নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পিনাকীর ব্লগ

চিত্ত যেথা ভয়শূন্য

পিনাকী ভট্টাচার্য

চিকিৎসক, লেখক। কন্ট্রিবিউটিং এডিটর, আমাদের অর্থনীতি।

পিনাকী ভট্টাচার্য › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের ওষুধ শিল্পের চড়াইয়ের দিনগুলোঃ মুক্তিযুদ্ধের ঠিক পর পর কী ঘটেছিল

২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৩

দেশ স্বাধীন হোল। স্বাধীনতার আগে বাংলাদেশে তিনটে উল্লেখযোগ্য ওষুধ উৎপাদক কোম্পানি ছিল। ফার্মাপাক, এড্রুক, অ্যালবার্ট ডেভিড, এছাড়া যেসব ওষুধ কোম্পানি ছিল তাদের ওষুধ পরিমানে এবং মানে উল্লেখ করার মতো ছিল না। এই কোম্পানি গুলো সাকুল্যে ২০% স্থানীয় ওষুধের চাহিদা মেটাত। অ্যালবার্ট ডেভিড এর মালিক ছিলেন অবাঙ্গালী। তিনি স্বাধীনতার পর বাংলাদেশ থেকে চলে যান, আড্রুক পরে মূলধনের সংকটে। ফার্মাপাক নাম বদলে নাম নেয় ফার্মাদেশ। বাকী যে ৮০% ওষুধের প্রয়োজন হতো সেটা আসতো পশ্চিম পাকিস্তান থেকে। এর মধ্যে একটা পাকিস্তানী কোম্পানি ছিল নাম ফিরোজ অ্যান্ড সন্স, বাকী সব ওষুধ আসতো বহুজাতিক কোম্পানি থেকে যাদের অফিস ছিল পশ্চিম পাকিস্তানে। হঠাৎ করে দুটো স্থানীয় কোম্পানি বন্ধ হয়ে যাওয়ায় এবং পশ্চিম পাকিস্তান থেকে ওষুধ আসা বন্ধ হয়ে যাওয়ায় সদ্য স্বাধীন দেশ ওষুধের তীব্র সংকটে পড়ে। বৈদেশিক মুদ্রার সংকট থাকায় সেই বহুজাতিক কোম্পানি গুলো সদ্য স্বাধীন দেশে ওষুধ বিক্রিতে অনীহা দেখায়।



সেই সময় একটা কমিটি করা হয় যারা সরকারকে পরামর্শ দেয় তৎকালীন সমাজতান্ত্রিক দেশগুলোর কাছে থেকে ওষুধ কেনার। কমিটিতে ছিলেন প্রোফেসর নুরুল ইসলাম, প্রফেসর আশরাফ আলী। সেই সময় সমাতান্ত্রিক দেশগুলোর মধ্যে সবচেয়ে উন্নত ওষুধ উৎপাদন প্রযুক্তি ছিল হাঙ্গেরির। কমেকনের সদস্য হিসেবে সমাজতান্ত্রিক দেশগুলো হাঙ্গেরিকে ওষুধ শিল্পে শ্রেষ্ঠত্ব অর্জনের দায়িত্ব দিয়েছিলো।। এমনকি সোভিয়েত ইউনিয়ন তাদের চাহিদার ৬০% ওষুধ হাঙ্গেরি থেকে নিত। সমস্যা ছিল একটাই বাংলাদেশ ওষুধের দাম বৈদেশিক মুদ্রায় শোধ করতে সক্ষম ছিল না।



এই কঠিন মুহূর্তে এগিয়ে এলো হাঙ্গেরি। হাঙ্গেরির ইগিস, গেইডেন রিখটার, কাইরন, মেডিম্পেক্স। তাঁরা রাজী হোল বার্টার ট্রেডে। ওরা পাঠাবে ওষুধ আর আমরা বিনিময়ে পাঠাবো, পাট, কাঁচা পণ্য। ওষুধের মূল্য ধরা হোল এক্স ফ্যাক্টরি প্রাইস। মানে মুল উৎপাদন খরচ।











সেই চড়াইয়ের দিনে কেউ আমাদের পাশে এসে দাড়ায়নি। মুনাফার চিন্তা না করে দাঁড়িয়েছিল সমাজতান্ত্রিক দেশগুলো। সমাজতন্ত্র শুধু ক্ষমতার রাজনীতিই নয়, এক মহান আদর্শ ও বটে। যেই আদর্শ পৃথিবীকে মানুষ আর মানবিক মূল্যবোধ কে উর্ধে তুলে ধরতে শিখিয়েছিল।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৭

পরিবেশ বন্ধু বলেছেন: বেশ তথ্যবহুল , অনেক কিছু জানা হল

২| ২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৯

বশর সিদ্দিকী বলেছেন: সদ্যস্বাধিন একটা দেশকে সহযোগিতা করার জন্য হাঙ্গেরিকে অশেষ ধন্যবাদ জানাই।

দিলেন তো লাস্টে আইসা পিনিক লাগাইয়া।
সমাজতন্ত্র যদি এত ভালই হবে তো মুখথুবরে পরে আছে কেন?? কেন আর গ্রহনযোগ্যতা পাচ্ছেনা সাধারন মানুষের কাছে?? কেন পশ্চিম বঙ্গের দাদারা মমতা ব্যানার্জির মত একটা স্টুপিড মহিলার কাছে গো হারা হারবে??

কারন একটাই সমাজতন্ত্র সুন্দর একটা রাবারের বেলুন যার বাহিরের আবরনটা খুব সুন্দর মানবতা বাদী কিন্তু ভিতরটা একেবারে ফাপা। সেখানে আছে নাস্তিক্যবাদ, লক্ষ মানুষের আর্তনাদ, আর রক্তের নদী।

২১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২০

পিনাকী ভট্টাচার্য বলেছেন: bashorbashor_17 এটা ফেসবুক নয় যে আপনি যা খুশী তাই বলে পার পেয়ে যাবেন। নাম বিকৃত করে কমেন্ট করায় আপনার নামে রিপোর্ট করছি ব্লগ অ্যাডমিনের কাছে।

৩| ২০ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৯

আখিলিস বলেছেন: @ লেখক: সুন্দর পোষ্ট ।

@ bashor_17: ধনতন্ত্র তেও কিন্তু খারাপ অ-নে-ক কিছু আছে - বরং মানুষের আর্তনাদ, শোষন আর রক্তের নদী বোধকরি সমাজতন্ত্রেও চেয়ে ধনতন্ত্রে অ-নে-ক বেশীই আছে । আর নাস্তিক্যবাদ কিভাবে সমাজতন্ত্রের বাই-প্রোডাক্ট হয় বুঝলাম না ! যে নাস্তিক সে ধনতন্ত্র কিংবা সমাজতন্ত্র যেকোন জায়গাতেই থাকতে পারে - বিশ্বাস মনের ব্যপার, কোন তন্ত্রের না আমার মনে হয়। বরং ধনতন্ত্রে ধর্ম নিয়ে যে ব্যবসা হয়, সেটা সমাজতন্ত্রে হবার সুযোগ কম। দুই তন্ত্রেই সমস্যা আছে - নাথিং ইজ পারফেক্ট !

৪| ২০ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৯

আখিলিস বলেছেন: @ লেখক: সুন্দর পোষ্ট ।

@ bashor_17: ধনতন্ত্র তেও কিন্তু খারাপ অ-নে-ক কিছু আছে - বরং মানুষের আর্তনাদ, শোষন আর রক্তের নদী বোধকরি সমাজতন্ত্রেও চেয়ে ধনতন্ত্রে অ-নে-ক বেশীই আছে । আর নাস্তিক্যবাদ কিভাবে সমাজতন্ত্রের বাই-প্রোডাক্ট হয় বুঝলাম না ! যে নাস্তিক সে ধনতন্ত্র কিংবা সমাজতন্ত্র যেকোন জায়গাতেই থাকতে পারে - বিশ্বাস মনের ব্যপার, কোন তন্ত্রের না আমার মনে হয়। বরং ধনতন্ত্রে ধর্ম নিয়ে যে ব্যবসা হয়, সেটা সমাজতন্ত্রে হবার সুযোগ কম। দুই তন্ত্রেই সমস্যা আছে - নাথিং ইজ পারফেক্ট !

৫| ২০ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: কত কিছুই যে জানিনা !

৬| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১:০৩

বিডি বয়েস বলেছেন: নতুন কিছু জানলাম,ভালো লাগলো।

৭| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১:১১

বিশ্বাস করি 1971-এ বলেছেন: এইটা সমাজতন্ত্ররে কিছু নাই । বাংলাদেশ সোভিয়েত ব্লকে ছলি এটা বড় কথা্ । সমাজতান্ত্রিক রাশিয়াতে যে পরিমান লোক র্নিবাসনে মারা গেছে হিটলারও এত ইহুদি মারতে পারে নায় কনসেনট্রেশন ক্যাম্পে...

৮| ২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩৮

সাইবার অভিযত্রী বলেছেন: হাংগেরীকে অনেক ধন্যবাদ, আমাদের বিপদের ডিনে পাশে এসে দাড়ানোর জন্য।

তবে সমাজতন্ত্র নিয়ে যা বললেন তা পুরাটাই পিনিক-প্যানিক।

পুজিবাদের মানুষ শোষন করে মানুষকে, আর সমাজতন্ত্রে ঘটে এর উল্টা -টা ।

২১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২১

পিনাকী ভট্টাচার্য বলেছেন: সাইবার অভিযত্র এটা ফেসবুক নয় যে আপনি যা খুশী তাই বলে পার পেয়ে যাবেন। নাম বিকৃত করে কমেন্ট করায় আপনার নামে রিপোর্ট করছি ব্লগ অ্যাডমিনের কাছে।

৯| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:২৪

বশর সিদ্দিকী বলেছেন: আমার কমেন্টে যদি আপনি মনে কস্ট পেয়ে থাকে তবে আন্তরিক ভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থি । আমি আসলে আপনার নামকে বিকৃতি করিনি। আমি সমাজতন্ত্র কে কটাক্ষ করে বলেছি।

আর ক্ষমা চেয়েছি রিপোর্টের জন্য না বিবেকের তারনায়।

স্যরি।

১০| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৫

তাজমুল আক্তার বলেছেন: গুরুত্বপূর্ণ তথ্য জানলাম। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.