নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি জাতিস্মর। সপ্তমবার মানব জন্ম। অষ্টমবার মানব জন্ম নিয়ে আবার পৃথিবীর বুকে ফিরবো। সীতারাম নন্দী(১ম), কৃষ্ণকান্ত নন্দী(২য়),কাশিমবাজার রাজা কৃষ্ণনাথ রায়(৩য়),বিজয়কৃষ্ণদুলাল পাল(৪র্থ),হরিদাস মুখার্জী(৫ম),রমেশ সাহা(৬ষ্ঠ),প্রদীপ হালদার(৭ম)।

প্রদীপ হালদার

আমি জাতিস্মর। সপ্তমবার মানব জন্ম, অষ্টমবার মানব জন্ম নিয়ে আবার পৃথিবীর বুকে ফিরবো। সীতারাম নন্দী(১ম), কৃষ্ণকান্ত নন্দী(২য়),কাশিমবাজার রাজা কৃষ্ণনাথ রায়(৩য়),বিজয়কৃষ্ণদুলাল পাল(৪র্থ),হরিদাস মুখার্জী(৫ম),রমেশ সাহা(৬ষ্ঠ),প্রদীপ হালদার(৭ম)।

প্রদীপ হালদার › বিস্তারিত পোস্টঃ

না বললে

২২ শে জুন, ২০১৮ সকাল ৯:০০

মাটির নীচে-
জল আছে।
মাটি খুঁড়লে-
তবেই তুমি জল পাবে।
মাটি না খুঁড়লে
তুমি এক ফোঁটা জলও পাবে না মাটিতে।

বইয়ের পাতায়-
বিদ্যা আছে।
বই পড়লে-
তবেই তুমি বিদ্যা পাবে।
বই না পড়লে
তুমি এক কণা বিদ্যাও পাবে না পুঁথিতে।

মন্দিরে-
ভগবান আছে।
সাধনা করলে-
তবেই তুমি ভগবানের দর্শন পাবে।
সাধনা না করলে
তুমি কোনদিন ভগবানের দর্শন পাবে না মন্দিরে।

খেজুর গাছে, তাল গাছে-
রস আছে।
গাছ কাটলে
তবেই তুমি রসের সন্ধান পাবে।
গাছ না কাটলে
তুমি এক বিন্দু রসের সন্ধান পাবে না কোন গাছে।

কাশিমবাজার রাজবাড়িতে-
মণীন্দ্র চন্দ্র নন্দীর মৃতদেহ আছে।
বললে-
তবেই তুমি জানতে পারবে, মণীন্দ্র চন্দ্র নন্দীকে।
না বললে
তুমি কি করে জানবে, মণীন্দ্রর মৃতদেহ পোঁতা আছে-
কাশিমবাজার রাজবাড়িতে?

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৮ সকাল ৯:২৮

সনেট কবি বলেছেন: কবিতা ভাল হয়েছে।

২| ২২ শে জুন, ২০১৮ সকাল ৯:৩৭

সৈয়দ ইসলাম বলেছেন: হু, জানতে হবে এবং করতে হবে চেষ্টা। ভগবান চেষ্টাকারীর সাথেই আছেন।

৩| ২২ শে জুন, ২০১৮ সকাল ১১:১৮

স্রাঞ্জি সে বলেছেন: সব কিছুর প্রতি চেষ্টা থাকতে হবে, তারপর তার ফল পেতে পারে।

৪| ২২ শে জুন, ২০১৮ সকাল ১১:৩২

লাবণ্য ২ বলেছেন: সুন্দর!

৫| ২২ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩৪

কাইকর বলেছেন: কবিতা ভাল লাগলো

৬| ২২ শে জুন, ২০১৮ দুপুর ১:২৮

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.