নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জনৈক মানসিক রোগীর ব্লগ

স্মৃতিভ্রংসের ঘূর্নাবর্তে পাক খেতে খেতে মনে পড়ে , পায়নি ব্রাশের স্পর্শ সাত দিন আমার দাঁতের পাটি, মুখ ধুইনি বস্তুত কিছুদিন , তেলহীন রুক্ষ চুলে চিরনির মিহি দাঁত করেনি যে খেলা কতকাল , কালেভদ্রে আবছা স্বপ্নে স্খলিত বীর্যের চিহ্নগুলি ত্বকে লেগে থাকে ;

চিরনীল

নীল !!!

চিরনীল › বিস্তারিত পোস্টঃ

ন্যানোগল্প ২ঃ লেখক , শ্রমজীবী ও যৌন গন্ধ যুক্ত কিছু (১৮+)

২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১:০৩

টাইটেল লেখার পর লেখকের মনে হল সে শ্রমজীবীদের যৌন জীবন এত কম টাকায় সে বিক্রি করবে না । কিন্তু তার এছাড়া কিছুই করার নাই কারন তার নিজের জীবন ও যৌন জীবন নিরিবিছিন্ন রাখার জন্য ।

এটা একটা বিজ্ঞাপন তাও আবার এই বিজ্ঞাপন এই দেশে প্রচারিত হবে না ।এই দেশের মানুষ সামাজিক ভাবে মধ্যকট্টর যৌনপন্থি। (এদেশ মানে এ দেশ না । এই গল্পের মধ্যের লেখকের দেশ । গল্পের মধ্যের এই লেখক আবার মনে করত যৌনতার মাধ্যমেই সব রকম বিপ্লব করতে হয় । এই লেখক যেহেতু একটু এন্টি শোসাল তাই সে আসলে ভালোভাবে জানতো না যে যৌনতাই সবচেয়ে দামি পন্য এই ক্যাপিটালিজমে )

যাই হোক লেখকের চরিত্র শ্রমজীবিটি, যে সদ্য হওয়া মধ্যবয়স্ক একজন । তার কাছে হয়তো যুবক/ যুবতী অথবা বালক/বালিকা বয়সে জীবনের অর্থ ভিন্ন ভিন্ন ছিল । এবং বৃদ্ধ/বৃদ্ধা কালেও ভিন্ন থাকবে । কিন্তু যেহেতু এই সময় মানে তার এই মধ্যবয়সে পৃথীবিকে বাঁচিয়ে রাখতে তার সর্বোচ্চ্য জীবনীশক্তি বিক্রি হচ্ছে সেহেতু এই সময়ে জীবনের মানে সম্পর্কে তার মতামতকে (এই বিষয়ে তার ভাবনার তার মনের যে স্তরে রয়েছে সেখান থেকে এই ভাবনাকে কথায় নিয়ে আসতে গল্পের মধ্যের লেখকের যে সংগ্রাম সে নিয়ে আরাকটা গল্প লেখা যাবে ।) মোটামুটি জীবন সম্পর্কে তার চুরান্ত ভাবনা বলা যায় ।

মুল ব্যপারটা হল একটা অর্গাজম/চরমপুলক । শেষ রাতের দিকে । তাও প্রতিদিন না । প্রতিটি আপমান , প্রতিটি রাগ এবং আনান্য যেসব কারন মস্তিস্কে চাপ ও মানসিক প্রদহ সৃষ্টি করে তা একেকটা আর্গাজমের মাধ্যমে মহাশুন্যে বিলীন হয়ে যায় ।

লেখকের কাজ হল এই থিম দিয়া একটা ছোট চিত্রনাট্য তৈরি করা ।এটা এত কম টাকায় করবে কিনা সেটাই এখন তার চিন্তার বিষয় । কিন্তু কি জানো একটা কাজ তার বাকি আছে । যেটার অভাবে সে ভালোভাবে চিন্তা করতে পারছে না । আর সে অযৌন বুদ্ধের মত নির্বানও লাভ করে নাই ।

ন্যনোগল্প ১ঃ লেখক , নারী ও যুবক (১৮+)


মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৪৪

চিরনীল বলেছেন: লাইক ডেয় না কেউ X( X(( #:-S :( :( :(( :((

২| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ২:১০

কানিজ রিনা বলেছেন:

২১ শে এপ্রিল, ২০১৬ রাত ২:১৪

চিরনীল বলেছেন: কি?কিছুনা

৩| ২১ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৯

বিজন রয় বলেছেন: ভাল লিখেছেন।
++++

২১ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩২

চিরনীল বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.