নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকৃতির সাথে একাত্ম হওয়া

প্রকৃতির রহস্যময়তা আমাকে বিমোহিত করে। তাই এর সাথে একাত্ম হয়ে সবার হৃদয়ে বেঁচে থাকতে চাই।

কামরাজ

প্রকৃতির সাথে একাত্ম হওয়াই আমার চেষ্টা

কামরাজ › বিস্তারিত পোস্টঃ

পাথেয়

০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০৫

একদল তীর্থ যাত্রী তীর্থে যাবার কালে পুরোহিত তাঁদের প্রত্যেককে একটি লম্বা কাঠ তুলে দিয়ে বললেন- এটা আপনাদের পথের সম্বল। সকলে যার যার ভারী কাঠটি নিয়ে অতিকষ্টে পাহাড়ের পথ ধরে এগুতে লাগলেন। কিছুদূর যেতে এক অলস অপরিণামদর্শী যাত্রী ওজন হালকা করার জন্য কাঠটির অর্ধেকটা কেটে ছোট করে নিল এবং নিজের বুদ্ধির তারিফ করে হাসতে হাসতে এগিয়ে যেতে থাকল। এমনকি পুরোহিতের কথাও সে শুনল না। পুরোহিত বার বার সাবধান করার পরও আরো কিছুদূর গিয়ে ওজন আরো হালকা করার জন্য বাকীটার অর্ধেক কেটে ফেলল। এগুতে এগুতে পথে এক গিরিখাতের সামনে এসে যাত্রীরা থামল। পুরোহিত বললেন- আপনারা প্রত্যেকে কাষ্ঠখণ্ডটি দিয়ে একেকটি গিরিখাত পার হয়ে যান। যাত্রীরা পুরোহিতের কথামত একেকটি খাত পার হয়ে এগিয়ে চলল। শুধু অবাধ্য ব্যক্তি দেখল গিরিখাত পার হওয়ার ক্ষেত্রে তার কাঠটি যথেষ্ট নয়। সে চিৎকার করে সাহায্য প্রার্থনা করল। কিন্তু কারো কাছে অতিরিক্ত কাঠ না থাকায় কোন সাহায্য করতে পারল না। তারা বলল- পুরোহিত তোমাকে বার বার বলেছে। এখন আমরা নিরূপায়।

‘পাথেয় বিনে পথিকজনে, পথ কখনো নেয় না মেনে।”

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২৬

সুমন জেবা বলেছেন: পাথেয় বিনে পথিকজনে, পথ কখনো নেয় না মেনে..

০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১৯

কামরাজ বলেছেন: ধন্যবাদ সুমন জেবা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.