![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রকৃতির সাথে একাত্ম হওয়াই আমার চেষ্টা
দুইশত ছাত্রীকে নিয়ে গেলো অপহরণ করে;
অথচ উন্নত বলে যারা দাবী করে
খুঁজে বের করতে পারছেনা ছাত্রীদের।
কিছুদিন আগে বিমান হারিয়ে গেলো
অথচ শ্রেষ্ঠ বলে যারা দাবী করে
ধ্বংসাবশেষ পর্যন্ত খুঁজে পেলোনা
বললো গুলি করে ফেলে দিয়েছে চীন সাগরে
তন্ন তন্ন করেও খুঁজে পেলোনা যাত্রীদের।
এরপরও বলবে প্রযুক্তি অনেক এগিয়ে গেছে!
যখন খনিতে খননকারী চাপা পড়ে আছে,
সুনামি অথবা ভূমিকম্প কেড়ে নেয় প্রাণ
তখন কিভাবে গাইবো প্রযুক্তির জয়গান ?
প্রকৃতি মায়ের কাছে আমরা কত অসহায়!
অহঙ্কারে আমরা যখন সে কথা ভুলে যাই-
তখনই আসে শাস্তি, অবাধ্য সন্তানের উপর
পুড়ে যায় সুন্দরবন, প্রবল বেগে আসে ঝড়।
আমরা কারণ খুঁজি, হাড় মাংসে জরিপ চালায়
আহত নিহত মানুষের পরিসংখ্যান দেখায়।
সংগ্রহ করি ক্ষতিপুরণ, তাও ভাণ্ডারে থেকে যায়
প্রমাণ নাই, তাই অর্থে ক্ষতিগ্রস্তের অধিকার নাই।
হায়! লজ্জায় মরে যাই; এসব কি হচ্ছে ভবে-
মানুষ কি ভেবেছিল মনুষ্যত্বের এত অধঃপতন হবে!
২| ২৬ শে মে, ২০১৪ দুপুর ১২:১৪
কামরাজ বলেছেন: ধন্যবাদ প্রিন্স ঠাকুর আপনার সুন্দর মন্তব্যের জন্য।
©somewhere in net ltd.
১|
২৫ শে মে, ২০১৪ দুপুর ২:৪৯
প্রিন্স ঠাকুর বলেছেন: ভাল লাগল কবিতাটি
ভাল থাকবেন সব সময়...