নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি জাতিস্মর। সপ্তমবার মানব জন্ম। অষ্টমবার মানব জন্ম নিয়ে আবার পৃথিবীর বুকে ফিরবো। সীতারাম নন্দী(১ম), কৃষ্ণকান্ত নন্দী(২য়),কাশিমবাজার রাজা কৃষ্ণনাথ রায়(৩য়),বিজয়কৃষ্ণদুলাল পাল(৪র্থ),হরিদাস মুখার্জী(৫ম),রমেশ সাহা(৬ষ্ঠ),প্রদীপ হালদার(৭ম)।

প্রদীপ হালদার

আমি জাতিস্মর। সপ্তমবার মানব জন্ম, অষ্টমবার মানব জন্ম নিয়ে আবার পৃথিবীর বুকে ফিরবো। সীতারাম নন্দী(১ম), কৃষ্ণকান্ত নন্দী(২য়),কাশিমবাজার রাজা কৃষ্ণনাথ রায়(৩য়),বিজয়কৃষ্ণদুলাল পাল(৪র্থ),হরিদাস মুখার্জী(৫ম),রমেশ সাহা(৬ষ্ঠ),প্রদীপ হালদার(৭ম)।

প্রদীপ হালদার › বিস্তারিত পোস্টঃ

ভগবান শিব সাধনা

০৫ ই জুলাই, ২০১৯ সকাল ৯:২৮



মা, সারাটা দিন ঘরের মধ্যে কেটে যায়
ঘরের বাইরে কোথাও তো কিছুই নাই।
ঘর থেকে পাহাড় দেখা যায়
পাহাড়ের কাছে যাবার দরকার তো নাই।
মা, ঘরের মধ্যে দিন কেটে যায়
ঘর ছাড়া আর তো আমার কিছু নাই।
মা, ঘরের বাইরে কত কিছু দেখা যায়
পথঘাট, গাছপালা, নদনদী সবই দেখা যায়।
মা, ঘরের বাইরে যা দেখা যায়
ঘরের মধ্যে সেগুলোর কোন অস্তিত্ব নাই।
মা, ঘরই রোদ ঝড় বৃষ্টির হাত থেকে বাঁচায়
মা, ঘরই স্বর্গ, বলতে কোন দ্বিধা নাই।
মা, কোন কোন ঘর ঝগড়া বাঁধায়
কোন কোন ঘর স্বর্গ বানায়।
ঘর মানুষকে কাঁদায়
ঘরই মানুষকে হাসায়।
মা, রাজবাড়ির ঘর পুনর্জন্ম দিয়েছে আমায়
সেই ঘরে কত রাত কাটিয়েছি খুঁজি স্মৃতির পাতায়।
আজ আমি স্ত্রী খড়িকে নিয়ে যে ঘরে রাত কাটাই
এ ঘর স্বর্গ, যুগে যুগে যেন এমন ঘর পাই।
এ ঘরে জল নাই
তবু এই ঘরে আমি স্বর্গকে খুঁজিয়া পাই।
এই ঘরে গোলাপি থাপা ছিল, ভুলি নাই
কতবার এসেছিলাম এই ঘরে, ঘরে ঢুকে মনে পড়ে যায়।
এই ঘরে প্রদীপ জ্বলে সন্ধ্যাবেলায়
এই ঘরে বসে আছি, আমি শিব সাধনায়।
মা, কত ঘর ভেঙে যায়, নদীর জলে ডুবে যায়
মা, আমার রাজবাড়ির ঘর এখনো আমায় ডেকে যায়।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:২৮

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
তবে প্রথম পাতায় পর পর দুইটা পোষ্ট দিবেন না।

২| ০৫ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:৩৩

জুন বলেছেন: বহু দিন পর আবার আপনাকে দেখলাম প্রদীপ হালদার ।

৩| ০৫ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:৪৭

ভুয়া মফিজ বলেছেন: অষ্টমবারের জন্মে আপনার নাম কি হতে পারে মনে হয়? অনুমান করে বললেও হবে! :)

৪| ০৫ ই জুলাই, ২০১৯ দুপুর ২:১৫

করুণাধারা বলেছেন: আপনার কবিতা ভালো লাগলো।

পরপর দুটো কবিতা থাকায় পরেরটা পড়লাম না। আপনি কিছুটা গ্যাপ দিয়ে পোস্ট করলে ভালো হতো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.