নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি জাতিস্মর। সপ্তমবার মানব জন্ম। অষ্টমবার মানব জন্ম নিয়ে আবার পৃথিবীর বুকে ফিরবো। সীতারাম নন্দী(১ম), কৃষ্ণকান্ত নন্দী(২য়),কাশিমবাজার রাজা কৃষ্ণনাথ রায়(৩য়),বিজয়কৃষ্ণদুলাল পাল(৪র্থ),হরিদাস মুখার্জী(৫ম),রমেশ সাহা(৬ষ্ঠ),প্রদীপ হালদার(৭ম)।

প্রদীপ হালদার

আমি জাতিস্মর। সপ্তমবার মানব জন্ম, অষ্টমবার মানব জন্ম নিয়ে আবার পৃথিবীর বুকে ফিরবো। সীতারাম নন্দী(১ম), কৃষ্ণকান্ত নন্দী(২য়),কাশিমবাজার রাজা কৃষ্ণনাথ রায়(৩য়),বিজয়কৃষ্ণদুলাল পাল(৪র্থ),হরিদাস মুখার্জী(৫ম),রমেশ সাহা(৬ষ্ঠ),প্রদীপ হালদার(৭ম)।

প্রদীপ হালদার › বিস্তারিত পোস্টঃ

চাই না আমি থাকিতে রাজপ্রাসাদে।

০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:৫৩

চাই না আমি থাকিতে রাজপ্রাসাদে

চাই না থাকিতে আমি মাটির ঘরে।



তোমার হৃদয়ের ঘরে চাই আমি থাকিতে

যে ঘর ভাঙিবে না কোনদিন শত শত আঘাতে।



ঝড়ের আঘাতে হয়তো বা ভেঙে যাবে

রাজপ্রাসাদ নয়তো ভেসে যাবে

মাটির ঘর নদীর স্রোতে।



তুমি আঁকড়ে ধরে থাকবে আমাকে

তোমার মতোন করে

ভালোবাসায় তৈরী হয়েছে

যে ঘর ভাসিবে না কোনদিন চোখের জলে।



হৃদয়ের ঘর সাজাবো যতনে

রেখেছি সেখানে তোমাকে

শরীর ভাঙিবে দৃষ্টি কমিবে

হৃদয়ের ঘর ডাকিবে

প্রতিনিয়ত আমাকে তোমারই পাশে।



আমি তো আছি তোমারই কাছে

আর কিই বা চাই এই জীবনে।



আমার মতোন করে গড়েছি তোমাকে

তুমিও গড়েছো আমাকে তোমার মতোন করে।



মাটির ঘর গড়তে যে কেউ পারে

পারে রাজপ্রাসাদের মতোন ঘর গড়তে।



হৃদয়ে ঘর বানানো ভীষণ কঠিন কাজ

তবু সেই ঘর বানিয়ে অন্য ঘর হলো অর্থহীন আজ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:২৯

নস্টালজিক বলেছেন: ভুতো দাদার অতীন্দ্রিয় কবিতা!

০২ রা মার্চ, ২০১৩ রাত ১১:৪০

প্রদীপ হালদার বলেছেন: আমার লেখা পড়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানালাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.