি। কবিতা লেখার অভ্যাস থাকলে তাও শেয়ার করতে পারেন। যাই করুন না কেন মনের আনন্দে করুন, এবং সামুর মান বজায় রাখুন।

সামু ব্লগ অনেককে লেখক বানিয়ে ছেড়েছে। আপনাকেও করবে সে আশা রাখি।
সবশেষে আমাদের সামু পরিবারে স্বাগতম। এ যাত্রা শুভ ও আনন্দময় হোক।

৪| ০৩ রা জুলাই, ২০১৬ সকাল ১১:৩৫

খায়রুল আহসান বলেছেন: ব্লগে সুস্বাগতম!
সামু পাগলা০০৭ এর উপদেশ অনুসরণ করুন, সবই পারবেন।

৫| ০৩ রা জুলাই, ২০১৬ দুপুর ১২:০৫

সুমন কর বলেছেন: শুভ ব্লগিং........ !:#P

৬| ০৩ রা জুলাই, ২০১৬ দুপুর ১২:৩৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করার প্রশ্নই উঠে না। যে বিষয়ের ওপর আপনার জ্ঞান ও অভিজ্ঞতা রয়েছে, সেই বিষয় নিয়ে লেখা শুরু করুন। দেখবেন, আস্তে আস্তে আপনি একজন নিষ্ঠাবান ব্লগার হয়ে উঠেছেন।

ধন্যবাদ। শুভ ব্লগিং।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.