![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমরা যারা নাস্তিক বলে একজন জ্যান্ত মানুষকে কুপিয়ে মেরে আলহামদুলিল্লাহ পড় তারা জেনে রেখো ঠিক তোমাদের মতই চিন্তা করে ইজরাইলিরা একজন মুসলমানকে হত্যা করে। তোমরা যেমন এই ধরনের হত্যাকে পাপ মনে কর না তেমনি তারাও পাপ মনে করে না। তোমরা যেমন একজন নাস্তিক হত্যাকে কুকুর হত্যা বলে ফেসবুকে উল্লাস কর তেমনি ইজরাইলের মানুষরাও ফেসবুকে আরেকটি কুকুর মারার আনন্দে উল্লাস করে।
মুসলমান অনেক দেখি যারা নাস্তিক হত্যায় আলহামদুলিল্লাহ পড়ে ছোয়াব হাসিল করে, কেউ কেউ আবার যুক্তিও দেখায় এই বিভৎস্য হতাকাণ্ড শরিয়তি বিধানে জায়েজ আছে বলে, কেউ কেউ আবার মৃত ব্লগারদের নিয়ে জোকস পরিবেশন করে ছোয়াব হাসিল করে !!!!
সত্তি কি কোন রিলিজিয়ন মানুষ হত্যা কে সাপোর্ট করে???? ডোন্ট ফলো দি মেজোরিটি, ফলো দ্যা রাইট ওয়ে।।।।
২| ১৩ ই মে, ২০১৫ দুপুর ১:২৭
এ আর ১৫ বলেছেন: Janata ... Don't lie in the name of Islam ইসলাম অবমাননা কারিদের হত্যার কোন নির্দেশ কোরানে নেই । সুরা আল হিজরের ৯৫ তম আয়াতে আল্লাহ স্বং বলেছেন তিনি নিজে বিদ্রুপকারিকে শাস্তি দিবেন ।
সুরা মোজ্জামেল ( ৭৩--১0 ) কাফেররা যা বলে, তজ্জন্যে আপনি সবর করুন এবং সুন্দরভাবে তাদেরকে পরিহার করে চলুন।
সুরা নিসা আয়াত ১৪0- আর কোরআনের মাধ্যমে তোমাদের প্রতি এই হুকুম জারি করে দিয়েছেন যে, যখন আল্লাহ তা’ আলার আয়াতসমূহের প্রতি অস্বীকৃতি জ্ঞাপন ও বিদ্রুপ হতে শুনবে, তখন তোমরা তাদের সাথে বসবে না, যতক্ষণ না তারা প্রসঙ্গান্তরে চলে যায়। তা না হলে তোমরাও তাদেরই মত হয়ে যাবে। আল্লাহ দোযখের মাঝে মুনাফেক ও কাফেরদেরকে একই জায়গায় সমবেত করবেন।
বিদ্রুপকারীদের জন্য আমিই আপনার পক্ষ থেকে যথেষ্ট" (সুরা আল হিজর:৯৫)
৩| ২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৬
চয়ন কুমার কুনডু বলেছেন: এই কথা গুলি সবাই বুঝলে আজ তারা ধারালো অস্ত্র নিয়ে ব্লগার দের মারতে যেত না...
©somewhere in net ltd.
১|
১৩ ই মে, ২০১৫ সকাল ১০:১৩
জনতার রায় বলেছেন: কোন ব্যক্তি যদি আল্লাহ্র দুনিয়ায় বসবাস বসে আল্লাহ ও তার বিধান সম্পর্কে কটুক্তি করে, তবে তাকে আল্লাহর দুনিয়া থেকে সরিয়ে দেওয়াকে কেবল সমর্থন নয় - উৎসাহিতও করা হয়েছে। কিন্তু তা চোরের মত নয়। বিচারের মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হয়।
তবে ব্লগার অনন্ত জীবন দিয়েছে ইসলামের বিরুদ্ধাচারণের জন্য নয় - একজন স্থানীয় সংসদ সদস্যের পাছার কাপড় খুলে দেবার জন্য।