![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মামুন ম. আজিজ একে একে স্বপ্নগুলো সব হেঁটে হেঁটে ঐ চলে যাচ্ছে নরকের মাঝে আর একা একা স্বর্গের পানে হাঁটছি আর ভাবছি, স্বপ্নহীন হয়ে থাকা সেই স্বর্গে এক পরাজিত আত্মা গল্প কবিতা লিখবে কিভাবে [email protected] Blood Group: A+ http://mamunma.blogspot.com/
সেই কবে বাংলা ব্লগের সূচনা লগ্নে, বিশাল বিশাল শিকড় ব্লগার..এক কোণে একটু প্যাঁচিয়ে থাকতাম কেঁচোর মত....সে সব শিকড় ব্লগার বিতত হয়েছে , ছড়িয়ে ছিটিয়ে গেছে, সময় আমাকেও ব্লগের মাঝে অনিয়মিত করে গেছে...............কিন্তু `'৭১এর যুদ্ধাপরাধীদের বিচার চাই' ঠিকই লটকাই রাখছি ব্লগ পাতার আগায়.....শুরু হলো.....একটা যুদ্ধপরাধীর বিচার হলো রে হলো......এখন `র' থেকে `দের'...এর আগমণের প্রতীক্ষা আবার............শিরোণাম লটকানো থাকবো....যতক্ষণ `দের' ..সম্পূর্ণ না হইবো।...............
কিন্তু ফাঁসির সূচনা মণি কোন দেশেতে পালাইছে ....পাওয়া যাইবোনি খুঁইজা...
আশায় কেটছে এত বছর এই পোড়া জাতির
আশাই আনবে খুঁজে , উঠাবে ঐ কাষ্ঠে ফাঁসির................
প্রথম রায়ে আযাদের ফাঁসি
২| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫১
কান্না হাসি বলেছেন: Every Day is not Sunday.
৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৬
পথিক!!!!!!! বলেছেন: জানা আপু, আছি কাছে না হলেও দূর থেকে সদাই। ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৯
জানা বলেছেন:
আমরা সম্মিলিতভাবে ঠিক সেই জরুরী জায়গাটাই অবস্থান করছি, করবো শেষ মুহূর্ত পর্যন্ত।
ভাল খবরের পাশাপাশি অনেকদিন পর আপনাকে দেখেও খুব ভাল লাগলো পথিক। ভাল থাকবেন।