![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মস্তিষ্কে আমার দ্বারা বানানো
আমার কল্পনা জগৎটি অনেক বড়।
আমি আমার কল্পনার চরিত্রের একটি চরিত্র।
আমার নিজের এই কল্পনার জগৎটির জন্য আমাকে অনেক সময় ব্যায় করতে হয়, তাই আপনাকে নিয়ে ভাবার মত সময় আমার কাছে নেই। জানি আপনারও থাকবে না !
যদিও সুযোগ পেলেই সবাইকে নিয়েই ভাবা উচিত। মাঝে মাঝে আমিও সবাই কে নিয়ে ভাবি। ভাবলেই দেখি একটার পর একটা মানুষের দোষ বের হয়ে আসে। আর সেগুলা তুলে ধরলে মানুষ উলটো আমাকে ভুল বুঝে। বা আমিই হয়তো মানুষ্কে সেইটা বুঝাতে পারি না।
হয়তো দোষটা আমার বা আমার ব্রেইন এর ভিতরে। সারাক্ষনই মনে হয় আমার ব্রেইন এর ভিতরের নিউরন গুলো কিলবিল করে। তাই আজ সবার কাছে দোয়ার পার্থি।
যদিও এখন পর্যন্ত আমাকে আমার বাপ-মা দাদা-দাদী গরীব-দুঃখি চেনা-অচেনা যত দোয়া করেছে সেগুলা হিসাব করলে তো আমার চোদ্দ গুষ্টির আর দোয়ার দরকার হওয়ার কথা না।
কিন্তু প্রব্লেম টা কোথায় যে দোয়া করে তাদের নাকি যে দোয়া কবুল করে তার, নাকি আমার নিজেরই দোষ?
আমার তো মনে হয় আমাকে কয়েক টন দোয়া গুলিয়ে ঠাণ্ডা মাম পানির সাথে মিশিয়ে খাইয়ে দিলে বা তা দিয়ে আমাকে গোছল করালেও আমার তেমন কোন উন্নতি হবে না। তারপরও সবার কাছে আমি দোয়ার পার্থি। একটা কথা আছে না,
বিশ্বাস এ মিলায় বস্তু আর তর্কে বহুদুর।
যদিও এই কথাটি আমি বিশ্বাস করি বললে নিজের সাথে নিজেই মিথ্যা বলা হয়ে যাবে।
২| ১৬ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:০২
তপ্ত সীসা বলেছেন: তুমি কে হে ভায়া আমার পিছে লাগছো?
৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩১
ময়না বঙ্গাল বলেছেন: আল্লা আপনার বরকত দিন
©somewhere in net ltd.
১|
১১ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮
চাঁদগাজী বলেছেন:
দোয়া কাজে লাগার কথা নয়