নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি জাতিস্মর। সপ্তমবার মানব জন্ম। অষ্টমবার মানব জন্ম নিয়ে আবার পৃথিবীর বুকে ফিরবো। সীতারাম নন্দী(১ম), কৃষ্ণকান্ত নন্দী(২য়),কাশিমবাজার রাজা কৃষ্ণনাথ রায়(৩য়),বিজয়কৃষ্ণদুলাল পাল(৪র্থ),হরিদাস মুখার্জী(৫ম),রমেশ সাহা(৬ষ্ঠ),প্রদীপ হালদার(৭ম)।

প্রদীপ হালদার

আমি জাতিস্মর। সপ্তমবার মানব জন্ম, অষ্টমবার মানব জন্ম নিয়ে আবার পৃথিবীর বুকে ফিরবো। সীতারাম নন্দী(১ম), কৃষ্ণকান্ত নন্দী(২য়),কাশিমবাজার রাজা কৃষ্ণনাথ রায়(৩য়),বিজয়কৃষ্ণদুলাল পাল(৪র্থ),হরিদাস মুখার্জী(৫ম),রমেশ সাহা(৬ষ্ঠ),প্রদীপ হালদার(৭ম)।

প্রদীপ হালদার › বিস্তারিত পোস্টঃ

এই বিশাল পৃথিবীর বুকে।

০১ লা মার্চ, ২০১৩ রাত ৯:১৮

এই বিশাল পৃথিবীর বুকে

কোথাও না কোথাও আমার ঠাঁই হবে।



হয়তো ঠাঁই হবে না তোমার বুকে

হয়তো থাকবো না কিছুদিন সুখে।



তবু ঠাঁই পাবো কারো না কারোর হৃদয়ে

চিরসুখী করে রাখবে সেই আমাকে।



আজও আমি ঘরবিহীন এই পৃথিবীতে

তোমার মতোন কোন ঘর আসবে না এই জীবনে।



নাইবা থাকলো আমার ঘর

আমি তো আছি পৃথিবীতে।

যদিও তুমি করলে আমায় পর

তবুও বাঁচবো আমি ভালোবাসা নিয়ে।



চাই না আমি মাটির ঘরে

তোমাকে নিয়ে থাকিতে।

তোমার হৃদয়ে যে ঘর বেঁধেছি

তার চেয়ে বড় ঘর নেইকো এই পৃথিবীতে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.