নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি জাতিস্মর। সপ্তমবার মানব জন্ম। অষ্টমবার মানব জন্ম নিয়ে আবার পৃথিবীর বুকে ফিরবো। সীতারাম নন্দী(১ম), কৃষ্ণকান্ত নন্দী(২য়),কাশিমবাজার রাজা কৃষ্ণনাথ রায়(৩য়),বিজয়কৃষ্ণদুলাল পাল(৪র্থ),হরিদাস মুখার্জী(৫ম),রমেশ সাহা(৬ষ্ঠ),প্রদীপ হালদার(৭ম)।

প্রদীপ হালদার

আমি জাতিস্মর। সপ্তমবার মানব জন্ম, অষ্টমবার মানব জন্ম নিয়ে আবার পৃথিবীর বুকে ফিরবো। সীতারাম নন্দী(১ম), কৃষ্ণকান্ত নন্দী(২য়),কাশিমবাজার রাজা কৃষ্ণনাথ রায়(৩য়),বিজয়কৃষ্ণদুলাল পাল(৪র্থ),হরিদাস মুখার্জী(৫ম),রমেশ সাহা(৬ষ্ঠ),প্রদীপ হালদার(৭ম)।

প্রদীপ হালদার › বিস্তারিত পোস্টঃ

আমাকে মতামত দিন।

০৪ ঠা মে, ২০১৪ রাত ৯:৫০

আমাকে মতামত দিন। একজন আমাকে জলে ডুবিয়ে মেরেছিল। এখন সেই ব্যক্তির বয়স ছিয়াশি বছর। সেই ব্যক্তি তার দিদির তিন বছরের ছেলেকে জলে ডুবিয়ে মেরেছিল। তার দিদি এখন বেঁচে আছে।

এখন আমি কিভাবে প্রমাণ করবো,সেই ব্যক্তি আমাকে খুন করেছিল? তারা কি স্বীকার করবে? মতামত দিন।

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৪ রাত ১০:২০

নস্টালজিক বলেছেন: মতামত

২| ০৪ ঠা মে, ২০১৪ রাত ১০:২৯

হাসান মাহবুব বলেছেন: ভয় দেখায়ে স্বীকারোক্তি আদায় করেন।

০৪ ঠা মে, ২০১৪ রাত ১০:৩৫

প্রদীপ হালদার বলেছেন: আপনি সঠিক উপদেশ দিয়েছেন। আপনার উপদেশ মেনে আমি চলবো। সফল হলে আমি জানাবো। ভালো থাকবেন। সুন্দর মতামতের জন্য ঈশ্বর আপনাকে মঙ্গল করুক।

৩| ০৪ ঠা মে, ২০১৪ রাত ১১:০৪

কাঠ পাতা বলেছেন: ঠিক বুজলাম না। আপনাকে মেরেছিল না মারার চেষ্টা করেছিলো। যদি মারার চেষ্টা করে থাকে তাহলে তার নামে একটা attemp to murder এর কেস করে দিন । অথবা সুযোগ পেলে কয়েকবার পানিতে চুবাতে পারেন। তাইলে বুজবো পানিতে মরার কষ্ট কেমন।

৪| ০৫ ই মে, ২০১৪ রাত ১২:০০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
অমাবস্যা রাত্রিতে নিরিবিলি তাকে ডাকুন। সব খুলে বলুন।
তাকে স্মরণ করিয়ে দিন। না হলে ভয় দেখানোর সুযোগ তো আছেই :)

৫| ০৫ ই মে, ২০১৪ রাত ১২:১১

আমি শঙ্খনীল কারাগার বলেছেন: বলেনকি দাদা? ঠিকানাটা দিন কারাগারে ঢুকিয়ে দেই। মগেরমুল্লুক নাকি অপরাধ করে পার পেয়ে যাবে?

৬| ০৫ ই মে, ২০১৪ রাত ১২:১২

মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলেছেন: ভাই , ওপাড় আর এপাড় বেসিক ডিফারেন্স কি কি ?

কৌতূহল থেকেই জিজ্ঞাস করলাম । মাইন্ড করবেন না

৭| ০৫ ই মে, ২০১৪ রাত ১২:১৯

মশিকুর বলেছেন:
ছিয়াশি বছর যার বয়স তার খুবই কষ্টে থাকার কথা। তাকে কিছু করার দরকার নাই। তাকে ধুকে ধুকে মারা যেতে দিন :) তবে এরচেয়েও ভালো একটা আইডিয়া আছে :) আপনি নিশ্চয়ই জেনে গেছেন(ক্ষমতা বলে) যে ভালো আইডিয়াটা কি? তাহলে সেভাবেই কাজ করুন :)

৮| ০৫ ই মে, ২০১৪ রাত ১২:২৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভয় দেখান। পানিতে চুবানোর ভয় দেখান।

৯| ০৫ ই মে, ২০১৪ দুপুর ২:৩১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: রিমান্ডে নেন সুর সুর করে সব বলে দেবে।

১০| ০৫ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:১৮

িনর্ঝর বলেছেন: হুম ভয় দেখিয়ে স্বীকারোক্তি আদায় এবং তা রেকড করে প্রমান অথবা পরে কারো মাধ্যমে মামলা দায়ের করে সরাসরী বা বিশেষ কারো কাছে তা প্রমান করতে পারেন।

১১| ০৫ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:২৫

চতুষ্কোণ বলেছেন: মামার নামে মামলা দিয়া দেন

১২| ০৫ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:২৬

চতুষ্কোণ বলেছেন: মামার নামে মামলা দিয়া দেন

১৩| ২৩ শে মে, ২০১৪ দুপুর ২:২৯

ছায়াপাখির অরণ্য বলেছেন: নস্টালজিক বলেছেন: মতামত

১৪| ২৩ শে মে, ২০১৪ দুপুর ২:৫১

ছায়াপাখির অরণ্য বলেছেন: নস্টালজিক বলেছেন: মতামত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.