![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মামুন ম. আজিজ একে একে স্বপ্নগুলো সব হেঁটে হেঁটে ঐ চলে যাচ্ছে নরকের মাঝে আর একা একা স্বর্গের পানে হাঁটছি আর ভাবছি, স্বপ্নহীন হয়ে থাকা সেই স্বর্গে এক পরাজিত আত্মা গল্প কবিতা লিখবে কিভাবে [email protected] Blood Group: A+ http://mamunma.blogspot.com/
১ মিনিট ১০ সেকেন্ডের জিপির এই এডটির ঠিক ৩৩ সেকেন্ডের ডায়ালোগ ....''বরিশাল কোন্হানে?
: কাউচার চর
এ তুই দেহি মোর এলাকার পোলা
: ওরে মোর সুবানাল্লাহ, মে ভাই কাউআর চর, মুইও কাউআর চর, মে ভাইর চান্দি ছিলা , মুইও তাইলে চান্দি ছিলা, এবারে সেম টু সেম, আমরা আমরাই তো'
...নিজেদের মধ্যে ব্যাপারটাই অন্যরকম দাবীর সম্পর্ক, গ্রামীণ ফোনের সোয়া চার কোটি পরিবারে কল রেট এখন সোয়া চার পয়সারও কম ...শুধু রাতে নয় দিনেও....."
-----এই চান্দি ছিলা এড দেখে আর সেম টু সেম ...টাইপ ডায়ালোগ শুনে কি কোন দর্শক মনে করতে পারে না, 'আমি চান্দি ছিলা , নেচারের কাছে ধরা খাইছি, ভাইজানও তাই, সেম টু সেম---আমি জিপি ইউজার, ধরা খাইছি, ভাইজানও তাই....সেম টু সেম!'
২| ১০ ই জুলাই, ২০১৩ রাত ৯:১১
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হি হি.........
৩| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০৪
পথিক!!!!!!! বলেছেন: ইভটিজিং বিষয় বলতে গেলে তো আরও কথা আসবে.....মোবাইল ব্যবসায় ইভিটিজিংয়ের ভূমিকা অনেক কাজে লাগেতো....মোবাইল নম্বর লেনদেন হয়, ডিস্ট্রাব করা হয়...এইসব..সে কারনে কি ইভটিজিং দেখানো ..বিষয় টা প্রশ্নবিদ্ধ করা যেতে পারে।
©somewhere in net ltd.
১|
১০ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫৪
চারশবিশ বলেছেন: আ্যাডের প্রথমেই ইভটিজিং করল খেয়াল করলেন না