নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকৃতির সাথে একাত্ম হওয়া

প্রকৃতির রহস্যময়তা আমাকে বিমোহিত করে। তাই এর সাথে একাত্ম হয়ে সবার হৃদয়ে বেঁচে থাকতে চাই।

কামরাজ

প্রকৃতির সাথে একাত্ম হওয়াই আমার চেষ্টা

কামরাজ › বিস্তারিত পোস্টঃ

পঞ্চাশতম পোষ্ট

২৮ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

অত্যন্ত আনন্দের বিষয় এই যে এই ব্লগে আজ আমার পঞ্চাশতম পোষ্ট লেখার সৌভাগ্য হয়েছে। এত জনপ্রিয় একটা ব্লগে লেখার সুযোগ পেতে প্রথমে অনেক সময় লেগেছিল। তারপর ধীরে ধীরে নিরাপদ ব্লগারে পরিণত হলাম। সৃষ্টিকর্তার ইচ্ছায় এখনো তেমন কোন সমস্যায় পড়তে হয়নি। মানে কোন অভিযোগ বা আপত্তিকর মন্তব্য পেতে হয়নি। অবশ্য খুব সাবধানেই সব লেখা লিখতে হয়েছে। তাই ১ বছর ৩ মাসের মতো দীর্ঘ সময়ে মাত্র ৫০ টি পোষ্ট দিতে পেরেছি। মন্তব্য পেয়েছি মাত্র ৫৫ টি। মন্তব্য করেছি মাত্র ৫০টি। তবুও এডমিনকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি- এত চমৎকার একটি ব্লগ, এত বেশি ব্লগার, এত রকম চাপ সহ্য করেও নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে সক্ষম হয়েছে বলে। প্রার্থনা করি ব্লগটি টিকে থাকুক এবং পরিচালকদের সবাই সুস্থ থাকুক। এমন চমৎকার মানসিকতা ধরে রাখুক। এখানকার ব্লগাররা সব বিষয়ে এত চমৎকার ও তথ্যবহুল পোষ্ট দেয় যে, সেসব পড়তে পড়তেই নিজে লেখার কথা ভুলে যাই। তাছাড়া আমি সাহিত্য বিষয়ক লেখাতে অভ্যস্ত হওয়ায় খুব বেশি সাড়া জাগাতে পারি নাই। আমার কোন পোষ্ট কোনসময় নির্বাচিত পোষ্টও হয় নাই। তত ভালো কোন পোষ্ট লেখার যোগ্যতা এখনও হয়েছে কিনা বুঝতে পারছিনা। তবে একবার এডমিনকে একটা অনুরোধ করেছিলাম। পোষ্টগুলোর লেখার ডানদিক সমান রাখার জন্য জাস্টিফাই কমাণ্ডটা টুলবারে দেয়া যায় কিনা দেখতে। আশা করি এডমিন এ ব্যাপারে ভেবে দেখবে। আরেকটা অনুরোধ করছি। জানি না সেটা সম্ভব হবে কিনা। একজন ব্লগারের সবলেখা পিডিএফ ফাইলে বইয়ের মতো ফরমেট করে নেয়ার ব্যবস্থা যদি থাকতো তবে খুব ভালো হতো। অসংখ্য ধন্যবাদ এডমিনকে। ধন্যবাদ সব ব্লগারকে। ধন্যবাদ সর্বশক্তিমান অসীম ক্ষমতার অধিকারী ক্ষমাশীল মহান সৃষ্টিকর্তাকে আমাকে লেখার তৌফিক দান করেছেন বলে।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

েবনিটগ বলেছেন: apnakeo dhonnobad, Kamraj. Apni apnar blogio ovizan obbahoto rakhen ei shuvo kamonay

২৮ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

কামরাজ বলেছেন: অাপনাকে অনেক ধন্যবাদ আপনার মন্তব্য, উৎসাহ ও অনুপ্রেরণার জন্য

২| ২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:২১

মহিদুল বেস্ট বলেছেন: আমি ৭ মাসে ৩৩ খানেক পোস্ট করেছি! প্রায় সব ই সাহিত্য ভিত্তিক... এখনো সাধারণ ব্লগার!

কিভাবে নিরাপদ হবো? বলতে পারেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.